X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বহুতল ভবনে নেই পর্যাপ্ত অগ্নিনিরাপত্তা ব্যবস্থা

চৌধুরী আকবর হোসেন
০৩ এপ্রিল ২০১৯, ১২:২৯আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ১৭:১৮

কামাল আতার্তুক অ্যাভিনিউয়ে সারিবদ্ধ বহতল ভবন দ্বিতীয় দিনের অভিযানেও বহুতল ভবনে নানা অনিয়ম খুঁজে পেয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। অভিযানে দেখা গেছে, বেশিরভাগ ভবন নির্মাণে মানা হয়নি অনুমোদিত নকশা। এছাড়া, ভবনগুলোতে নেই পর্যাপ্ত অগ্নিনিরাপত্তা ব্যবস্থা। রাজধানীর বহুতল ভবনগুলোর অনিয়ম, নকশাবহির্ভূত অবকাঠামো এবং অগ্নিনিরাপত্তা ব্যবস্থা অনুসন্ধানে এই অভিযান পরিচালনা করছে রাজউক।

আওয়াল সেন্টার রাজউকের জোন-৪ এর পরিচালক মামুন মিয়ার নেতৃত্বে বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে ইরেক্টর হাউস, সফুরা টাওয়ার, আতাতুর্ক টাওয়ার, এ আর টাওয়ার, আহমেদ টাওয়ার, আওয়াল সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। এসব ভবনে প্রয়োজনীয় অগ্নিনিরাপত্তা ব্যবস্থা পাওয়া যায়নি। দুটি ভবনের নকশা খুঁজে না পাওয়ায় তথ্য সংগ্রহ করতে পারেনি রাজউক।

আহমেদ টাওয়ার ১৮ নম্বর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে অবস্থিত ১৫ তলা ইরেক্টর হাউস। এই ভবনে একটি মাত্র সিঁড়ি থাকলেও নেই কোনও ফায়ার এক্সিট সিঁড়ি। এছাড়া ভবনটিতে পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থাও খুঁজে পায়নি রাজউক। ২০ নম্বর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের আরেকটি ভবন সফুরা টাওয়ার। ১৬ তলা এ ভবনেও ত্রুটি খুঁজে পেয়েছে রাজউক। এ ভবনেও নেই কোনও ফায়ার এক্সিট সিঁড়ি। ছিল না পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা।

ইরেকটরস হাউস আতাতুর্ক টাওয়ারেও অনিয়ম খুঁজে পেয়েছে রাজউক। ১৫ তলার অনুমোদন থাকলেও ভবনটি ১৩ তলা পর্যন্ত নির্মাণ করা হয়েছে। তিন তলা থেকে ১৩ তলা পর্যন্ত রাজউকের আবাসিক অনুমোদন থাকলেও ভবনটি বাণিজ্যিকভাবে ব্যবহার করা হচ্ছে। আতাতুর্ক টাওয়ারেও পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা খুঁজে পায়নি রাজউক। ১৫ তলা এফ আর টাওয়ারও রাজউক অনুমোদিত নকশা অনুযায়ী নির্মাণ করা হয়নি। ভবনটির নিচতলায় ফাঁকা জায়গা থাকার কথা থাকলেও তা একটি ব্যাংককে ভাড়া দেওয়া হয়েছে।

এ আর টাওয়ার এদিকে, আহমেদ টাওয়ার ও আওয়াল সেন্টারে গিয়ে নকশা পায়নি রাজউকের টিম। ভবন দুটিতে মালিকের কোনও প্রতিনিধিকেও খুঁজে পাননি রাজউকের কর্মকর্তারা। আহমেদ টাওয়ার ভবনটি ২৮ তলা। যদিও ভবন নির্মাণের সময় রাজউকের কাছে ১৫ তলার আবেদন করা হয়েছিল। ভবনটির ২৩ তলা পর্যন্ত  ভাড়ায় বিভিন্ন অফিস রয়েছে। ২৩ তলার ওপরে নির্মাণকাজ চলমান রয়েছে। নকশা খুঁজে না পাওয়ায় ভবনটির নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেন রাজউকের জোন-৪-এর পরিচালক মামুন মিয়া। এফ আর টাওয়ারের পশ্চিম পাশে থাকা আহমেদ টাওয়ারেও নেই পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা।

সফুরা টাওয়ার আওয়াল সেন্টার একটি ২৩ তলা ভবন। নিয়ম না মেনে এ ভবনের বেজমেন্টে রয়েছে সাব স্টেশন ও জেনারেটর। এ ভবনেও পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা পাওয়া যায়নি।

হক টাওয়ার অভিযান প্রসঙ্গে রাজউকের জোন-৪ এর পরিচালক মামুন মিয়া বলেন, ‘আমরা প্রাথমিকভাবে তথ্য সংগ্রহ করছি। প্রায় সব ভবনেই  ত্রুটি খুঁজে পেয়েছি। ভবন অনুপাতে যেভাবে অগ্নিনির্বাপক ব্যবস্থা রাখার কথা, তা মানা হয়নি। এসব তথ্য আমরা সংগ্রহ করছি। পরবর্তীতে রাজউক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’

/সিএ/জেজে/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!