X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নিউ জিল্যান্ডে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০১৯, ১৭:২১আপডেট : ২৩ মার্চ ২০১৯, ১৭:২৫

ডেন্টিস্ট’স সোসাইটি অফ বাংলাদেশের মানববন্ধন নিউ জিল্যান্ডে মসজিদে সন্ত্রাসী হামলায় পাঁচ বাংলাদেশিসহ ৫০ জন মুসল্লিকে হত্যা করার প্রতিবাদে মানববন্ধন করেছে ডেন্টিস্ট’স সোসাইটি অফ বাংলাদেশ। মানববন্ধনে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।

শনিবার ২৩ মার্চ জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করে সংগঠনটি।

গত ১৫ মার্চ (শুক্রবার) ২৮ বছর বয়সী অস্ট্রেলীয় নাগরিক ব্রেন্টন ট্যারান্ট নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলা চালায়। শহরের হাগলি পার্কমুখী সড়ক ডিনস অ্যাভিনিউয়ের আল নুর মসজিদসহ লিনউডের আরেকটি মসজিদে তার তাণ্ডবের বলি হয় অর্ধশত মানুষ। 

মানববন্ধনের ডেন্টিস্ট’স সোসাইটি অব বাংলাদেশের মহাসচিব আবুল মানসুর বলেন, ‘গত ১৫ মার্চ হামলার আগে ব্রেন্টন ট্যারান্ট তার টুইটারে আক্রমণের বার্তা ছড়িয়েছিলো। এতে সন্ত্রাসী ট্যারান্ট সন্ত্রাসবাদের চরম আগ্রাসনেরই বহিঃপ্রকাশ ঘটিয়েছে। এ ঘটনায় এটিই প্রমাণিত হয়, বিশ্বে আজ জঙ্গিবাদের শেকড় কতটা গভীরে।’

তিনি আরও বলেন, ‘নিউ জিল্যান্ডের বিদ্যমান আইন অনুযায়ী একজন খুনি বা সন্ত্রাসীর সর্বোচ্চ শাস্তি ১০ বছর কারাদণ্ড। ওই খুনির জন্য এ সাজা পর্যাপ্ত নয়। আমরা এ মানববন্ধনের মাধ্যমে ৫০ জন মুসল্লি নিহত ও অনেকের  আহতের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ট্যারান্টসহ ঘটনার পেছনে জড়িতদের সর্বোচ্চ দাবি করছি।’

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন– সংগঠনের সভাপতি ওমর ফারুক, সহ-সভাপতি ওসমান গনি কবির, অর্থ সম্পাদক শেখ হাসনাত রনি প্রমুখ।

 

 

/এইচএন/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৫ বিজিপি সদস্যকে
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৫ বিজিপি সদস্যকে
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?