X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের গণহত্যাকে আর্ন্তজাতিক স্বীকৃতি না দেওয়ার কারণ নেই: অধ্যাপক আনিসুজ্জামান

ঢাবি প্রতিনিধি
২৫ মার্চ ২০১৯, ২০:০৮আপডেট : ২৫ মার্চ ২০১৯, ২০:০৮

অধ্যাপক আনিসুজ্জামান বাংলাদেশের গণহত্যাকে আর্ন্তজাতিকভাবে স্বীকৃতি না দেওয়ার কোনও কারণ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। সোমবার (২৫ মার্চ) বিকালে বাংলা একাডেমির রবীন্দ্র চত্বরে ‘গণহত্যা: হাড়ের এই ঘরখানি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

এসময় তিনি ২৫ মার্চ এবং মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, ‘মুক্তিযুদ্ধের নয় মাসে গণহত্যার পর আমরা এই দেশটি পেয়েছি। আজকে একটা চেষ্টা হচ্ছে আর্ন্তজাতিকভাব এই গণহত্যাকে স্বীকৃতি দেওয়ার। আমি কোনও গণহত্যাকে ছোট করে দেখতে চাই না। কিন্তু এ কথা বলতে পারি আমাদের চাইতে কম সংখ্যক লোক মারা গেছে এরকম গণহত্যাকেও আর্ন্তজাতিভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তেমনি আমাদের গণহত্যাকে স্বীকৃতি না দেওয়ার কোনও কারণ নেই। আশা করি বাংলাদেশ সরকার যে প্রচেষ্টা চালাচ্ছেন সেটা শেষ পর্যন্ত সফল হবে।’

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী। প্রবন্ধ উপস্থাপন করেন শহীদ সন্তান সাংবাদিক জাহিদ রেজা নূর।

আলোচকের বক্তব্যে আরেক শহীদ সন্তান এবং প্রজন্ম একাত্তরের প্রতিষ্ঠাতা সভাপতি সাইদুর রহমান বলেন, ‘আজকের দিনটি আমার জন্য খুবই কষ্টের। কারণ এই দিন ৫৬ হাজার বর্গ মাইলের দেশটির জন্য প্রথমে হারিয়েছি আমার বাবাকে। পরে মাসহ আমার তিন ভাইকে। বাবাকে ২৫ মার্চ হত্যা করা হয়, একইসঙ্গে সেদিন মাকেও বায়োনেট দিয়ে আঘাত করা হয়। কিন্তু মা তখন মরেননি, তিনি বেঁচে ছিলেন। আর যখন পাকিস্তানি হানাদার বাহিনীরা বুঝতে পেরেছিল যে তিনি বেঁচে আছেন তখন তাকে জীবন্ত গর্তের মধ্য পুঁতে ফেলা হয়।’

বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের বর্তমানে মানবেতর জীবনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এইদেশে মুক্তিযোদ্ধাদের বিশেষ কোনও অনুষ্ঠান বা দিনে সম্মাননা করা হচ্ছে না। মুক্তিযোদ্ধাদের কেউ কেউ রিকশা চালাচ্ছেন, ভিক্ষা করছেন। তাদের সম্মান না করা হলে নতুন প্রজন্মও তাদের সম্মান করতে শিখবে না। মুক্তিযুদ্ধে এই দেশের ৯৫ শতাংশ গ্রামের মানুষের অবদান রয়েছে। আজকাল তাদের অবদান আর ত্যাগ পাঁচ শতাংশের কাছে উৎসব হয়ে গেছে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহফুজা খানম, সংসদ সদস্য আরমা দত্ত প্রমুখ।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন