X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

রাজারবাগে শহীদদের স্মরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০১৯, ০১:৩২আপডেট : ২৬ মার্চ ২০১৯, ০১:৩৮

রাজারবাগে শহীদদের স্মরণ ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পুণ্য করো দহন-দানে’ গানের সঙ্গে সঙ্গে রাত ১২টা ১ মিনিটে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শহীদদের স্মরণ করেন বাংলাদেশ পুলিশ বাহিনীর কর্মকর্তারা। এরপর স্বাধীনতার প্রথম প্রহরে জাতীয় সঙ্গীত গেয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারা।

সোমবার (২৫ মার্চ) রাতে রাজারবাগ পুলিশ লাইনের বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের বেদিতে আয়োজিত জাতীয় গণহত্যা দিবস ও স্বাধীনতার প্রথম প্রহর উদযাপন উপলক্ষে এই প্রদীপ প্রজ্বলন করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও সম্মিলিত সাংস্কৃতিক জোট এ আয়োজন করে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া, র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ, পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সবাই বেদিতে দাঁড়িয়ে প্রদীপ প্রজ্বলন করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘পুলিশ বাহিনীর সদস্যদের আত্মত্যাগ ও দেশপ্রেম স্বাধীনতা যুদ্ধে আমাদের বড় একটি প্রেরণা ছিল। ২৫ মার্চ রাতে রাজারবাগ পুলিশ লাইন থেকে প্রথম তারাই প্রতিরোধ গড়ে তুলেছিল। তাদেরকে শ্রদ্ধা জানাতেই আজ এই আয়োজন।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ আমরা আগামী বছরের পরের বছর স্বাধীনতা দিবসের ৫০ বছর পূর্তি পালন করতে যাচ্ছি। আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার ডাকে আমরা সশস্ত্র যুদ্ধের মাধ্যমে এই দেশ স্বাধীন করতে পেরেছি। যে ইতিহাস রচনা হয়েছে, সেটি ছিল আমাদের প্রেরণার উৎস। পাক বাহিনীকে ঠেকিয়ে দিয়ে বাংলাদেশ পুলিশ আমাদের যে পথ দেখিয়েছে, আমরা সে পথে গিয়েই জয়ী হয়েছি।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘স্বাধীনতা যুদ্ধের সময় পুলিশ যে কাজটি দেশপ্রেম ও আত্মত্যাগের মধ্য দিয়ে করেছিল, ঠিক তেমনিভাবেই সেই কাজটি এখনও করছে। বঙ্গবন্ধু চেয়েছিলেন, বাংলাদেশ পুলিশ হবে জনগণের পুলিশ, সেটা হয়েছে।’

রাজারবাগ পুলিশ লাইনে প্রথম প্রতিরোধ গড়ে যারা শহীদ হয়েছেন, তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাদের মধ্যে এখনও অনেক জীবিত আছেন উল্লেখ করে তাদেরও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।

প্রসঙ্গত, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী আক্রমণ চালায়। ওই আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল রাজারবাগ পুলিশ লাইনের তৎকালীন বাঙালি সদস্যরা। মুক্তিযুদ্ধে এটিই ছিল প্রথম প্রতিরোধ। এই রাতে পাক-হানাদার বাহিনীর সঙ্গে লড়াইকালে সারাদেশে ২৪ জন পুলিশ সদস্য শহীদ হন। এর মধ্যে ২২ জন রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে, একজন সিলেট জেলায় ও একজন রাজশাহী জেলায় শহীদ হন।

 

/এসজেএ/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিতর্কিত দ্বীপ নিয়ে জাপানের কূটনীতিককে তলব দ. কোরিয়ার
বিতর্কিত দ্বীপ নিয়ে জাপানের কূটনীতিককে তলব দ. কোরিয়ার
সন্তানদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ হয়েছে চা বিক্রেতা মনিরুজ্জামানের
সন্তানদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ হয়েছে চা বিক্রেতা মনিরুজ্জামানের
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
সিজারে প্রসূতির মৃত্যু, মুচলেকা নিয়ে মরদেহ হস্তান্তর
সিজারে প্রসূতির মৃত্যু, মুচলেকা নিয়ে মরদেহ হস্তান্তর
সর্বাধিক পঠিত
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ১৮ এপ্রিল
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ১৮ এপ্রিল
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি