X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নির্বাচন বাতিল করে পুনরায় তফসিল চান সাবেক শিক্ষার্থীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০১৯, ১৮:২৩আপডেট : ১১ মার্চ ২০১৯, ১৯:০৯

ডাকসু নির্বাচন বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ

ভোট ডাকাতির অভিযোগ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন বাতিল ও পুনরায় নির্বাচনি তফসিল ঘোষণার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। এ সময় ডাকসু নির্বাচনের নানা অনিয়মের কথা তুলে ধরেন তারা।

সোমবার (১১ মার্চ) বিকাল ৫টার দিকে শাহবাগ মোড়ে জাতীয় জাদুঘরের সামনে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা এক সমাবেশে এসব অভিযোগ করেন।

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষার্থী জুলহাস নাইন বাবু বলেন, ‘ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন যে এই সরকারের পা-চাটা দলে পরিণত হয়েছে সেটা এবারের ডাকসু নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হলো।’
তিনি বলেন, ‘প্রশাসনের সহায়তায় ডাকসু নির্বাচনে ভোট ডাকাতি ও ভোট চুরি হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলগুলো থেকে ভোট ডাকাতির বিরুদ্ধে প্রতিবাদ করা হয়েছে। ছাত্র হলগুলোতে তা করা হয়নি। কারণ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলগুলো ক্ষমতাসীন সরকারের ছাত্র সংগঠনের দখলে। সেখানে সাধারণ ছাত্রদের মেরুদণ্ড ভেঙে অকার্যকর ও অচল করে রাখা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা অবিলম্বে এই নির্বাচন বাতিলের দাবি করছি। এই নির্বাচন বাতিল করে পুনরায় ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হোক।

‘শিক্ষার্থীরা যদি ঘুরে দাঁড়ায় এবং এই নির্বাচনের বিরুদ্ধে প্রতিবাদ করে, তবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে রক্ষা করা সম্ভব।’
সাবেক শিক্ষার্থী সুস্মিতা রায় সুপতী বলেন, ‘গত ৩০ ডিসেম্বর সারা দেশে যেভাবে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ঠিক তেমনভাবেই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হলো। হলগুলোতে ভোট ডাকাতি ও ভোট চুরি করে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এই নির্বাচনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই শিক্ষার্থীদের ভোট জালিয়াতিতে উদ্বুদ্ধ করেছেন। রাষ্ট্র ও প্রশাসনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়কেও কলুষিত করেছেন এই সরকার ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আসুন আমরা সবাই ভোট জালিয়াতির এই ডাকসু নির্বাচনকে বর্জন করে সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়াই।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক শিক্ষার্থী ও ছাত্রনেতা মানবেন্দ্র দেব বলেন, ‘গত কয়েকদিন ধরেই আমরা আলোচনা করছিলাম, ডাকসু নির্বাচন ১১ মার্চ অনুষ্ঠিত হবে, নাকি ১০ মার্চ রাতে হবে। এরপর মনে হলো, না এটা ঢাকা বিশ্ববিদ্যালয়, এখানে এমনটা হবে না। এরপর আগের রাত থেকেই বিশ্ববিদ্যালয়ে প্রশাসন ব্যারিকেড দিয়ে দিলো। তখন মনে হলো- না, বহিরাগতরা সেখানে প্রবেশ করতে পারবে না। সুষ্ঠু ভোট হবে। কিন্তু আমাদের ধারণা ভুল প্রমাণিত হলো। প্রশাসনের সহায়তায় নিরাপত্তা ব্যারিকেড দিয়ে ভোট চুরি করা হয়েছে।’
তিনি বলেন, ‘কুয়েত মৈত্রী হলের ছাত্রীরা প্রমাণ করে দিয়েছেন এটি ঢাকা বিশ্ববিদ্যালয়। ওই হল থেকে জালিয়াতি ও ডাকাতির বিরুদ্ধে শিক্ষার্থীরা প্রতিবাদ করেছেন। ডাকসু নির্বাচনের এই ভোট ডাকাতি ও জালিয়াতির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোনও কর্মচারী যুক্ত ছিলেন না। যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদ্যা পাঠ করান এবং আদর্শের কথা বলেন, সেসব শিক্ষক এই ভোট ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন।’

তিনি আরও বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও ইতিহাসে কোনও পরাজয় নেই। সব সময় জয় হয়েছে। আমরা হারতে শিখিনি। ভোট জালিয়াত ও ডাকাতদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে আমরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আবারও জয়ী হবে।’

সাবেক শিক্ষার্থী বাকি বিল্লাহ বলেন, ‘যেভাবে আজকে ভোট ডাকাতি হয়েছে তা এই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে আমি লজ্জিত। তবে এরমধ্যেও আশার দিক হচ্ছে, ক্যাম্পাসে সাহসী শিক্ষার্থীরা এই ভোট ডাকাতির বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে জবাব দিচ্ছেন। তাদের এই সাহসী আন্দোলনে সাবেক শিক্ষার্থী হিসেবে আমাদের অংশগ্রহণ করা নৈতিক দায়িত্ব বলে মনে করি। আমাদের সবাইকে তাদের আন্দোলনে শরিক হতে হবে।’
প্রসঙ্গত, রোকেয়া হল থেকে তিন ট্রাংক ব্যালট উদ্ধারের পর ভোট বন্ধ করে দেওয়া হয়। বেলা ৩টার দিকে আবার ভোট শুরু হয়। এছাড়া কুয়েত মৈত্রী হলের প্রার্থী ও ভোটাররা জানান, ভোট শুরুর আগে থেকে হলের অডিটোরিয়ামে একটি কক্ষ বন্ধ ছিল। সকালে সেই কক্ষ থেকে প্রার্থী ও ভোটাররা এক বস্তা ব্যালট উদ্ধার করেন। তাতে ছাত্রলীগের প্রার্থীদের নামে সিল মারা ছিল। পরে প্রার্থী ও শিক্ষার্থীদের অভিযোগে নির্বাচনি কর্মকর্তারা ভোট বন্ধ করে দেন। এক ঘণ্টা পর আবার ভোটগ্রহণ শুরু হয়।
এর আগে সকাল ৮টা থেকে ডাকসুর ভোটগ্রহণ শুরু হয়। তবে বিভিন্ন হলে সিল দেওয়া ব্যালট উদ্ধারের ঘটনা এবং ছাত্রলীগ ছাড়া অন্য প্রার্থীদের ভোটকেন্দ্রে প্রবেশ বাধাদানের অভিযোগ এনে দুপুরে ভোট বর্জনের ঘোষণা দেন প্রার্থীরা। ছাত্রলীগ বাদে অন্য সব প্যানেলের প্রার্থীরাই ভোট থেকে সরে দাঁড়ান। এরমধ্যে সাধারণ শিক্ষার্থী পরিষদ, স্বাধিকার স্বতন্ত্র পরিষদ, প্রগতিশীল ছাত্র ঐক্য, ছাত্র ফেডারেশনসহ বিভিন্ন পদের স্বতন্ত্র প্রার্থীরা নতুন ভোট গ্রহণের পাশাপাশি দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘটের ঘোষণা দেন।

আরও পড়ুন- 





ডাকসুর ভোট গণনা চলছে

ছাত্রলীগ বাদে অন্যদের ভোট বর্জন, কাল থেকে ধর্মঘট

কেউ চাইলেই পর্যবেক্ষক হতে পারবে না: উপ উপাচার্য

দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া খুবই উৎসবমুখর ভোট হয়েছে : ভিসি

 

/এসজেএ/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ প্রতিমন্ত্রীর
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বেড়েছে
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা