X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা গণহত্যা ঠেকানো সম্ভব ছিল: দিয়েং

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০১৯, ২১:২৮আপডেট : ২৪ মার্চ ২০১৯, ২১:৪১

সেমিনারে জাতিসংঘের গণহত্যা বিষয়ক বিশেষ দূত আদামা দিয়েং জাতিসংঘের গণহত্যা বিষয়ক বিশেষ দূত আদামা দিয়েং বলেছেন, জাতিসঙ্ঘের আগাম সতর্কতা আমলে নিলে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের গণহত্যা ঠেকানো সম্ভব ছিল। আন্তর্জাতিক সম্প্রদায়ের অকার্যকর ভূমিকার কারণেই এ গণহত্যা ঠেকানো সম্ভব হয়নি।

রবিবার (২৪ মার্চ) বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে ‘১৯৭১-এ বাংলাদেশে গণহত্যা’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন।

রোহিঙ্গা ইস্যুটি নিয়ে আন্তর্জাতিক মহলের উপেক্ষার অভিযোগ করে তিনি বলেন, ‘রোহিঙ্গাদের বিরুদ্ধে নির্মমতা শুরু হওয়ার আগে আমরা কয়েক দফা আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করেছি। আমাদের আগাম সতর্কতা আমলে নিলে এই গণহত্যা ঠেকানো সম্ভব ছিল।’

এই ইস্যু প্রসঙ্গে দিয়েং আরও বলেন, ‘রোহিঙ্গা ইস্যুটি আন্তর্জাতিক আদালতে উপস্থাপন করার সময় এটিকে গণহত্যা হিসেবে অভিহিত করা হবে।’

বাংলাদেশে ১৯৭১ সালে সংঘটিত গণহত্যার প্রসঙ্গে তিনি বলেন, ‘এখানে আমার উপস্থিতির জন্য এটি মনে করার কারণ নেই যে, ১৯৭১ সালে যা ঘটেছিল জাতিসংঘ তার স্বীকৃতি দিচ্ছে। এ বিষয়ে বলার সঠিক ব্যক্তি আমি নই। আমি সামনের দিনগুলোতে কী ঘটতে পারে সেসব বিষয় নিয়ে কাজ করি।’

নিজেকে ১৯৭১ সালে ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতিশীল হিসেবে অভিহিত করে দিয়েং বলেন, ‘গণহত্যার জন্য কোর্ট অফ জাস্টিসের স্বীকৃতি দরকার।’

সারা বিশ্বের চিত্র তুলে ধরে তিনি অসহিষ্ণুতার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘পৃথিবীর কোনও দেশের এ থেকে রক্ষা পাওয়ার উপায় নেই। ১৯৯০-এর প্রথম দিকে কেউ বিশ্বাস করেনি যে, ইউরোপে গণহত্যা হতে পারে। কিন্তু স্রেব্রেনিস্তাতে গণহত্যা হয়েছে। ৩০-এর দশকে যে অসহিষ্ণুতা দেখা গিয়েছিল সেটি এখন আবার পরিলক্ষিত হচ্ছে এবং চরমপন্থীদের উত্থান দেখা যাচ্ছে।’

সেমিনারে ব্যারিস্টার আমিরুল ইসলাম বলেন, ‘১৯৫ জন পাকিস্তানি সামরিক অফিসারের বিচার করার বিষয়ে ঐক্যমত্য ছিল। কিন্তু একজনকেও বিচারের আওতায় আনা হয়নি। জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ ছিল ওই সৈনিকদের ফেরত পাঠানোর জন্য।’

মুক্তিযুদ্ধ জাদুঘরের অ্যাডভাইজরি বোর্ডের সদস্য মফিদুল হক বলেন, ‘১৯৭১-এর পরে গণহত্যাকে সবাই অস্বীকার করা শুরু করলো। ১৯৫ জন সামরিক অফিসারকে বিচারের আওতায় নিয়ে আসার বিষয়ে যে সম্মতি ছিল সেটি থেকে আন্তর্জাতিক সম্প্রদায় তাদের অবস্থান পরিবর্তন করে ফেলে।’

পররাষ্ট্র সচিব এম শহীদুল হক সেমিনারের সভাপতিত্ব করেন। এছাড়া বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের চেয়ারম্যান মুন্সি ফায়েজ আহমেদ ও  মহাপরিচালক কেএম আবদুর রহমান এ সময় বক্তব্য রাখেন।

 

/এসএসজেড/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া