X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ডাকসুর প্রথম কার্যকরী সভায় যা হলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০১৯, ২০:০৫আপডেট : ২৩ মার্চ ২০১৯, ২০:০৯

ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) দীর্ঘ ২৮ বছর পর কার্যকরী সভার মাধ্যমে সচল হয়েছে। শনিবার (২৩ মার্চ) দুপুরে ডাকসু ভবনের দ্বিতীয়তলার সভাকক্ষে কার্যকরী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি ও ডাকসুর সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান। ১১টা ২০ মিনিটে শুরু হয় কার্যকরী সভা, এতে সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর, সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানী, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সাদ্দাম হোসেনসহ ২৫ কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন।

বৈঠকসূত্রে জানা যায়, সভার শুরুতেই জিএস গোলাম রাব্বানী ধন্যবাদ জ্ঞাপন করে সভাপতির অনুমতিক্রমে কার্যক্রম শুরু করেন। এরপর শুরু হয় পরিচিতি পর্ব। গোলাম রাব্বানী একে একে প্রত্যেকের সঙ্গে সভাপতির পরিচয় করিয়ে দেন। পরিচয় পর্ব শেষে তোলা হয় শোক প্রস্তাব। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ’৫২-এর ভাষা আন্দোলন, ’৬৯-এর গণঅভ্যুত্থান এবং মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এরপর আনুষ্ঠানিকভাবে দায়িত্বগ্রহণের পর্ব শুরু হয়। এ সময় জিএস গোলাম রাব্বানী সভাপতির কাছে দায়িত্ব নেওয়ার অনুমতি প্রার্থনা করেন। সভাপতি তখন এক বছরের জন্য এই কমিটিকে অনুমোদন দেন। এরপর সভার মূল কার্যক্রম শুরু হয়। প্রথমেই ডাকসুর কেন্দ্রীয় কমিটির নেতারা একে একে নিজেদের বক্তব্য উপস্থাপন করেন। এ সময় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহরিমা তানজিনা অর্নি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য মনোনীত করার প্রস্তাব তোলেন।

অর্নি বলেন, ‘আমাদের ডাকসুর সংশোধিত গঠনতন্ত্রে উল্লেখ আছে, সর্বসম্মতিক্রমে আমরা কাউকে আজীবন সদস্য মনোনীত করতে পারবো।’ উদাহরণস্বরূপ তিনি বলেন, ‘যেমন– ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এটি দেওয়া হয়েছিল। তাই ২৮ বছর পর ডাকসু নির্বাচন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে অবদান এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে তুলে ধরতে যে ভূমিকা রেখেছেন তিনি, তার স্বীকৃতি হিসেবে আমরা তাকে ডাকসুর আজীবন সদস্য মনোনীত করতে চাই।’

সূত্র জানায়, অর্নির এই প্রস্তাবের ওপর দীর্ঘক্ষণ আলোচনা চলে। ছাত্রলীগের প্যানেল থেকে বিজয়ী ২৩ কেন্দ্রীয় নেতা এই প্রস্তাবে সম্মতি দিলেও দ্বিমত পোষণ করেন ভিপি নুর এবং সমাজসেবা বিষয়ক সম্পাদক আকতার হোসেন। নুর শেখ হাসিনার ভূমিকার বিষয়ে একমত হলেও তাকে আজীবন সদস্য দেওয়া নিয়ে নিজের অবস্থান তুলে ধরে বলেন, ‘এই নির্বাচনটা এখন শিক্ষার্থীদের একাংশের কাছে বিতর্কিত। এটা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। সেই জায়গায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজীবন সদস্যপদ দিলে তাকে ছোট করা হবে।’ তাকে সদস্যপদ দেওয়া হলে বিতর্কের সৃষ্টিও হতে পারে বলে তিনি আশংকা করেন।

সূত্রের মাধ্যমে আরও জানা যায়, নুরের বক্তব্যের সঙ্গে সম্মতি জানিয়ে সমাজসেবা সম্পাদক আকতার হোসেন সভায় বলেন, ‘যেহেতু নির্বাচনের অনিয়ম খুঁজে বের করতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শিক্ষার্থীদের মনে যেহেতু এখন একটি প্রশ্ন আছে, তাই সদস্যপদ পরে দেওয়া যায় কিনা; তদন্ত কমিটির রিপোর্ট আসার পর আমরা এরকম একটা জায়গা থেকে সেই কাজটা পরে কীভাবে করতে পারি, সেটি নিয়ে আলোচনা করা যায়।’

এ সময় ভিসি আখতারুজ্জামান তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর ডাকসু নির্বাচনের ভুল-ত্রুটি দূর করে পরবর্তী নির্বাচনগুলোতে শুধরে নেওয়ার কথা জানান। এছাড়া নুর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ দাবি করে দায়িত্ব নিয়েছেন। তাই এই সিদ্ধান্ত তাদের কথার সঙ্গে সাংঘর্ষিক বলে সভায় মন্তব্য করা হয়।

সভায় আরও কয়েকটি প্রস্তাবনা নিয়ে আলোচনা করার কথা থাকলেও পরে আর হয়নি। অন্যান্য প্রস্তাবনার মধ্যে ছিল– বিভিন্ন অনুষ্ঠানের সময়সূচি নিয়ে একটি বাৎসরিক ক্যালেন্ডার এবং ডাকসু নিয়ে স্মরণিকা তৈরি করা।  

বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠান করার অনুমতি এবং পরবর্তী মিটিংয়ের এজেন্ডায় প্রধানমন্ত্রীকে আজীবন সদস্যপদ প্রদানের বিষয়টি নিয়ে এসে সিদ্ধান্ত গ্রহণের কথা জানান ভিসি আখতারুজ্জামান। এ সময় অভিষেক অনুষ্ঠান আয়োজনের জন্য কয়েকটি কমিটি করার নির্দেশ দেন তিনি।

সভা শেষে তিনি বলেন, ‘আজ (শনিবার) প্রথম কার্যকরী সভা হলো এবং এর মধ্য দিয়েই ডাকসুর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। এর মানে হলো, আমাদের ডাকসুর গঠনতন্ত্র বলে– যেদিন প্রথম কার্যকরী সভা অনুষ্ঠিত হবে সেদিন থেকেই ৩৬৫ দিনের সেই শুভযাত্রাটি শুরু হলো। আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি ডাকসুর ভিপি, জিএস, এজিএসসহ প্রত্যেককে। আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি, বড় আকারের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করার। সেখানে মহামান্য রাষ্ট্রপতি অথবা মাননীয় প্রধানমন্ত্রী আমন্ত্রিত অতিথি হিসেবে থাকবেন। একটি বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করার দায়িত্ব দিয়েছি কার্যকরী পরিষদকে। ভিপি, জিএস, এজিএসকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা বিভিন্ন কমিটি করে এ আয়োজনের উদ্যোগ গ্রহণ করবে। এটি আমাদের বড় দাগের আজকের সিদ্ধান্ত।’

ডাকসুর জিএস গোলাম রাব্বানী বলেন, ‘আমরা আনুষ্ঠানিকভাবে আজ দায়িত্বভার গ্রহণ করেছি। অভিষেক অনুষ্ঠান করার ব্যাপারে আমাদের সামগ্রিক সিদ্ধান্ত হয়েছে। এটি করতে আনুমানিক দেড় থেকে দুই মাস সময় লাগবে। সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং সম্মানিত আচার্যকে আমন্ত্রণ জানানো হবে।’

সভা শেষে নুর সাংবাদিকদের বলেন, ‘সভায় মাননীয় প্রধানমন্ত্রীকে আজীবন সদস্যপদ দেওয়া নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু এ নিয়ে আমরা কোনও সমাধানে পৌঁছাইনি। আপনারা দেখেছেন যে শিক্ষার্থীদের একটি অংশ এবং আমি নিজেও একটি অবস্থানে আছি যে, এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে। সেরকম একটি জায়গা থেকে আমি মনে করি না মাননীয় প্রধানমন্ত্রীকে সদস্য ঘোষণা করা উচিত। আমার এই প্রস্তাবে কয়েকজন সমর্থন জানিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘যেহেতু এই নির্বাচনটি সবার কাছে স্বীকৃত হয়নি, এই নির্বাচনে পর্যবেক্ষক শিক্ষকদেরও দাবি ছিল, এই নির্বাচন পুনরায় হোক। বিতর্কিত নির্বাচনে আমরা চাই না, প্রধানমন্ত্রীকে আজীবন সদস্য করা হোক।’

এ সময় গোলাম রাব্বানী বলেন, ‘কয়েকজন না, ভিপি শুধু নিজেই আপত্তি জানিয়েছেন।’ 

তিনি বলেন, ‘আমাদের কেন্দ্রীয় ডাকসুর যে কমিটি রয়েছে সেখানে ২৩ জন এই প্রস্তাবকে সমর্থন করেছেন এবং একমাত্র ভিপি নুর দ্বিমত পোষণ করে বলছেন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার বক্তব্য গ্রহণযোগ্য নয়।’        

রাব্বানী বলেন, ‘প্রস্তাবটি প্রাথমিকভাবে ২৩:২ অনুপাতে গৃহীত হয়ে গেছে। প্রধানমন্ত্রীকে সদস্যপদ দেওয়ার বিষয়টি সংখ্যাগত দিক থেকে গৃহীত হয়ে গেছে। এটি সলভড ইস্যু।’  

এরপর ডাকসু নেতারা বিশ্ববিদ্যালয়ের বাসে করে প্রথমে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর শিখা চিরন্তন এবং কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।

 

/এসও/এমএএ/
সম্পর্কিত
শিক্ষাপ্রতিষ্ঠানে মুজিবনগর দিবস পালনের নির্দেশ
শিক্ষাপ্রতিষ্ঠানে দুই ধাপে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালনের নির্দেশ
টেস্ট পরীক্ষার নামে অতিরিক্ত ফি নিলে ব্যবস্থা
সর্বশেষ খবর
প্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
ইসরায়েলি বিমান কীভাবে এল বাংলাদেশে, প্রশ্ন নুরের
ইসরায়েলি বিমান কীভাবে এল বাংলাদেশে, প্রশ্ন নুরের
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা