X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘এখানে দাঁড়ায়ে কী করতেছো তোমরা’ (ভিডিও)

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০১৯, ১০:২৫আপডেট : ১১ মার্চ ২০১৯, ১০:৪৭

‘এখানে দাঁড়ায়ে কী করতেছো তোমরা’ (ভিডিও) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সোমবার সকালে নিরাপত্তা পরিস্থিতি দেখতে শাহবাগ থানার সামনে আসেন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। এসময় সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ সদস্যদের দিক-নির্দেশনা দেন।
তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, ‘ব্যাগ চেক নাই কেন? হোয়াট ইউ আর ডুইং হেয়ার? তোমরা (পুলিশ)এখানে দাঁড়ায়ে কী করতেছো? কারও কাছে ব্যাগ প্যাক থাকলে সেগুলো চেক করা।’
ডিএমপি কমিশনার বলেন, ‘বিএনসিসি আইডি কার্ড চেক করছে, করুক। তোমাদের যদি সন্দেহ হয় গাড়ি চেক করবা। গাড়ির মধ্যে কেউ লাঠি নিয়ে যাচ্ছে কিনা, কোনও কিছু আছে কিনা সেগুলা চেক করবা।’
এরপর আছাদুজ্জামান মিয়া সাংবাদিকদের বলেন, ‘২৮ বছর পর ডাকসু নির্বাচন হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশক্রমে বিশ্ববিদ্যালয়ের বাইরে ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভেতরেও পুলিশ সদস্য রয়েছে। যদি কোনও বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তাহলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে হলে পুলিশ সদস্যরা সেখানে যেতে পারবে।’ ’তিনি আরও বলেন, ‘জোরদার নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমাদের নিরাপত্তা ব্যবস্থা এখন থেকে আগামী ৩৬ ঘণ্টা বলবৎ থাকবে।’
আছাদুজ্জামান মিয়া বলেন, ‘আমরা মূলত বাইরে স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত আছি। তবে যেকোনও বিশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি আর্মি ইউনিটের করপোরাল মোহাইমিনুল খান বলেন, ‘শাহবাগের এই প্রবেশপথ দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ভোটারদের আইডি কার্ড দেখে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এছাড়া কারও সঙ্গে যদি ব্যাগ থাকে তবে সেটিও তল্লাশি করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে যেসব গাড়ি আসছে, সেগুলো থেকে শিক্ষার্থীদের নামিয়ে তল্লাশি করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘এই পথ দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকদের কার্ড দেখে যেতে দেওয়া হচ্ছে, তবে এই পথ দিয়ে বিশেষ রোগী ছাড়া অন্য কোনও রোগী যেতে পারছেন না। বিশ্ববিদ্যালয়ের ভেতরে যেসব ব্যাংক আছে সেগুলোর কর্মকর্তা-কর্মচারীরা পরিচয়পত্র দেখানোর সাপেক্ষে প্রবেশ করেত পারছেন।’


প্রসঙ্গত, সোমবার সকাল ৮টা থেকে ডাকসু নির্বাচন শুরু হয়েছে। চলবে দুপুর ২টা পর্যন্ত। নির্বাচনে মোট ভোটার ৪২ হাজার ৯২৩ জন। নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা অনুসারে ডাকসুর ২৫টি পদের বিপরীতে লড়ছেন ২২৯ জন। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ২১ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৪ এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৩ জন। এ ছাড়া, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে ১১ জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ৯ জন, কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ৯ জন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ১১ জন, সাহিত্য সম্পাদক পদে ৮ জন, সংস্কৃতি সম্পাদক পদে ১২ জন, ক্রীড়া সম্পাদক পদে ১১ জন, ছাত্র পরিবহন সম্পাদক পদে ১০ জন ও সমাজসেবা সম্পাদক পদে ১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর বাইরে ১৩টি সদস্য পদের বিপরীতে লড়বেন ৮৬ প্রার্থী।

 

আরও পড়ুন:
প্রবেশ গেটের নিয়ন্ত্রণ ছাত্রলীগের হাতে: ভিপি প্রার্থী মোস্তাফিজ

ডাকসু নির্বাচনের পরিবেশ নিয়ে ছাত্রলীগ ছাড়া শঙ্কিত সবাই

সিল মারা ব্যালট উদ্ধার, কুয়েত মৈত্রী হলে ভোট স্থগিত
প্রথম ভোট দিতে সময় লেগেছে ৪ মিনিট
ডাকসু নির্বাচনে ভোট শুরুর আগেই লাইন

ডাকসুর ভোটগ্রহণ শুরু 

/এসজেএ/এআর/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া