X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নতুন বছর বরণে প্রস্তুত চারুকলা (ফটোস্টোরি)

সাজ্জাদ হোসেন
১৩ এপ্রিল ২০১৯, ১৮:২২আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ১৮:২৭

রাত পোহালেই পহেলা বৈশাখ। আর এই দিনটির আকর্ষণীয় উদযাপন হলো মঙ্গল শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় চলছে সেই আয়োজনের শেষ মুহূর্তের কাজ।

সকালের মধ্যে শেষ হবে সব কাজ

শনিবার (১৩ এপ্রিল) চারুকলায় গিয়ে দেখা যায়, ইতোমধ্যে উৎসব শুরু হয়েছে। চারপাশে চলছে শেষ মুহূর্তের কাজ। এতোদিন ধরে যে কাজগুলো পরিকল্পনা করা হচ্ছিলো, সেগুলো এখন পূর্ণতা পেতে শুরু করেছে। চলছে শেষ সময়ের কাগজ কাটাকুটি এবং জোড়া লাগানোসহ বিভিন্ন সাজসজ্জার কাজ।

চলছে শেষ মুহূর্তের কাটাকুটি

এবারের শোভাযাত্রায় কোনও মুখোশ পরা যাবে না বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে এই মুখোশই হলো মঙ্গল শোভাযাত্রার রঙচঙে আকর্ষণ। নিষেধাজ্ঞা থাকলেও এবারও মুখোশ ক্রয়ের কমতি নেই। সপ্তাহজুড়ে বিক্রি হয়েছে অনেক  মুখোশ। রাজা-রাণী প্রস্তুত। কেবল সকালের অপেক্ষা।

শোভাযাত্রার অনুষঙ্গ মুখোশ প্রস্তুত

একদিকে নিত্য বৃষ্টির ফাঁদ। অন্যদিকে উৎসব রাঙাতে কাগজ দিয়ে বানানো অনুষঙ্গের সমাহার। সব মিলিয়ে কিছুটা চিন্তা থেকেই যাচ্ছে। তবে উৎসবের আয়োজনে এটুকু থাকেই। কিন্তু চারুকলায় কারোর মধ্যে বাড়তি চিন্তা দেখা গেলো না। বরং দ্রুত সব গোছানোর তাগিদ নিয়েই নিরলস কাজ করে চলেছে সবাই।

চলছে কাজ শেষের তোড়জোড়

সারাদিনই রঙের কাজ করতে দেখা গেছে শিল্পীদের। তারা বাড়তি মুখোশ মুখোশ বানিয়ে রাখছেন। আগে থেকে যারা সংগ্রহ করেননি, তারাও হয়তো কাল চাইবেন একটি মুখোশের মালিক হতে। বন্ধুরা একসঙ্গে বসে হাতে বানানো মুখোশে তুলির শেষ টান দিচ্ছেন পরম যত্নে।

শিল্পীর তুলির আঁচড়ে শেষ হচ্ছে কাজ

যারা এই সময়গুলোয় নিয়মিত চারুকলায় যান, তারা জানেন, একটার পর একটা ধাপ পেরিয়ে অনেক যত্ন নিয়ে একেকটি অনুষঙ্গ তৈরি করা হয়। 

যেভাবে একটার পর একটা ধাপ পেরিয়ে প্রস্তুত হয় শোভাযাত্রার অনুষঙ্গ

প্রতিটি আদল তৈরি করতে সময় লেগে যায়। এগুলোর গায়ে কাগজ লাগানোর আগে এসব আদল দেখলেও চিনতে পারার কথা না।

আদলে কাগজ মুড়িয়ে বানানো হচ্ছে রঙ বেরঙের প্রাণী  

চারুকলার একেকটি ব্যাচের শিক্ষার্থীরা নিজেদের চাঁদার টাকা দিয়ে শোভাযাত্রার আয়োজন করে থাকে। এই ঐতিহ্য তারা ধরে রাখতে চায়। মাসের শুরুতেই থিম ঠিক করা হয়। এবং সেই অনুযায়ী তারা বিভিন্ন অনুষঙ্গ বানানো শুরু করেন। আজ চৈত্র সংক্রান্তির সারা রাত কাজ শেষে ভোরের আলোর ফোটার সময়ে শেষ হবে একমাসের কর্মযজ্ঞ।

একমাসের কর্মযজ্ঞ শেষ হতে চলল

প্রতিবছরই চৈত্রসংক্রান্তিতে যখন পরের দিনের শোভাযাত্রার শেষ প্রস্তুতি চলতে থাকে, তখন বাইরে থেকে অনেকেই আসেন এর সহযাত্রী হতে। তারা ঘুরেন, ছবি তোলেন, বন্ধুদের সঙ্গে বৈশাখের দিনের পরিকল্পনা করেন। শনিবার সকাল থেকেই ছিল তেমন মানুষের আনাগোনা। 

চৈত্র সংক্রান্তির সারাদিন চারুকলায় থাকে লোকজনের আনাগানা

কেউ আড্ডা দিচ্ছেন, কেউ শিল্পী বন্ধুদের একটু সহযোগিতা করছেন, কেউ কেবলই দাঁড়িয়ে থেকে দেখছেন।

চারুকলার বাইরের দেওয়ালের শিল্পকর্ম শেষ হয়েছে  

 

/ইউআই/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা