X
বুধবার, ১৫ মে ২০২৪
৩১ বৈশাখ ১৪৩১

চেম্বারে দগ্ধ হয়ে মারা গেলেন দুই ডেন্টাল সার্জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:২৮আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:২০

চিকিৎসকদের ফেসবুকভিত্তিক সংগঠন ‘প্ল্যাটফর্ম’ -এ নিহত ইমরোজ ও আশরাফুলের জন্য শোকবার্তা পুরান ঢাকার চকবাজারে বুধবার রাতের ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন দুই ডেন্টাল সার্জন। ঘটনার সময় তারা চেম্বারে রোগী দেখছিলেন। দগ্ধ এই দুই চিকিৎসক হলেন, বাংলাদেশ ডেন্টাল কলেজের ১৯তম ব্যাচের ডা. ইমতিয়াজ ইমরোজ ও ডা. মো. আশরাফুল হক। তারা দুজনই বাংলাদেশ ডেন্টাল কলেজ থেকে সম্প্রতি পাস করে চকবাজারে প্রাইভেট প্র্যাকটিস শুরু করেন। আগুনের সময় তারা আল মদিনা মেডিক্যাল হল ও ডেন্টাল ক্লিনিকে কর্মরত ছিলেন। চিকিৎসকদের ফেসবুকভিত্তিক সংগঠন ‘প্ল্যাটফর্ম’ তাদের মৃত্যু নিশ্চিত করে শোকবার্তা জানিয়েছে।

এ সময় ওই ডেন্টাল ক্লিনিকের মালিক কাওসার আহমেদসহ আরও তিনজন ছিলেন। তাদের মধ্যে একজন চিকিৎসা নিতে সেখানে এসেছিলেন।

বুধবার (২০ ফেব্রুয়ারি) রাতে চকবাজারে প্রথম যে চারতলা ভবনে আগুন লাগে, তার উল্টো দিকের ভবনে আল মদিনা মেডিক্যাল ও ডেন্টাল ক্লিনিক। আগুন ওই ভবনেও ছড়িয়ে পড়ে।

সেখানে চিকিৎসা নিতে গিয়ে সোহরাওয়ার্দী কলেজ থেকে সদ্য অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স পাস করা কাজী এনামুল হক দগ্ধ হয়ে নিহত হন। এনামুল হকের ভাই চকবাজারের ক্ষুদ্র ব্যবসায়ী কাজী ইউসুফ তার পরিচয় নিশ্চিত করেন।

চিকিৎসকদের ফেসবুকভিত্তিক সংগঠন ‘প্ল্যাটফর্ম’ দুই সহকর্মীর মৃত্যু নিশ্চিত করে শোকবার্তা জানিয়েছে।
তাদের মৃত্যুতে বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কাশেম ও মহাসচিব ডা. হুমায়ুন কবির বুলবুল শোক জানিয়েছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রসঙ্গত, বুধবার (২০ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকার চুড়িহাট্টা শাহী মসজিদের সামনে একটি পিকআপের সিলিন্ডার বিস্ফোরণের পর আশপাশের ভবনে আগুন ছড়িয়ে পড়ে। রাতে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট সাড়ে চার ঘণ্টার মতো কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ভয়াবহ আগুনের ঘটনায় বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ৭০টি মৃতদেহ উদ্ধার করেছেন। এছাড়া আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ।

/টিওয়াই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডানপিঠে দুলু থেকে কিংবদন্তি ফারুক
প্রয়াণ দিবসে স্মরণডানপিঠে দুলু থেকে কিংবদন্তি ফারুক
‌‘এখনও ঘুমালে মনে হয় জলদস্যুরা এই বুঝি গুলি করলো’
এমভি আবদুল্লাহর চিফ অফিসার‌‘এখনও ঘুমালে মনে হয় জলদস্যুরা এই বুঝি গুলি করলো’
‘দলীয় সাংবাদিক’ ও সাংবাদিকতায় অনাস্থা
‘দলীয় সাংবাদিক’ ও সাংবাদিকতায় অনাস্থা
‘আমাদের ছাড়াতে এয়ারক্রাফটের মাধ্যমে মুক্তিপণ দেওয়া হয়েছিল’
‘আমাদের ছাড়াতে এয়ারক্রাফটের মাধ্যমে মুক্তিপণ দেওয়া হয়েছিল’
সর্বাধিক পঠিত
শুক্রবারও চলবে মেট্রোরেল
শুক্রবারও চলবে মেট্রোরেল
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ