X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

শিশুদের মাঝে একুশের চেতনা ছড়িয়ে দিচ্ছে ‘বর্ণমেলা’

উদিসা ইসলাম
২১ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৪৬আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ২১:১১

মাকে কখনও বলা হয়নি ভালোবাসি... কাঠফাটা রোদে একটা টেবিলে দাঁড়িয়ে লিখছে কয়েকটি শিশু। শুদ্ধ বাংলায় তারা মায়ের প্রতি তাদের ভালোবাসা জানাচ্ছে।  শিশুরা লিখছে– ‘মা তুমি সবচেয়ে মিষ্টি’, ‘তোমাকে ভালোবাসি’। কেউ কেউ ঢেকে লিখছে– ‘মাকে ভালোবাসি, লিখছি সে কথা, কাউকে দেখাব না।’ একুশের সকালে ‘বর্ণমেলা’য় বসেছিল শিশু-কিশোর মেলা। তারা যেমন মায়ের প্রতি ভালোবাসার কথা লিখছে, তেমনি অভিভাবকরাও লিখছেন সন্তানদের প্রতি ভালোবাসার কথা।

কাদের আয়োজন

‘প্রথম আলো’র আয়োজনে বেশ কয়েক বছর যাবৎ ধানমন্ডির মহিলা ক্রীড়া কমপ্লেক্সে চলছে এই বর্ণমেলা। এখানে একদিকে শিশুরা নিজের মতো করে লিখছে, কোথাও তারা ক্যানভাসজুড়ে একসঙ্গে ছবি আঁকছে। আরেকদিকে মূল মঞ্চে দেশের গান পরিবেশন করছে। মাঠের একপ্রান্তে একটি ছোট শহীদ মিনার বানানো হয়েছে। চাইলে কেউ ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে আসতে পারেন।

বর্ণমেলার শিশুদের পরিবেশনা কী ছিল আয়োজনে

রেজওয়ান হাসান সন্তানের কাছে চিঠি লিখতে লিখতে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সন্তানকে কে না ভালোবাসে। কিন্তু তাকে নিয়ে দু-এক লাইন লেখার এখন আর সুযোগ নেই। আমাদের ছেলেবেলায় বাবা-মায়ের চিঠি পেতাম হোস্টেলে বসে। সেই চিঠিতে বুঝতাম তারা কতটা মিস করে আমাকে। কিন্তু এখন সে সুযোগ কই। যান্ত্রিক জীবনে মিস করার কথা জানানোর সুযোগও হয় না। তাই আজ কয়েক লাইন লিখছি।’

চলছে ইচ্ছেমতো আঁকাআঁকি ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী নিম্মি চিঠি লিখছে তার মাকে। একটা কাগজ ছিঁড়ে আরেকটিতে তাকে লিখতে দেখে চিঠিপত্রের সময়ের সেই পৃষ্ঠার পর পৃষ্ঠা ছিড়ে একটি চিঠি লেখার কথা মনে করিয়ে দেয়। সে লিখেছে, ‘মাকে কখনও বলা হয়নি ভালোবাসি। মা আমার জন্য অনেক কষ্ট করেন সারাদিন। মাকে আমি যতটা ভালোবাসি, মা আমাকে তার চেয়ে অনেক বেশি ভালোবাসেন।’ এটুকু লেখার মধ্যে তিনটি বানান ভুল হওয়ায় সে চিঠি পোস্টবক্সে ফেলেনি। কেন ফেলছো না? প্রশ্নে নিম্মি বলে, ‘বাংলায় লেখা হয় না। বানান ভুল হয়ে যাচ্ছে। ভুল বানানে চিঠি লিখব না। মা সাহায্য করতে চেয়েছিলেন, কিন্তু আমি নিজে মাকে না-দেখিয়ে শুদ্ধ বানানে চিঠি লিখতে চেয়েছিলাম।’

শুদ্ধ বানানে চিঠি লেখায় মগ্ন একটা ছোট ছাউনি করে তার ভেতর সুড়ঙ্গের মতো করে শিশুদের জন্য ক্যানভাস বানানো হয়েছে। শিশুরা তাতে নিজেদের ইচ্ছেমতো আঁকছে। তাদের মাথার ওপরে জাতীয় পতাকা। একেবারে সদ্য দাঁড়াতে শেখা শিশুটি এলোমেলো দাগ টানছে ক্যানভাসে। পাশে একজন জাতীয় পতাকা আঁকছে কাঁচাহাতের টানে। কেন জাতীয় পতাকা আঁকলে? প্রশ্নে রাসেল বলে, ‘মাথার ওপরে দেখে মনে হলো এটাই আঁকি। দাগ টানাটানির মধ্যে লালসবুজ পতাকাটা ভালো লাগছে।’

এছাড়া ছিল আরও অনেক আয়োজন। চাইলে কেউ একটু খেতে পারবেন একপাশে গিয়ে, সিসিমপুরের আয়োজন ছিল। একপাশে ছিল ব্রিটিশ কাউন্সিলের স্টলও। আর ছিল নাগরদোলায় ওঠার উচ্ছ্বাস।

মায়ের কাছে যাবে চিঠি আলোচনা-সমালোচনা

বর্ণমেলার আয়োজন প্রথম শুরু হয় যে বছর সে বছর থেকে নিয়মিত এই আয়োজনে ছেলেদের নিয়ে আসেন তারেক ইসলাম। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগে অনেক ভালো ছিল। এখন ধীরে ধীরে বর্ণমেলায় বর্ণ কমে গেছে। বেশি ছোট শিশুদের এখানে এসে মজা পাওয়ার সুযোগ কম এখন। আয়োজকরা বাণিজ্যিকভাবে এটি করবেন সেটা স্বাভাবিক কিন্তু বর্ণমেলা আর বৈশাখিমেলায় পার্থক্য থাকা জরুরি বলে আমার মনে হয়।’

মেলা থেকে বের হয়ে দীর্ঘপথ হাঁটতে হচ্ছে সবাইকে। সাত বছরের সন্তানকে নিয়ে ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছেন এক মা। ছেলেকে বাংলা ছড়া বলতে বলেছেন। শিশুটি ‘মনে কর যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে’ ভাঙা ভাঙা উচ্চারণে বলছে। মা নাজনীন সিকোয়াকে জিজ্ঞেস করি, কেন নিয়ে এসেছিলেন শিশুটিকে? তিনি বললেন, ‘সন্তানকে দেশ, সংস্কৃতি ও দেশের ইতিহাস জানানোর দায়িত্ব অভিভাবকদেরই। আগে শহীদ মিনারে ফুল দেওয়ার পর আর কিছু করার থাকতো না এই দিনটিতে। এ ধরনের আয়োজনে ভাষার দিকটি যদি আরেকটু বেশি উঠে আসে তাহলে আরও সহজ হবে শিশুমনের বুঝতে।

 

/ইউআই/এমএএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা