X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

নিয়ম মেনেই ট্যাব কেনা হয়েছে: ইসি সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০১৯, ২০:৫৯আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ২২:১৬





হেলালুদ্দীন আহমদ (ছবি: সংগৃহীত) যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই ট্যাব কেনা হয়েছে এবং এর গুণগত মান কোনও অংশেই খারাপ নয় বলে দাবি করেছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ। তিনি বলেছেন, সফটওয়্যারজনিত ত্রুটি, প্রশিক্ষণের অভাব ও পরীক্ষামূলকভাবে ব্যবহার করতে গিয়ে সমস্যা হয়েছে। ইতোমধ্যে সফটওয়্যার উন্নয়ন করে সমস্যার সমাধানও করা হয়েছে।

ট্যাব ক্রয়ের অনিয়ম নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরের প্রতিক্রিয়ায় ইসি সচিব বুধবার (১০ এপ্রিল) নির্বাচন ভবনে সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন।
নির্বাচন ভবনে কমিশন সভা শেষে আয়োজিত এ ব্রিফিংয়ে হেলালুদ্দীন আহমদ বলেন, ময়মনসিংহ সিটি করপোরেশন (এমসিসি) নির্বাচনসহ আগামী যেসব নির্বাচনে ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ভোট নেওয়া হবে সেখানে ফলাফল পাঠানোর জন্য এই ট্যাব ব্যবহার করা হবে।
নির্বাচন কমিশনের বুধবারের এ সভায় পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইভিএম ব্যবহারের নীতিমালা অনুমোদন দেওয়া হয়েছে।
ইসি সচিব সংবাদ সম্মেলনে ট্যাব ক্রয়ের অনিয়ম নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরের ব্যাখ্যা দেন। বলেন, ‘নির্বাচন কমিশন সচিবালয় একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কেন্দ্র থেকে সরাসরি ফলাফল রিটার্নিং অফিসারের কাছে পাঠানোর জন্য ৪২ হাজার ২টি ট্যাবসহ বিভিন্ন সফটওয়্যার কেনার জন্য উন্মুক্ত দরপত্র আহ্বান করে। যথাযথ প্রক্রিয়া ও পিপিআর অনুসরণ করে এই ট্যাব আমরা পেয়েছি। তবে সময় অল্প বিধায় সংসদ নির্বাচনে সেগুলো ব্যবহার করতে পারিনি। পরবর্তীকালে পরীক্ষামূলকভাবে তৃতীয় পর্যায়ের উপজেলা নির্বাচনে চারটি উপজেলায় ট্যাব ব্যবহার করে ফলাফল সংগ্রহের উদ্যোগ নিই। এরমধ্যে দুটি উপজেলায় আমরা ভালো ফল পেয়েছি। বাকি দুটি উপজেলায় ট্যাবের ভালো ফল পাইনি। এ বিষয়ে আমাদের কারিগরি কর্মকর্তারা জানিয়েছেন, আরএসএস সফটওয়্যারের মাধ্যমে বার্তাশিট পৌঁছানোর সময় এটির আরও অপটিমাইজেশনের প্রয়োজন হয়েছে। এ কারণে সরবরাহকারী প্রতিষ্ঠানকে এই সফটওয়্যার অপটিমাইজেশনের জন্য বলেছি। তারা ইতোমধ্যে বেশ কিছু ট্যাবে এটা করে দিয়েছে। শিগগিরই বাকিগুলো করে দেবে।’
আগামীতে ইভিএম কেন্দ্রগুলোতে এই ট্যাব ব্যবহার করা হবে জানিয়ে ইসি সচিব বলেন, ‘আগামী ৫ মে ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনসহ পরবর্তী সময়ে যেসব নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে, সেখানে এই ট্যাব ব্যবহার করবো। ভোটকেন্দ্রের ফলাফল সংগ্রহের পাশাপাশি ভোটার তালিকা হালনাগাদ করার কাজেও এই ট্যাব ব্যবহার করা হবে। এ জন্য তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণও দেওয়া হবে। কোনও ভুল বার্তা গিয়ে থাকলে এই বক্তব্যের পর তা পরিষ্কার হবে।’

/ইএইচএস/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
ঝুঁকি নিয়ে পজিশন বদলে সব আলো কেড়ে নিলেন রাফায়েল
ঝুঁকি নিয়ে পজিশন বদলে সব আলো কেড়ে নিলেন রাফায়েল
স্টয়নিস ঝড়ে পাত্তা পেলো না মোস্তাফিজরা
স্টয়নিস ঝড়ে পাত্তা পেলো না মোস্তাফিজরা
রানা প্লাজা ধস: ১১ বছরেও শেষ হয়নি তিন মামলার বিচার
রানা প্লাজা ধস: ১১ বছরেও শেষ হয়নি তিন মামলার বিচার
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট