X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নারীর প্রতি সহিংসতামুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে মীনা ট্রাস্টের বর্ষবরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ এপ্রিল ২০১৯, ১০:৫৪আপডেট : ১৪ এপ্রিল ২০১৯, ২২:০৫

মীনা ট্রাস্টের বর্ষবরণ উঠেছে নতুন বছরের নতুন সূর্য, মুখরিত হয়েছে পুরো বিশ্ব। সম্প্রীতির বন্ধনে নববর্ষের উৎসব হয়েছে সর্বজনীন। নতুনের এই মুখরতাকে আরেকটু রাঙিয়ে দিতে দেশবরেণ্য শিল্পীদের নিয়ে মীনা ট্রাস্ট আয়োজন করেছে বর্ষবরণ উৎসবের। নারী ও শিশুদের প্রতি সহিংসতামুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে বাংলা নববর্ষ ১৪২৬-কে বরণ করে নিলো মীনা ট্রাস্ট। মীনাবাজার এবং মীনা ট্রাস্টের যৌথ আয়োজনে রাজধানীর ধানমন্ডির ২/এ সড়কে বর্ষবরণের এ অনুষ্ঠান আয়োজন করা হয়। 

রবিবার (১৪ এপ্রিল) সকাল পৌনে ৮টায় বাঁশির সুরে শুরু হয় বর্ষবরণের আয়োজন। রাগসংগীত পরিবেশনের পর বক্তব্য রাখেন মীনাবাজারের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহীন খান। 

মীনা ট্রাস্টের বর্ষবরণ তিনি বলেন, ‘মীনা ট্রাস্ট এবং মীনাবাজারের পক্ষ থেকে আজকের এই বর্ষবরণের অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ জানাই। বিগত এক দশক ধরে এই জায়গায় বর্ষবরণের অনুষ্ঠানটি হয়ে আসছে।’  

তিনি আরও বলেন, ‘এই উৎসবটি বাঙালির পরিচয় বহন করে। এই উৎসবটির ওপর নানান সময় নানা আঘাত এসেছে। তারপরও বাঙালি এটি পালন করেছে আনন্দের সঙ্গে। আমরা এ বছরও একই রকম উদ্দীপনা নিয়ে এই নতুন বছরকে বরণ করে নিতে চাই। আজকের এই নববর্ষের দিনে কামনা থাকবে সবার জীবন সুখী হোক, নিরাপদ হোক। আমরা এই নতুন বছরে শিশুদের প্রতি, নারীদের প্রতি সহিংসতামুক্ত একটি সমাজ যাতে গড়তে পারি সেই প্রত্যয় নিয়ে আসুন আমরা ১৪২৬-কে বরণ করে নিই।’ 

মীনা ট্রাস্টের বর্ষবরণ এরপর ওই পোহাইল তিমিররাতি,পূর্বগগনে দেখা দিলো নব প্রভাতছটা, জীবনে-যৌবনে হৃদয়ে-বাহিরে, প্রকাশিল অতি অপরূপ মধুর ভাতি' সমবেত সংগীতের মাধ্যমে শুরু হয়ে চলতে থাকে আয়োজন। এরপর এসো হে বৈশাখসহ একের পর এক সংগীত পরিবেশন করা হয়।  এ সময়  ‘আনন্দধারা বহিছে ভুবনে’ পরিবেশন করেন বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী ও মীনা ট্রাস্টের প্রেসিডেন্ট আমিনা আহমেদ। 

মীনা ট্রাস্ট্রের অনুষ্ঠানে আসা অতিথিরা

এছাড়া আরও সংগীত পরিবেশন করেন মিন্টু কে পি, প্রমোদ দত্ত, মিতু সুপর্ণা, সৈয়দা এইচ পাপড়ি, গোলাম হায়দার, ছন্দা  চক্রবর্তী, ফেরদৌসী কাকলী, তানভিরা শ্যামা,  অনিরুদ্ধ সেনগুপ্ত, জাকির হোসেন তপন, রিফাত জামাল মিতু, পীযূষ বড়ুয়া, রুবা মজুমদার প্রমুখ। এছাড়া নৃত্য পরিবেশন করেন প্রেমা এবং তার দল। কবিতার কয়েকটি পঙক্তিমালা আবৃত্তি করে শোনান হাসিনা আহমেদ সোমা। 

অনুষ্ঠানে জেমকন গ্রুপের পরিচালক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক কাজী ইনাম আহমেদ অনুষ্ঠানে জেমকন গ্রুপের পরিচালক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক কাজী ইনাম আহমেদ, পরিবারের সদস্যরাসহ সম্মানিত দেশ ও বিদেশের অতিথিরা উপস্থিত ছিলেন। 

 ছবি: সাজ্জাদ হোসেন

 

 

/এসও/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী