X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

স্পিকারসহ চার সাবেক শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো হলিক্রস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০১৯, ১৯:৪৪আপডেট : ২১ মার্চ ২০১৯, ১৯:৫৫

 সংবর্ধনা অনুষ্ঠানে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী স্পিকারসহ চার সাবেক শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে রাজধানীর ঐহিত্যবাহী হলিক্রস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানের সাবেক ছাত্রী স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ছাড়াও যাদের সংবর্ধনা দেওয়া হয়েছে তারা হলেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন ও সুবর্ণা মোস্তফা।
বৃহস্পতিবার (২১ মার্চ) প্রতিষ্ঠান প্রাঙ্গণে এক অনুষ্ঠানে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপিকে গুণীজন সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধিত অতিথিরা এ সময় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে স্পিকার বলেন, নারীর ক্ষমতায়নের পূর্বশর্ত নারী শিক্ষা। নিজেকে সঠিক শিক্ষায় শিক্ষিত করে মেধা, দক্ষতা ও যোগ্যতার স্বাক্ষর রেখে নারীরা সামনের দিকে এগিয়ে যেতে সক্ষম হবে। এ সময় তিনি আত্মপ্রত্যয় ও আত্মমর্যাদায় ব্রত হয়ে অভীষ্ট লক্ষ্য অর্জনে নতুন প্রজন্মকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে শিক্ষাকে সবার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। সমাজের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তির মাধ্যমে সহায়তা করছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে অনেক কার্যক্রম গ্রহণ করেছেন, যা নারীদের সামনে এগিয়ে যাওয়ার পথ মসৃণ করেছে।
স্কুল জীবনের স্মৃতিচারণ করে স্পিকার জানান, হলিক্রস কলেজ দেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। এই বিদ্যাপীঠের একজন সাবেক শিক্ষার্থী হিসেবে তিনি সব সময় গর্ববোধ করেন। শৃঙ্খলাবোধ ও সদিচ্ছার প্রতি দৃঢ়ভাবে নিবেদিত থেকে সাধারণের মধ্যে অসাধারণ হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
হলিক্রস কলেজের গভর্নি বডির সভাপতি কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিওর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ সিস্টার শিখা গোমেজ। অনুষ্ঠানে কলেজের পরিচালনা পর্ষদের সদস্য, সাবেক ও বর্তমান শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

/ইএইচএস/ওআর/
সম্পর্কিত
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ প্রতিমন্ত্রীর
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বেড়েছে
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা