X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

ব্যালট বাক্স খালি, কর্মকর্তা বললেন ‘ভোট পড়ছে’

সঞ্চিতা সীতু
২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১২:০০আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১২:০৮

হলি ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুল ভোটকেন্দ্র রাজধানীর বনশ্রীতে  হলি ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুলে নারী ভোটারদের তিনটি কেন্দ্র। উত্তর সিটি করপোরেশনের বনশ্রী ও পূর্ব রামপুরা এলাকার নারী ভোটাররা সেখানে ভোট দেবেন। তবে সকাল ৮টায় ভোট শুরুর পর বেলা সাড়ে ১০টা পর্যন্ত এই তিন কেন্দ্রে কোনও ভোট পড়েনি। টেবিলের ওপর শূন্য ব্যালট বাক্স থাকার পরও ৩ নম্বর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হাসানুজ্জামান বলেন, ‘ভোট পড়ছে।’ কয়টা ভোট পড়েছে জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘এটা এখনই বলা যাবে না।’ 

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)  মেয়র পদে উপনির্বাচন এবং উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১৮টি করে মোট ৩৬টি ওয়ার্ডে (সম্প্রসারিত) ভোট শুরু হয়েছে। যা বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত। তবে বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি একেবারেই কম দেখা গেছে। হলি ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুল ভোটকেন্দ্র

হলি ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুলের কেন্দ্র ১ এ কল্যাণী রানী নামের একজন ভোট দিতে আসেন সকালে। তবে ভোটার লিস্টের সঙ্গে তার নামের মিল না থাকায় তিনি ভোট দিতে পারেননি। এই কেন্দ্রের ভোটার ৩১৫৭ জন। এটি ২২ নম্বর ওয়ার্ডের আওতাধীন। সেখানে বুথ ৫টা। বেলা সাড়ে ১০টা পর্যন্ত সেখানে কোনও ভোট পড়েনি। এ ব্যাপারে প্রিজাইডিং অফিসার আবদুল্লাহ আল মামুন বলেন, ‘ভোটার না থাকার বিষয়টা হতাশাজনক। একদিনের সাধারণ ছুটিসহ তিনদিন ছুটি হওয়ায় সম্ভবত  লোকজন ঢাকার বাইরে চলে গেছে ধারণা করছি। নারীরা ঘরের কাজ শেষে দুপুরের দিকে আসতে পারে বলেও আশা করছি।’

কেন্দ্র ২ এ ভোটার ৩১৪৪ জন। প্রিজাইডিং অফিসার তায়েবুর রহমান জানান, এই কেন্দ্রে বেলা সাড়ে ১০টা পর্যন্ত একটাও ভোট পড়েনি।  হলি ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুল ভোটকেন্দ্র

ঢাকা উত্তরের মেয়র পদে পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন– আওয়ামী লীগের প্রার্থী মো. আতিকুল ইসলাম (নৌকা), জাতীয় পার্টির মোহাম্মদ শাফিন আহমেদ (লাঙ্গল), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. আনিসুর রহমান দেওয়ান (আম), প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) শাহীন খান (বাঘ) এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবদুর রহিম (টেবিল ঘড়ি)।

ঢাকা উত্তর সিটিতে যুক্ত হওয়া ১৮টি সাধারণ ওয়ার্ডে ১১৬ জন এবং সংরক্ষিত ছয়টি ওয়ার্ডে ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটির ১৮টি সাধারণ ওয়ার্ডে ১২৫ জন ও সংরক্ষিত ছয়টি ওয়ার্ডে ২৪ জন প্রার্থী রয়েছেন।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক