X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘পরিবেশ ভালো, তবে ভোট দেওয়ার প্রক্রিয়া কঠিন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০১৯, ১১:৫০আপডেট : ১১ মার্চ ২০১৯, ১২:০৭

ভোটারদের লাইন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ নির্বাচন (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের পরিবেশ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ভোটাররা। সকাল ৮টা থেকে ১৬টি হলে ভোটগ্রহণ শুরু হয়। সিল মারা ব্যালট পাওয়ায় এবং জটিলতার কারণে কুয়েত মৈত্রী ও বেগম রোকেয়া হলে পরে ভোট শুরু হয়। সামগ্রিকভাবে পরিবেশ ভালো বললেও ভোট দেওয়ার প্রক্রিয়া নিয়ে ভোটাররা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কেউ কেউ এই ব্যবস্থাকে জটিল বললে কেউ কেউ বলেছেন সহজ।

সোমবার (১১ মার্চ) সকাল থেকে ক্যাম্পাস ঘুরে দেখা যায় বিভিন্ন হলের সামনে ভোটারদের দীর্ঘ লাইন। কেউ কেউ আধা ঘণ্টা, কেউ কেউ ঘণ্টা খানেক ধরে লাইনে দাঁড়িয়ে ছিলেন। ভোট কেমন হচ্ছে জানতে চাইলে স্যার এ এফ রহমান হলের আবাসিক ছাত্র রাকিব বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভোট দেওয়ার প্রক্রিয়াকে কঠিন মনে হচ্ছে। কারণ অল্প সময়ে ৩৮টি ভোট দিতে হবে। আমরা সাধারণ টিক চিহ্ন দিয়ে অভ্যস্ত। এখানে দিতে হবে ক্রস চিহ্ন। আর সদস্য পদে এত প্রার্থী, নাম খুঁজে পেতেই কয়েক মিনিট চলে যায়। এমনিতে পরিবেশ ভালো,এটা নিয়ে কোনও সমস্যা নেই।’

ভোটারদের লাইন সার্জেন্ট জহুরুল হক হলেও দীর্ঘ লাইন দেখা গেছে। এ হলে আবাসিক শিক্ষার্থী ফাহিম মাহমুদ জানান, তিনি লাইনে দাঁড়িয়ে আছেন প্রায় আধা ঘণ্টা। তিনি বলেন, ‘আমি মনে করি এই প্রক্রিয়ায় কিছুটা ফল্ট আছে। যেহেতু ৩৮টি ভোট দিতে হয় এবং সময় কম। আবার আমরা যদি সময় বেশিও লাগাই তাহলে আমার পরের মানুষগুলোর জন্য সমস্যা হচ্ছে। কেবলমাত্র গুরুত্বপূর্ণ পদগুলো রেখে সদস্য পদগুলো কমানো যায় নাকি এ বিষয়ে দৃষ্টি দেওয়া উচিত। তাছাড়া পরিবেশ যথেষ্ট ভালো আছে। আশা করি নিজের ভোটটি সঠিকভাবে দিতে পারবো।’

তবে পদ্ধতিকে খুব সহজ বললেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও জিএস প্রার্থী গোলাম রাব্বানী। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রক্রিয়াকে আমরা যতটা জটিল ভেবেছিলাম আসলে তা না। অনেক সহজ, একেবারেই ইজি। চাইলে ৩৮টি ভোট দেড় থেকে দুই মিনিটেই দেওয়া সম্ভব। অনেকগুলো বুথ আছে, সবাই ভোট দিতে পারবে।’

ভোটারদের লাইন নির্বাচনের পরিবেশ নিয়ে তিনি বলেন,  ‘এখন পর্যন্ত কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমি সব হলে খোঁজ নিচ্ছি, কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেছে।’

রোকেয়া হলে ভোটগ্রহণ শুরু হয়েছে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর। ভোট দিয়ে আসা ইতিহাস বিভাগের সায়মা কানিজ বলেন, ‘ভোটের প্রক্রিয়া সহজ, তবে আমাদের হলে অনেক ভোটার। তাই একটু সময় বেশি লাগছে মনে হয়। সমস্যা হচ্ছে আমরা হল সংসদের প্রার্থীর ক্ষেত্রে সহজভাবে দিতে পারছি কিন্তু কেন্দ্রীয় পদে প্রার্থীর সংখ্যা অনেক, সেখানে একটু সমস্যা হচ্ছে। এমনিতে পরিবেশ ভালো আছে।’

একই বিভাগের আরেক শিক্ষার্থী অপর্ণা বলেন, ‘আমাদেরকে তিন মিনিট সময়ের কথা বলা হলেও কাউকে চাপ দেওয়া হচ্ছে না এই সময়ের মধ্যে ভোট দেওয়ার জন্য। ’

 

আরও পড়ুন:

তিন ঘণ্টা পর কুয়েত মৈত্রী হলে ভোটগ্রহণ শুরু

 

 

ব্যালটে সিল, কুয়েত মৈত্রীর প্রভোস্ট অপসারণ

 

‘নীল নকশার নির্বাচন করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন’ (ভিডিও)

প্রবেশ গেটের নিয়ন্ত্রণ ছাত্রলীগের হাতে: ভিপি প্রার্থী মোস্তাফিজ

ডাকসু নির্বাচনের পরিবেশ নিয়ে ছাত্রলীগ ছাড়া শঙ্কিত সবাই

সিল মারা ব্যালট উদ্ধার, কুয়েত মৈত্রী হলে ভোট স্থগিত

এক ঘণ্টা দেরিতে রোকেয়া হলের ভোটগ্রহণ শুরু
প্রথম ভোট দিতে সময় লেগেছে ৪ মিনিট
ডাকসু নির্বাচনে ভোট শুরুর আগেই লাইন

ডাকসুর ভোটগ্রহণ শুরু 

/এসও/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়