X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

শবে মিরাজ উপলক্ষে রাষ্ট্রীয় ছুটির আবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০১৯, ০২:০৯আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ০৫:৪৯

পবিত্র শবে মিরাজ উপলক্ষে বিশ্ব সুন্নী আন্দোলনের র‌্যালি পবিত্র শবে মিরাজ উদযাপন উপলক্ষে রাষ্ট্রীয় ছুটির আবেদন জানিয়েছে বিশ্ব সুন্নী আন্দোলন। বুধবার (৩ মার্চ) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে এ আবেদন জানান বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা এবং বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক ইমাম হায়াত।

সমাবেশে দিনটির তাৎপর্য উল্লেখ করে তিনি বলেন, ‘মহান মিরাজ শরিফ প্রিয়নবীর কাছে স্বয়ং আল্লাহতায়ালার মহিমাময় প্রত্যক্ষ প্রকাশ এবং প্রিয়নবীর মাধ্যমে সমগ্র সৃষ্টির কাছে রহমতময় পরোক্ষ প্রকাশ। আল্লাহতায়ালা অসীম ক্ষমতায় মহান প্রিয়নবীকে স্থান-কালের ঊর্ধ্বে তার পরম নৈকট্যে নিয়ে সমগ্র মানবমণ্ডলীর জন্য সত্যের আলো, জীবনের কেন্দ্র এবং সর্বজ্ঞান, সর্বগুণ ও সর্বকল্যাণের উৎসরূপে প্রকাশ করেছেন। তাই এই দিনটিকে রাষ্ট্রীয় ছুটি ঘোষণার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি।’

তিনি আরও বলেন, 'মিরাজ শরিফ মহান প্রিয়নবীর সঙ্গে প্রত্যক্ষ সাক্ষাতের মাধ্যমে আল্লাহতায়ালার স্বয়ং প্রকাশ, যা সমগ্র সৃষ্টির জন্য অসীম রহমত ও দিশার উৎস। যা শোকরিয়া না হলে নাফরমানি হবে। তবে, রমজান ও কোরবানির ঈদের মতো ঈদে আজম ও ঈদে মিরাজ হুকুমগত বিধিবদ্ধ নির্ধারিত পদ্ধতিগত ঈদ নয়। এটি ঈমানি হৃদয়ের ঈদ, ঈমানি প্রাণের ঈদ, অসীম প্রেমের ঈদ, যার সঙ্গে অন্য কোনও আমলগত বিষয়ের তুলনা চলে না। যা অন্য সবকিছুর উৎস।'

সমাবেশে বক্তব্য দেন বিশ্ব সুন্নী আন্দোলনের প্রধান উপদেষ্টা, শায়খুল হাদিস ও ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক ড. আতাউর রহমান মিয়াজী, অধ্যাপক ড. আবদুল্লাহ আল মারুফ, বিশ্ব সুন্নী আন্দোলনের পক্ষ থেকে আরেফ সারতাজ, রায়হান রাহবার প্রমুখ। সমাবেশ শেষে তারা একটি র‌্যালি নিয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে পল্টন হয়ে আবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন পর্যন্ত প্রদক্ষিণ করেন।

 

/এইচএন/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দলে কিংবদন্তির ছেলে
বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দলে কিংবদন্তির ছেলে
রাফাহ শহরে আবারও অভিযান চালাবে  ইসরায়েল?
রাফাহ শহরে আবারও অভিযান চালাবে ইসরায়েল?
রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্যকে স্মরণ
রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্যকে স্মরণ
কক্সবাজার জেলার রোহিঙ্গা ভোটারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
কক্সবাজার জেলার রোহিঙ্গা ভোটারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা