X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

উপেক্ষিত মেধাস্বত্ব, বঞ্চিত হচ্ছে দেশ

শেখ শাহরিয়ার জামান
২৩ মার্চ ২০১৯, ২৩:১৫আপডেট : ২৩ মার্চ ২০১৯, ২৩:২০




মেধাস্বত্ব (ইন্টারনেট থেকে সংগৃহীত ছবি) বর্তমান যুগে স্বল্প সময়ের ব্যবধানে যখন এক প্রযুক্তি বাতিল হয়ে নতুন প্রযুক্তি আসছে, তখন বাংলাদেশের পেটেন্ট ও ডিজাইন-সংক্রান্ত আইনটি ১০০ বছরেরও বেশি পুরনো। তবে ২০১৬ সালে নতুন ‘পেটেন্ট এবং ডিজাইন আইন’ মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছিল। তবে সেটি যাচাই-বাছাইয়ের জন্য এখনও আইন মন্ত্রণালয়ে পড়ে রয়েছে। বিশ্লেষকরা বলছেন, এতে বোঝা যায়, মেধাস্বত্ব বিষয়টি সরকারের কাছে কতটা গুরুত্বহীন। অথচ মেধাস্বত্ব না থাকায় এ-সংক্রান্ত অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হতে হচ্ছে।
জানতে চাইলে পেটেন্ট, ডিজাইন এবং ট্রেডমার্কের রেজিস্ট্রার মোহাম্মাদ সানোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা চেষ্টা করছি। আশা করছি, এ বছরের মধ্যে আইনটি পাস হবে।’ বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। ফলে ফলে মেধাস্বত্ব-সংক্রান্ত যে সুবিধাগুলো পাওয়া যেতো সেটি ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে বলেও জানান তিনি।
সানোয়ার হোসেন বলেন, ‘আমরা যখন উন্নত দেশগুলোর সঙ্গে দর কষাকষিতে বসি, তারা আমাদের রয়্যালটি দেওয়ার জন্য প্রস্তুত হতে বলে।’
বাংলাদেশসহ অন্যান্য স্বল্পোন্নত দেশ বিশ্ব বাণিজ্য সংস্থার (ডাব্লিউটিও) ব্যবস্থা অনুযায়ী সাধারণ পেটেন্টের ক্ষেত্রে ২০২২ পর্যন্ত সুবিধা পাবে এবং ২০৩৩ পর্যন্ত ওষুধ শিল্পের জন্য সম্পূর্ণ রেয়াত পাবে। অর্থাৎ এই মেয়াদে বিদেশি যেকোনও আবিষ্কার বাংলাদেশে কোনও রয়্যালটি ছাড়াই উৎপাদন করা যাবে।
জাতিসংঘের সংস্থা আঙ্কটাডের এক পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশে পেটেন্ট নিবন্ধনের সংখ্যা অত্যন্ত কম এবং এর র্যা ঙ্কিং নিচ থেকে চতুর্থ। বাংলাদেশের নিচে আছে কেনিয়া, মোজাম্বিক ও জিম্বাবুয়ে।
আঙ্কটাডের তথ্য বলছে, ২০১৬ সালে বাংলাদেশে ৩৪০টি পেটেন্ট নিবন্ধিত হয়েছে। অন্যদিকে ভিয়েতনামে— যার অর্থনৈতিক অবস্থা ১৯৮০ দশকে বাংলাদেশের থেকে খারাপ ছিল— পেটেন্ট নিবন্ধনের সংখ্যা ছিল পাঁচ হাজারের বেশি।
সানোয়ার হোসেন বলেন, ‘আমাদের দেশের শিক্ষাব্যবস্থা নতুন আবিষ্কারকে তেমন উৎসাহিত করে না বা আমাদের বিশ্ববিদ্যালয়গুলো গবেষণার জন্য তেমনভাবে তৈরি না।’
তবে তিনি বলেন, ‘সরকার চেষ্টা করছে বিশ্ববিদ্যালয়গুলো যেন আরও বেশি করে গবেষণা করে নতুন নতুন উদ্ভাবন করতে পারে এবং আমরা চেষ্টা করবো যাতে বেসরকারি খাত নতুন উদ্ভাবনকে বাজারে পৌঁছে দেয়।’
সেন্টার ফর পলিসি (সিপিডি) ডায়ালগের বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বর্তমান বিশ্বে মেধাস্বত্ব সম্পদের গুরুত্ব অন্যান্য সম্পদের থেকে বেশি।’ শুধুমাত্র মেধাস্বত্বের সুরক্ষার জন্য মাইক্রসফ্ট বা গুগল বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা করছে বলে মন্তব্য করেন তিনি।
সিপিডির এই ফেলো বলেন, ‘এখন পর্যন্ত এটি উন্নয়নের মূলধারার সঙ্গে সম্পৃক্ত, সেটি আমরা বুঝতে ব্যর্থ হয়েছি এবং এটি হয়েছে— আমরা এটিকে গুরুত্ব দিই না। আমাদের এখন জেগে ওঠার সময় হয়েছে এবং জাতীয় উন্নয়ন প্রক্রিয়ার সঙ্গে এটি যুক্ত করতে হবে।’
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বর্তমান বিশ্বে ভৌগোলিক ইন্ডিকেশন এবং প্রথাগত জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এবার আমাদের সজাগ হওয়া উচিত। ভৌগোলিক ইন্ডিকেশনের মাধ্যমে আমরা বেনারসি শাড়ি, ইলিশ মাছ এবং অন্যান্য আমাদের নিজস্ব সম্পদ নিবন্ধন করতে পারি। আবার প্রথাগত জ্ঞানের মাধ্যমে আমাদের নিজস্ব রূপকথা, গান বা অন্যান্য কোমল সম্পদের হিসাব রাখতে পারি বলে তিনি জানান।
তিনি বলেন, ‘আমাদের আইনি কাঠামো মজবুত করতে হবে এবং সংস্থা তৈরি করতে হবে যাতে করে এ সম্পর্কিত আইন বাস্তবায়ন করা সম্ভব হয়। এর ফলে আমরাই বেশি উপকৃত হবো। কারণ, স্থানীয়ভাবে প্রচুর মেধাস্বত্বের অপব্যবহার হয়ে থাকে। এর মাধ্যমে আমাদের ইন্টানেট বা আইটি পণ্য এবং আমাদের শিল্পীরা উপকৃত হবে।’
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘শুধু তা-ই নয়, আমরা যদি তৈরি পোশাক শিল্পের জন্য ব্র্যান্ড তৈরি করতে চাই তবে তাদের মেধাস্বত্ব সুরক্ষা দিতে হবে।’
চীনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুনশি ফায়েজ আহমেদ বলেন, ‘আমাদের নিজেদের প্রয়োজনে এ বিষয়ে নজর দিতে হবে।’
উদাহরণ হিসেবে তিনি বলেন, ‘খাবার স্যালাইন বাংলাদেশে উদ্ভাবন করা হয়েছে এবং এটি সারাবিশ্বে ব্যবহৃত হয়, কিন্তু এর রয়্যালটির টাকা কে পায়, আমাদের জানতে হবে।’
এই কূটনীতিক বলেন, ‘মেধাস্বত্ব দামের জন্য আমাদের দর কষাকষি করা উচিত। এটি ঠিক ভবিষ্যতে আমাদের মেধাস্বত্ব কিনতে হবে বা রয়্যালটি দিতে হবে, কিন্তু এর দাম যেন অত্যাধিক না হয়।’

/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতের মণিপুরে হয়রানির শিকার হয়েছে সাংবাদিক-সংখ্যালঘুরা: যুক্তরাষ্ট্র
ভারতের মণিপুরে হয়রানির শিকার হয়েছে সাংবাদিক-সংখ্যালঘুরা: যুক্তরাষ্ট্র
চুয়াডাঙ্গায় বৃষ্টির প্রার্থনায় নামাজ আদায়, মোনাজাতে কান্না
চুয়াডাঙ্গায় বৃষ্টির প্রার্থনায় নামাজ আদায়, মোনাজাতে কান্না
ঢাবির সুইমিংপুলে শিক্ষার্থী মৃত্যু: বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি
ঢাবির সুইমিংপুলে শিক্ষার্থী মৃত্যু: বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ