X
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
৮ জ্যৈষ্ঠ ১৪৩২

জেট ফুয়েলের দাম বাড়ালো বিপিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০১৯, ০৯:০৮আপডেট : ০৭ মার্চ ২০১৯, ০৯:১৩




উড়োজাহাজের প্রয়োজনীয় জেট ফুয়েল উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। অভ্যন্তরীণ রুটের ক্ষেত্রে এয়ারলাইন্সগুলোকে প্রতি লিটার জেট ফুয়েল কিনতে এখন গুণতে হবে ৭২ টাকা। আর আন্তর্জাতিক রুটের ক্ষেত্রে জেট ফুয়েলের দাম পড়বে লিটারপ্রতি দশমিক ৬৮ ডলার। বুধবার (৬ মার্চ) থেকেই এ মূল্য কার্যকর করার কথা জানিয়ে এয়ারলাইন্সগুলোকে চিঠি দিয়েছে বিপিসি।

এয়ারলাইন্সগুলো জানিয়েছে, দাম বাড়ানোর পর বর্তমানে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার জন্য ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতি লিটার জেট ফুয়েলের দাম পড়বে ৭২ টাকা। আগে ছিল প্রতি লিটার ৬৭ টাকা।

অন্যদিকে, আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার জন্য ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জেট ফুয়েলের দাম পড়বে প্রতি লিটার দশমিক ৬৮ ডলার। আগে যা ছিল প্রতি লিটার দশমিক ৬২ ডলার।

জানা গেছে, ৫ মার্চ দেশের সব এয়ারলাইন্সগুলোকে জেট ফুয়েলের দাম বৃদ্ধির বিষয়ে চিঠি দেয় বিপিসির অঙ্গ প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড। পদ্মা অয়েলের ডেপুটি জেনারেল ম্যানেজার (এভিয়েশন) মোহাম্মদ মাহবুবুল আলম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী জেট এ-১ তেলের বিক্রয়মূল্য বাড়ানো হয়েছে। যা ৬ মার্চ থেকে কার্যকর হবে।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম হ্রাস-বৃদ্ধি করে বিপিসি। জেট ফুয়েলের দাম নির্ধারণ করে বিপিসির মূল্য নির্ধারণ কমিটি। এ কমিটি সব সময়ই জেট ফুয়েলের আন্তর্জাতিক বাজার মনিটরিং করেই মূল্য সমন্বয় করে।

তবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও বাংলাদেশে না কমায় ক্ষোভ রয়েছে দেশি এয়ারলাইন্সগুলোর। তেলের দাম বাড়ায় প্রতিষ্ঠানগুলোর প্রতিনিয়ত বাড়ছে পরিচালন ব্যয়। ফলে বিদেশি এয়ারলাইন্সগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়ছে তাদের।

এ প্রসঙ্গে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক এম মফিজুর রহমান বলেন, জেট ফুয়েলের ক্ষেত্রে বাংলাদেশে মনোপলি হচ্ছে। পদ্মা অয়েল একটিমাত্র প্রতিষ্ঠান হওয়ায় ইচ্ছেমতো দাম বৃদ্ধি করে। এয়ারলাইন্স পরিচালনার অন্যতম ব্যয় জ্বালানি তেল। এভাবে দাম বাড়লে টিকে থাকা কঠিন হবে।

 

/সিএ/এমএএ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কড়া নিরাপত্তায় মানিকগঞ্জ আদালতে মমতাজ
কড়া নিরাপত্তায় মানিকগঞ্জ আদালতে মমতাজ
গাজায় প্রবেশ করেছে ত্রাণবাহী ১০০টি ট্রাক
গাজায় প্রবেশ করেছে ত্রাণবাহী ১০০টি ট্রাক
‘পাহাড়ি বিপদজনক রাস্তায় ভয়ে ভয়ে ছিলাম’
‘পাহাড়ি বিপদজনক রাস্তায় ভয়ে ভয়ে ছিলাম’
সকালেই বৃষ্টিতে নাকাল নগরবাসী, দিনভর যানজটের শঙ্কা
সকালেই বৃষ্টিতে নাকাল নগরবাসী, দিনভর যানজটের শঙ্কা
সর্বাধিক পঠিত
কক্সবাজারে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রশিক্ষণ দিলো মার্কিন সেনা-বিমান বাহিনী
কক্সবাজারে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রশিক্ষণ দিলো মার্কিন সেনা-বিমান বাহিনী
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকা ফেরার নির্দেশ
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকা ফেরার নির্দেশ
যে কারণে কক্সবাজারে মার্কিন বাহিনী
যে কারণে কক্সবাজারে মার্কিন বাহিনী
আন্দোলনে স্থবির রাজধানী, চারপাশে যান চলাচল বন্ধ
আন্দোলনে স্থবির রাজধানী, চারপাশে যান চলাচল বন্ধ
করিডর নিয়ে কারও সঙ্গে আলোচনা হয়নি, প্রয়োজনও নাই: নিরাপত্তা উপদেষ্টা
করিডর নিয়ে কারও সঙ্গে আলোচনা হয়নি, প্রয়োজনও নাই: নিরাপত্তা উপদেষ্টা