X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

পরিবারের তিন সদস্যের লাশের অপেক্ষায় স্বজনরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৪১আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:১৪

নিখোঁজ নুসরাত ও লিপু চকবাজার ট্র্যাজেডিতে একই পরিবার তিন সদস্য নিহত হয়েছেন। তারা হলেন,  নাসরিন জাহান (২৪), তার স্বামী সালেহ মো. লিপু (৩২) ও সন্তান আবু তাহির। এখনও তাদের লাশ শনাক্ত করতে পারেনি স্বজনরা। তাই তো আজ লাশ শনাক্ত করতে ডিএনএ নমুনা দিয়েছেন পরিবারের অন্য দুই সদস্য। সেখানেই এ প্রতিবেদকের সঙ্গে কথা হয় নাসরিনের ভাই আনোয়ার হোসেন রনির।

বোনের লাশ শনাক্ত করতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে ডিএনএ নমুনা দেওয়ার জন্য মাকে নিয়ে এসেছিলেন রনি। তিনি বলেন, ‘আমরা তিন ভাই এক বোন। আমরা পুরান ঢাকার স্থায়ী বাসিন্দা। আমার বোনের স্বামী ঘটনার রাতে বোনকে নিতে আশিক টাওয়ারে যায়। অগ্নিকাণ্ডের ১০ মিনিট আগে তারা সেখান থেকে বের হয়ে বাড়ির দিকে রওনা দেয়। সেটা অফিসের সিসিটিভি ক্যামেরার ফুটেছে দেখা গেছে। আমার বোন ইডেন কলেজ থেকে অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স শেষ করে হাজি সেলিমের মালিকানাধীন আশিক টাওয়ারের অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করতো।’

নুসরাতের ভাই রনি রনি বলেন, ‘ঘটনার রাতে বোন, বোন-জামাই ও  তাদের ছেলে একসঙ্গেই ছিল। আশিক টাওয়ার থেকে তাদের বাসায় যাওয়ার একটাই রাস্তা। ওই রাস্তাতেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হয়তো ২-৪ মিনিট সময় পেলে তারা আগুন থেকে বেঁচে যেতে পারতো। আমার আম্মা বোনের মরদেহ শনাক্তের জন্য ডিএনএ নমুনা জমা দিতে এসেছে। আর ভগ্নিপতির জন্য তার বাবা লাল মিয়া ডিএনএ দিতে এসেছেন।’

পলাশ নামের একজন বলেন, ‘লিপু ভাই রাতে ভাবিকে অফিস থেকে আনতেই গিয়েছিলেন। তারা যে আগুনের মধ্যেই পড়েছেন এটা আমরা নিশ্চিত। এখন আমরা তিনজনের মরদেহ খুঁজছি।’

 

/টিওয়াই/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা