X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণার দাবি সালমান এফ রহমানের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০১৯, ১৭:২৮আপডেট : ১০ মার্চ ২০১৯, ১৮:২৪

সালমান এফ রহমান (ছবি সংগৃহীত)

জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণার দাবি করেছেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান। এ জন্য তিনি সংবিধান সংশোধনেরও দাবি করেন। তিনি বলেন, ‘সংবিধান সংশোধন করে আমরা বঙ্গবন্ধুকে জাতির পিতা ঘোষণা করেছি। ঠিক তেমনি সংবিধান সংশোধন করে জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা দিতে হবে।’
রবিবার (১০ মার্চ) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় এই দাবি করেন তিনি। বঙ্গবন্ধু ঐতিহাসিক ৭ মার্চের বক্তব্য জয় বাংলা বলে শেষ করেছিলেন উল্লেখ করে সালমান এফ রহমান বলেন, ‘জয় বাংলা আওয়ামী লীগ বা দলীয় কোনও স্লোগান নয়। জয় বাংলা জাতীয় স্লোগান। আমরা জয় বাংলা স্লোগানের ওপর ছাত্র আন্দোলন করেছিলাম। মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনী জোর গলায় বললে পাকিস্তানি হানাদার বাহিনীর বুক কাঁপতো। আর বলতো মুক্তি আগেয়া, মুক্তি আগেয়া।’
তিনি বলেন, ‘অনেক সময় সরকারি অনুষ্ঠানে দেখা যায় সেখানে রাজনীতিবিদরা জয় বাংলা বলে বক্তব্য শেষ করেন। কিন্তু সরকারি কর্মকর্তারা ওই অনুষ্ঠানে জয় বাংলা বলেন না। জানতে চাইলে তারা বলেন, আমরা তো সরকারি কর্মকর্তা, আমাদের নিরপেক্ষ থাকতে হবে। আমরা তো নির্দলীয়। যদি জয় বাংলা বলি, দলীয় হয়ে যাবো।’ তিনি বলেন, ‘যে দেশটি জয় বাংলা স্লোগানে স্বাধীন হয়েছে, স্বাধীনতার কারণে এই কর্মকর্তারা এ অবস্থানে যেতে পেরেছেন। স্বাধীন না হলে এই পদে থাকতে পারতেন না। উনারা কী করে বলেন জয় বাংলা দলীয় স্লোগান।’
সালমান এফ রহমান প্রশ্ন রেখে বলেন, ‘আমি বুঝি না জয় বাংলা দলীয় স্লোগান কী করে হলো। জয় বাংলা স্লোগানের ওপর আমরা স্বাধীনতা পেয়েছি। জয় বাংলা আমাদের দেশের স্লোগান, জাতীয় স্লোগান। রাষ্ট্রপতি তো জয় বাংলা বলে সংসদে তার ভাষণ শেষ করেছেন। তাহলে তিনি কী দলীয় হয়ে গেলেন? তিনি কী আওয়ামী লীগের রাষ্ট্রপতি? সারা দেশের রাষ্ট্রপতি নন? তিনি তো সারা দেশের রাষ্ট্রপতি।’
তিনি বলেন, ‘কয়েকটি খবরের কাগজ আছে, যারা বঙ্গবন্ধু শব্দটি ব্যবহার করে না। এমনকি একটি পত্রিকা রয়েছে, আমাদের বর্তমান সংসদ সদস্যদের পরিবার হচ্ছেন তার মালিক। তারাও বঙ্গবন্ধু শব্দটি ব্যবহার করে না। শুধুই শেখ মুজিবুর রহমান লেখে। এটা খুবই দুঃখজনক।’

/ইএইচএস/ওআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ