X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

দ্বিতীয় ধাপে নির্বাচিত চেয়ারম্যানদের এক তৃতীয়াংশই স্বতন্ত্র প্রার্থী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০১৯, ০২:০৪আপডেট : ১৯ মার্চ ২০১৯, ১১:৩০

 

উপজেলা পরিষদ নির্বাচন

পঞ্চম উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে সোমবার (১৮ মার্চ) যে ৯৮টি উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচন হয়েছে তাতে বিপুল সংখ্যাগরিষ্ঠতা থাকলেও আওয়ামী লীগের আধিপত্যে ভাগ বসিয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। এক-তৃতীয়াংশ উপজেলায় নির্বাচিত হয়েছেন তারা। ডিসেম্বরের জাতীয় নির্বাচনে মারাত্মক অনিয়ম ও আগের রাতে ভোটের বাক্স ভরে রাখার অভিযোগ তুলে বিএনপিসহ বিরোধী দলগুলো এ নির্বাচন বর্জন করায় ভোটের আগেই এর আকর্ষণ কমে গেছে। যার প্রমাণ প্রথম দফার মতো দ্বিতীয় দফাতেও সারাদেশের কেন্দ্রগুলোতে ভোটারদের কম উপস্থিতি। তবে এরমধ্যেও নৌকা প্রতীকের প্রতিদ্বন্দ্বী হয়ে অনেকগুলো উপজেলায় জিতেছেন স্বতন্ত্র প্রতীকের প্রার্থীরা। যদিও নির্বাচনে জয়ী স্বতন্ত্রদের বেশিরভাগই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী।   

রাত দেড়টা পর্যন্ত পাওয়া খবরে দ্বিতীয় দফার উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে এমন ৯৮টি উপজেলার মধ্যে  ৯১টির রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফল বাংলা ট্রিবিউনের হাতে এসে পৌঁছেছে। এর মধ্যে দলীয় নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ জিতেছে ৫২টি উপজেলায়। আর আওয়ামী লীগের বিদ্রোহী, জাতীয় পার্টি, স্বতন্ত্র, বিএনপি বহিষ্কৃত ও পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক দল জনসংহতি সমিতির (সংস্কারপন্থী, এমএন লারমা) প্রার্থীরা জিতেছে ৩৮ টি উপজেলায়।  রাঙামাটিতে নির্বাচনি কর্মকর্তা ও সদস্যদের ওপরে হামলার কারণে জেলার ৭টি উপজেলার ফল সোমবার রাতে প্রকাশ করা হয়নি। আর খাগড়াছড়ির একটি কেন্দ্রে ফল প্রকাশ স্থগিত রয়েছে।

এ নির্বাচনে দ্বিতীয় ধাপের জন্য  ১২৯টি উপজেলায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তবে প্রভাব বিস্তারের অভিযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নির্বাচন স্থগিত হয় উচ্চ আদালতের নির্দেশে। এছাড়াও আজ খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় অনিয়ম ও সহিংসতার অভিযোগে তিনটি কেন্দ্রে ভোট না হওয়ায় এ উপজেলায় ফল স্থগিত করা হয়েছে। অন্যদিকে, বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৭ মার্চ টুঙ্গিপাড়া যাওয়ায় গোপালগঞ্জের ৫টি উপজেলার নির্বাচন তৃতীয় ধাপে নেওয়া হয়েছে এবং দিনাজপুর সদর উপজেলা নির্বাচন চতুর্থ ধাপে নিয়েছে ইসি। আর নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার পর প্রতিদ্বন্দ্বী না থাকায় ২৪টি উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছে আওয়ামী লীগ। বেশ কয়েকটি উপজেলায় সবগুলো পদেই আওয়ামী লীগের প্রার্থীরা সব কটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন।

ফল বিশ্লেষণ করে দেখা গেছে দ্বিতীয় ধাপের নির্বাচনে নৌকা প্রতীক জয়ী হয়েছে ৫২টি উপজেলায়।   স্বতন্ত্র পরিচয়ের প্রার্থীরা জয়ী হয়েছেন ৩৫টি উপজেলায়। দুটিতে জয়ী জাতীয় পার্টি এবং একটিতে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন জেএসএস (সংস্কারপন্থী, এমএন লারমা) জয় পেয়েছে। আবার যে ৩৫টি উপজেলায় স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন তাদের দুজন দল পরিচয়বিহীন নিখাদ স্বতন্ত্র সদস্য, একজন বিএনপি থেকে বহিষ্কৃত। অবশিষ্ট ৩২ জন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়ে জয় পেয়েছেন।

নিচে দ্বিতীয় দফা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদের পুরো ফল:

বিভাগ

জেলা

উপজেলা

স্থগিত/বিনা প্রতিদ্বন্দ্বিতায়

বিজয়ী

পরিচয়

রংপুর

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও সদর

 

অরুণাংশু দত্ত টিটো

আ. লীগ

 

 

পীরগঞ্জ  

 

আখতারুল ইসলাম

আ. লীগ

 

 

হরিপুর

 

জিয়াউল হাসান মুকুল

আ. লীগ

 

 

বালিয়াডাঙ্গি

 

আলী আসলাম জুয়েল

আ. লীগ বিদ্রোহী

 

 

রাণীশংকৈল

 

শাহরিয়ার আজম মুন্না

আ. লীগ বিদ্রোহী

 

রংপুর    

গঙ্গাচড়া

বিনা প্রতিদ্বন্দ্বিতায়

রুহুল আমিন

আওয়ামী লীগ নেতা

 

 

তারাগঞ্জ

 

আনিসুর রহমান লিটন

আ. লীগ

 

 

পীরগাছা

 

শাহ মো. মাহবুবার রহমান

জাতীয় পার্টি

 

 

বদরগঞ্জ

 

ফজলে রাব্বী সুইট

আ. লীগ

 

 

কাউনিয়া

বিনা প্রতিদ্বন্দ্বিতায়

আনোয়ারুল ইসলাম মায়া

উপজেলা আওয়ামী লীগের সভাপতি

 

 

পীরগঞ্জ

 

নূর মোহাম্মদ মণ্ডল

আ. লীগ

 

গাইবান্ধা    

গাইবান্ধা সদর

 

শাহ মোহাম্মদ সারোয়ার কবীর

আ.লীগ বিদ্রোহী

 

 

সাদুল্লাপুর

 

মো. শাহরিয়া খান বিপ্লব

আ. লীগ

 

 

গোবিন্দগঞ্জ

স্থগিত (নির্বাচন কমিশন)

-

-

 

 

ফুলছড়ি

 

জি এম সেলিম পারভেজ

আ. লীগ

 

 

সাঘাটা

 

জাহাঙ্গীর কবীর

আ. লীগ বিদ্রোহী

 

 

পলাশবাড়ী

 

এ কে এম মোকছেদ চৌধুরী বিদ্যুত

আ. লীগ

 

দিনাজপুর

দিনাজপুর সদর          

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

(ভাইস চেয়ারম্যান প্রার্থী মারা গেছেন তাই বাকি দুই পদে নির্বাচন পিছিয়ে ৩১ মার্চ)

এমদাদ সরকার

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি

 

 

কাহারোল

 

আ. মালেক সরকার

আ. লীগ বিদ্রোহী

 

 

বোচাগঞ্জ

 

অ্যাডভোকেট জুলফিকার হোসেন

জাতীয় পার্টি

 

 

চিরিরবন্দর

 

তারিকুল ইসলাম

আ. লীগ বিদ্রোহী

 

 

ফুলবাড়ী

 

আতাউর রহমান মিল্টন

আ. লীগ

 

 

বিরামপুর

 

খায়রুল আলম রাজু

আ.লীগ বিদ্রোহী

 

 

 

হাকিমপুর

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

হারুন অর রশিদ

হাকিমপুর পৌর আওয়ামী লীগের সেক্রেটারি

 

 

বীরগঞ্জ

 

আমিনুল ইসলাম

আ. লীগ

 

 

নবাবগঞ্জ

 

আতাউর রহমান

আ. লীগ

 

 

বিরল

 

এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু

আ. লীগ

 

 

পার্বতীপুর

বিনা প্রতিদ্বন্দ্বিতায়

আমজাদ হোসেন

উপজেলা আওয়ামী লীগের সভাপতি

 

 

খানসামা

 

আবু হাতেম

আ. লীগ বিদ্রোহী

 

 

ঘোড়াঘাট

বিনা প্রতিদ্বন্দ্বিতায়

আব্দুর রাফে খন্দকার শাহেনশাহ

উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি

রাজশাহী

বগুড়া

বগুড়া সদর

 

আবু সুফিয়ান সফিক

আ. লীগ

 

 

নন্দীগ্রাম

 

রেজাউল আশরাফ জিন্নাহ

আ. লীগ

 

 

সারিয়াকান্দি

 

অধ্যক্ষ মুহম্মদ মনজিল আলী সরকার

আ. লীগ

 

 

আদমদীঘি

বিনা প্রতিদ্বন্দ্বিতায়

সিরাজুল ইসলাম খান রাজু

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক

 

 

দুপচাঁচিয়া

 

ফজলুল হক প্রামাণিক

আ. লীগ বিদ্রোহী

 

 

ধুনট

 

আবদুল হাই খোকন

আ. লীগ

 

 

শাজাহানপুর

 

সোহরাব হোসেন সান্নু

আ. লীগ

 

 

শেরপুর

বিনা প্রতিদ্বন্দ্বিতায়

মজিবর রহমান মজনু

বগুড়া জেলা আওয়ামী লীগের সেক্রেটারি

 

 

শিবগঞ্জ

 

ফিরোজ আহমেদ রিজু

স্বতন্ত্র

 

 

কাহালু

 

আল হাসিবুল হাসান

আ. লীগ বিদ্রোহী

 

 

গাবতলী

 

রফি নেওয়াজ খান রবিন

আ. লীগ

 

 

সোনাতলা

 

মিনাহদুজ্জামান লিটন

আ. লীগ

 

নওগাঁ

নওগাঁ সদর   

বিনা প্রতিদ্বন্দ্বিতায় (সবাই)

রফিকুল ইসলাম

সদর আওয়ামী লীগের নেতা

 

 

আত্রাই

 

এবাদুর রহমান

আ. লীগ

 

 

নিয়ামতপুর

 

ফরিদ আহমেদ

আ. লীগ

 

 

সাপাহার

 

শাহজাহান আলী

আ. লীগ বিদ্রোহী

 

 

পোরশা

 

শাহ মঞ্জুর মোরশেদ চৌধুরী

আ. লীগ বিদ্রোহী

 

 

ধামুইরহাট

 

আজাহার আলী

আ. লীগ

 

 

বদলগাছী

 

সামসুল আলম

আ. লীগ বিদ্রোহী

 

 

রাণীনগর

 

আনোয়ার হোসেন হেলাল

আ. লীগ বিদ্রোহী

 

 

মহাদেবপুর

 

আহসান হাবীব

আ. লীগ

 

 

পত্নীতলা

 

আব্দুল গোফফার চৌধুরী

আ. লীগ

 

 

মান্দা

 

সরদার জসিম উদ্দিন

আ. লীগ

 

পাবনা

পাবনা সদর      

বিনা প্রতিদ্বন্দ্বিতায় (সবাই)

আলহাজ মোশাররফ হোসেন

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি

 

 

আটঘরিয়া

 

তানভীর ইসলাম

আ. লীগ বিদ্রোহী

 

 

বেড়া

 

আ. কাদের

আ. লীগ

 

 

ভাঙ্গুড়া

 

মো. বাকী বিল্লাহ

আ. লীগ

 

 

চাটমোহর

 

আ. হামিদ মাস্টার

আ. লীগ বিদ্রোহী

 

 

ফরিদপুর

 

গোলাম হোসেন গোলাপ

স্বতন্ত্র

 

 

ঈশ্বরদী

 

নুরুজ্জামান বিশ্বাস

আ. লীগ

 

 

সাঁথিয়া

 

আব্দুল্লাহ আল মাহমুদ দেরোয়ার

আ. লীগ

 

 

সুজানগর

বিনা প্রতিদ্বন্দ্বিতায়

শাহিনুজ্জান শাহীন

উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি

সিলেট

সিলেট

সিলেট সদর        

 

আশফাক আহমেদ

আ. লীগ

 

 

বিশ্বনাথ

 

এস এম নুনু মিয়া

আ. লীগ

 

 

দক্ষিণ সুরমা

 

আবু জাহিদ

আ. লীগ

 

 

ফেঞ্চুগঞ্জ

 

নুরুল ইসলাম

আ. লীগ বিদ্রোহী

 

 

বালাগঞ্জ

 

মোস্তাকুর রহমান মফুর

আ. লীগ

 

 

কোম্পানীগঞ্জ

 

শামীম আহমদ

আ. লীগ বিদ্রোহী

 

 

গোয়াইনঘাট

 

ফারুক আহমদ

আ. লীগ বিদ্রোহী

 

 

জৈন্তাপুর

 

কামাল আহমদ

আ. লীগ বিদ্রোহী

 

 

কানাইঘাট

 

মোমিন চৌধুরী

আ. লীগ

 

 

জকিগঞ্জ

 

লোকমান উদ্দিন চৌধুরী

আ. লীগ

 

 

গোলাপগঞ্জ

 

ইকবাল আহমদ চৌধুরী

আ. লীগ

 

 

বিয়ানীবাজার

 

আবুল কাশেম পল্লব

আ. লীগ বিদ্রোহী

 

মৌলভীবাজার

মৌলভীবাজার সদর 

বিনা প্রতিদ্বন্দ্বিতায়

মো.কামাল হোসেন

জেলা আওয়ামী লীগের সহ-সম্পাদক, জেলা চেম্বার্স অ্যান্ড কমার্সের সভাপতি 

 

 

বড়লেখা

 

সোয়েব আহমদ

 

আ. লীগ বিদ্রোহী

(উপজেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক)

 

 

জুড়ী

 

এম এ মুহিদ ফারুক

আওয়ামী লীগ বিদ্রোহী

 

 

কুলাউড়া

 

একেএম শফি আহমদ  সলমান

আওয়ামী লীগ বিদ্রোহী

 

 

রাজনগর

 

অধ্যাপক শাহজাহান খান

আওয়ামী লীগ বিদ্রোহী

(সাবেক ছাত্রলীগ নেতা)

 

 

কমলগঞ্জ

 

অধ্যাপক মো.রফিকুর রহমান

আ. লীগ

 

 

শ্রীমঙ্গল

 

রনধীর কুমার দেব

আ. লীগ

ঢাকা

গোপালগঞ্জ

গোপালগঞ্জ সদর

 

-

-

 

**(বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রীর তার  মাজার জিয়ারতের কারণে সব উপজেলায় নির্বাচন পিছিয়ে তৃতীয় ধাপে নেওয়া হয়েছে)

টুঙ্গীপাড়া

 

-

-

 

 

কোটালীপাড়া

 

-

-

 

 

কাশিয়ানী

 

-

-

 

 

মুকসুদপুর

 

-

-

 

ফরিদপুর

ফরিদপুর সদর  

বিনা প্রতিদ্বন্দ্বিতায় (সবাই)

আব্দুর রাজ্জাক মোল্লা

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি

 

 

বোয়ালমারী

 

মোশাররফ হোসেন মুশা মিয়া

আ. লীগ

 

 

চরভদ্রাসন

 

মোশারফ হোসেন

আ. লীগ বিদ্রোহী

 

 

সদরপুর

 

কাজী সফিকুর রহমান

আ. লীগ বিদ্রোহী

 

 

সালথা

 

এ আব্দুল ওয়াদুদ মাতুব্বর

আ. লীগ বিদ্রোহী

 

 

আলফাডাঙ্গা

 

এ কে এম জাহিদুল হাসান

আ. লীগ বিদ্রোহী

 

 

মধুখালী

 

মির্জা মনিরুজ্জামান বাচ্চু

আ. লীগ

 

 

নগরকান্দা

 

মনিরুজ্জামান সরদার

আ. লীগ

 

 

ভাঙ্গা

 

এস এম হাবিবুর রহমান

আ. লীগ বিদ্রোহী

চট্টগ্রাম

নোয়াখালী

 

হাতিয়া

বিনা প্রতিদ্বন্দ্বিতায় (সবাই জয়ী)

মাহাবুব মোরশেদ

আওয়ামী লীগ নেতা

 

চট্টগ্রাম

সীতাকুণ্ড    

বিনা প্রতিদ্বন্দ্বিতায়

এস এম আল মামুন

উত্তর জেলা যুবলীগের সভাপতি

 

 

সন্দ্বীপ

বিনা প্রতিদ্বন্দ্বিতায়

মো.শাহজাহান

উপজেলা আওয়ামী লীগের সভাপতি

 

 

রাঙ্গুনিয়া

বিনা প্রতিদ্বন্দ্বিতায়

খলিলুর রহমান চৌধুরী

উপজেলা আওয়ামী লীগের সভাপতি

 

 

ফটিকছড়ি

 

এস এম আবু তৈয়ব

আ. লীগ বিদ্রোহী

 

 

মীরসরাই

বিনা প্রতিদ্বন্দ্বিতায় (সবাই জয়ী)

মো. জসীম উদ্দিন

উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক

 

 

রাউজান

বিনা প্রতিদ্বন্দ্বিতায় (সবাই জয়ী)

এহসানুল হায়দার চৌধুরী বাবুল

উত্তর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ

 

 

হাটহাজারী

বিনা প্রতিদ্বন্দ্বিতায়

এস এম রাশেদুল আলম

উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক

 

রাঙ্গামাটি

রাঙ্গামাটি সদর       

 

 

 

 

 

লংগদু

বিনা প্রতিদ্বন্দ্বিতায়

আব্দুল বারেক সরকার

উপজেলা আওয়ামী লীগের সভাপতি

 

 

নানিয়ারচর

 

 

 

 

 

কাপ্তাই

বিনা প্রতিদ্বন্দ্বিতায়

মফিজুল হক

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক

 

 

জুরাছড়ি

 

 

 

 

 

বাঘাইছড়ি

 

 

 

 

 

কাউখালী

 

 

 

 

 

বরকল

 

 

 

 

 

রাজস্থলী

 

 

 

 

 

বিলাইছড়ি

 

 

 

 

বান্দরবান

বান্দরবান সদর    

 

এ কে এম জাহাঙ্গীর

আ. লীগ

 

 

রোয়াংছড়ি

 

চহাই মং মারমা

আ. লীগ

 

 

আলীকদম

 

আবুল কালাম

স্বতন্ত্র (বিএনপি বহিষ্কৃত)

 

 

থানচি

 

থোয়াই হ্লা মং

আ. লীগ

 

 

লামা

 

মোস্তাফা জামাল

আ. লীগ

 

 

রুমা

 

উহ্লা চিং মারমা

আ. লীগ

 

 

নাইক্ষ্যংছড়ি

 

মো. শফিউল্লাহ

আ. লীগ

 

খাগড়াছড়ি

 

খাগড়াছড়ি সদর     

বিনা প্রতিদ্বন্দ্বিতায়

মো. শানে আলম

আওয়ামী লীগের নেতা

 

 

মানিকছড়ি

বিনা প্রতিদ্বন্দ্বিতায়

মো.জয়নাল আবেদীন

উপজেলা আওয়ামী লীগের সভাপতি

 

 

লক্ষ্মীছড়ি

 

বাবুল চৌধুরী

আওয়ামী লীগ

 

 

দীঘিনালা

 

মো. আবুল কাশেম

আওয়ামী লীগ

 

 

মহালছড়ি

 

বিমল কান্তি চাকমা

জেএসএস (এমএন লারমা)

 

 

 

পানছড়ি

৩টি কেন্দ্রে ভোট স্থগিত

ইউপিডিএফ এর

শান্তি জীবন চাকমা এগিয়ে

 

 

 

মাটিরাঙ্গা

 

মো. রফিকুল ইসলাম

আওয়ামী লীগ

 

 

রামগড়

 

বিশ্ব ত্রিপুরা

আওয়ামী লীগ

 

 

কক্সবাজার

চকরিয়া

 

ফজলুল করীম সাঈদী

আ. লীগ বিদ্রোহী

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
দুর্নীতির মামলায় মেজর মান্নান কারাগারে
দুর্নীতির মামলায় মেজর মান্নান কারাগারে
শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের অবশ্যই জেতা উচিত: সাকিব
শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের অবশ্যই জেতা উচিত: সাকিব
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি