X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

প্রধানমন্ত্রীকে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আহ্বান নুরের (ভিডিও)

ঢাবি প্রতিনিধি
২০ মার্চ ২০১৯, ১৩:২৪আপডেট : ২০ মার্চ ২০১৯, ১৩:৪০

শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন নুরুল হক নুর। শাহবাগে আন্দোলনরতদের শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করতে বুধবার সেখান যান তিনি।

এ সময় প্রধানমন্ত্রীর উদ্দেশে নুর বলেন, ‘দাবি বাস্তবায়নে আমরা আপনার আশ্বাস চাই। আমরা আপনার কার্যকরী ভূমিকা চাই।’ এরপর তিনি ডাকসু নির্বাচন ও কোটা সংস্কার আন্দোলন নিয়ে বক্তব্য রাখেন। এসময় আন্দোলনকারীদের কয়েকজন বলতে থাকেন এখানে রাজনৈতিক কোনও বক্তব্য দেওয়া যাবে না। পরে সেখান থেকে নুর চলে যান।

নিরাপদ সড়কের দাবিতে বুধবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বুধবার (২০ মার্চ) সকাল ৯টা থেকে তারা ক্লাস বর্জন করে বিক্ষোভ শুরু করেন। প্রগতি সরণিতে সকালে বিইউপি, নর্থ সাউথ ছাড়াও বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এছাড়া ফার্মগেট ও মিরপুর রোডেও বিক্ষোভ চলছে। ফলে যান চলাচল বন্ধ থাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। এতে করে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

এর আগে মঙ্গলবার কোটা সংস্কার আন্দোলনের নেতা ও ডাকসুর নব-নির্বাচিত ভিপি নুর রাজধানীর প্রগতি সরণিতে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানাতে গিয়েছিলেন। কিন্তু তার এই আগমনকে স্বাভাবিকভাবে নেননি আন্দোলনকারীরা। তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দিতে চাইলে তাকে থামিয়ে দিয়ে ফিরিয়ে দেন মায়েশা নূর নামে বিইউপির এক ছাত্রী। তিনি বলেন, ‘নুর আপনাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারছি না।’

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতীয় জাদুঘরে সপ্তাহে একদিন বিনামূল্যে প্রবেশাধিকার চান দর্শনার্থীরা
জাতীয় জাদুঘরে সপ্তাহে একদিন বিনামূল্যে প্রবেশাধিকার চান দর্শনার্থীরা
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?
দুষ্প্রাপ্য প্রত্নসম্পদে সমৃদ্ধ রাজশাহী বরেন্দ্র গবেষণা জাদুঘর
দুষ্প্রাপ্য প্রত্নসম্পদে সমৃদ্ধ রাজশাহী বরেন্দ্র গবেষণা জাদুঘর
রাজধানীতে ছিটেফোঁটা বৃষ্টি, কমলো তাপমাত্রা
রাজধানীতে ছিটেফোঁটা বৃষ্টি, কমলো তাপমাত্রা
সর্বাধিক পঠিত
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
ত্বক তারুণ্যদীপ্ত দেখানোর ৮ টিপস 
ত্বক তারুণ্যদীপ্ত দেখানোর ৮ টিপস 
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
কাশ্মির সীমান্তের দুই দিকে বিপরীত দুই দৃশ্য
কাশ্মির সীমান্তের দুই দিকে বিপরীত দুই দৃশ্য
ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন
ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন