X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ধর্ম নয়, নারীর অগ্রযাত্রা রুদ্ধ হচ্ছে পুরুষতান্ত্রিকতার কারণে: শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০১৯, ০৩:৩৬আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ০৩:৪১
image

ধর্ম নয়, এর পুরুষতান্ত্রিক অপব্যাখ্যার মাধ্যমে নারীর অগ্রযাত্রাকে রুদ্ধ করে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।  শুক্রবার বিকালে রাজধানীর বাংলা একাডেমিতে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, পুরুষের মানসিকতা পরিবর্তনের মাধ্যমেই কেবল নারীর দৈনন্দিন জীবনের প্রতিবন্ধকতা দূর করা সম্ভব। সে সময়  সরকারের গৃহীত বিভিন্ন নারীবান্ধব নীতি ও কর্মসূচি তুলে ধরেন দীপু মনি।

শিক্ষামন্ত্রী দিপু মনী বৃটিশ কাউন্সিল ও যুক্তরাজ্যভিত্তিক সংস্থা  ‘ওমেন অব দ্য ওয়াল্ড (ওয়াও)’ এর যৌথ আয়োজনে বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে ‘ঢাকা ওয়াও ফেস্টিভ্যাল’। ওই অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রথম  ইসলাম গ্রহণকারীও একজন নারী। ধর্ম নয়, এর অপব্যাখ্যার মধ্য দিয়ে নারীর অগ্রযাত্রাকে রুদ্ধ করে রাখা হয়েছে এবং তা করা হয়েছে পুরুষতান্ত্রিকতার মধ্য দিয়ে।’

দীপু মনি বলেন, ‘সমাজে কিছু পেতে হলে নারীকে যুদ্ধ করতে হয়, পক্ষান্তরে পুরুষরা  স্বতঃসিদ্ধভাবে সব কিছু পেয়ে যায়, এজন্য তাদের যুদ্ধ করতে হয় না। তবে নারী অধিকারের বিষয়ে নারী ও পুরুষ উভয়ের মনোজগতে পরিবর্তন দরকার। আমরা কেউ কারও প্রতিপক্ষ নই। আমরা সহযোগী, সহযোদ্ধা। পুরুষদের সঙ্গে না নিলে  আমরা এ প্রতিবন্ধকতা দূর করতে পারব না।’

শিক্ষামন্ত্রী বর্তমান সরকারকে নারী ও  মানববান্দ্বব উল্লেখ করে বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, নারী অধিকার হচ্ছে মানবাধিকার।  নারীর ক্ষমতায়নে বাংলাদেশ সারা বিশ্বে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রধানমন্ত্রী, স্পিকার, সুপ্রিম কোর্টের বিচারপতি থেকে শুরু করে যে সমস্ত পদে নারীদের অযোগ্য বলে ধরে নেওয়া হত। কিন্তু এসব পদসহ ওসি, ডিসি, এসপি এই সমস্ত পদেও নারীরা সফলতার সঙ্গে কাজ করছে।’ তিনি বলেন, 'এতো কিছুর পরও নারীর অনেক চ্যালেঞ্জ রয়েছে। এখনও নারীরা বিভিন্নভাবে সহিংসতার স্বীকার হয়।  শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বেই নারীরা নির্যাতন বৈষম্যের স্বীকার।’

অনুষ্ঠানে মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব ও রাষ্ট্রদূত নাসিম ফেরদৌস, ওয়াও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জুট কেলি সিবিই, ব্রিটিশ কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর অ্যান্ড্রিউ নিউটন প্রমুখ।

/এসএমএ/বিএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
হিট অ্যালার্ট উপেক্ষা করে কাজে নামতে হয় যাদের
হিট অ্যালার্ট উপেক্ষা করে কাজে নামতে হয় যাদের
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি