X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

পুলিশ গুরুত্ব দিলে নুসরাতের প্রাণহানি ঘটতো না: সংসদীয় কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০১৯, ১৬:১৬আপডেট : ২১ এপ্রিল ২০১৯, ২০:২৭

 

নুসরাত হত্যা মামলা

প্রথম থেকে পুলিশ সচেষ্ট থাকলে ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির মৃত্যুর ঘটনা এড়ানো যেত বলে মনে করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। রবিবার (২১ এপ্রিল) সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। কমিটি এ ঘটনায় আসামিকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির মুখোমুখি করার পরামর্শ দিয়েছে। একইসঙ্গে ভবিষতে এ ধরনের ঘটনায় যাতে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনও প্রশ্নের মুখে না পড়ে, সেদিকেও নজর রাখতে বলা হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, কমিটির সদস্য জাতীয় পার্টির এমপি পীর ফজলুর রহমান নুসরাতকে পুড়িয়ে হত্যার বিষয়টি বৈঠকে তোলেন। পরে কমিটির সভাপতি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন। পরে পীর ফজলুর রহমান সাংবাদিকদের বলেন, আমি বলেছি পুলিশ সতর্ক থাকলে অনেক ঘটনা ঘটার আগে ব্যবস্থা নেওয়া যায়। নুসরাত যখন ওসির কাছে অভিযোগ নিয়ে গিয়েছিলেন তখন তিনি (ওসি) যদি গুরুত্ব দিয়ে বিষয়টি বিবেচনা করতেন এবং যে আচরণ করেছেন সেটা না করতেন; তাহলে হয়তো নুসরাতের এই ঘটনাটি ঘটতো না।

এদিকে কমিটির সভাপতি শামসুল হক টুকু সাংবাদিকদের বলেন, আমরা এই মামলার অগ্রগতি সম্পর্কে সামনে আরও তথ্য চাইবো। কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, কোনও তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে যদি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় তবে প্রাণহানি ঠেকানো যেতে পারে। আর এসব ঘটনায় পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে কোনও প্রশ্নের সম্মুখীন না হয় সেদিকে লক্ষ্য রাখতে বলা হয়েছে। সংসদীয় কমিটির বৈঠক
সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফি গত ৬ এপ্রিল সকালে আলিমের আরবি প্রথমপত্র পরীক্ষা দিতে মাদ্রাসায় গেলে কৌশলে তাকে ছাদে ডেকে নিয়ে কয়েকজন মিলে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। ১০ এপ্রিল রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে দগ্ধ নুসরাতের মৃত্যু হয়। এ ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ্দৌলাকে প্রধান আসামি এবং আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ৪/৫ জনকে আসামি করে নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমান ৮ এপ্রিল সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন। আলোচিত এ মামলায় এ পর্যন্ত ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ ও পিবিআই।
এদিকে সংসদ সচিবালয় থেকে জানানো হয়, কমিটির বৈঠকে ঢাকার যানজট নিরসনে সংশ্লিষ্ট দফতরগুলোকে সমন্বিতভাবে কাজ করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
শামসুল হক টুকুর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, হাবিবর রহমান, সামছুল আলম দুদু, ফরিদুল হক খান, পীর ফজলুর রহমান, নূর মোহাম্মদ ও সুলতান মোহাম্মদ মনসুর আহমদ অংশ নেন।

 

/ইএইচএস/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
চাঁদপুরে লঞ্চে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ১০
চাঁদপুরে লঞ্চে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ১০
ঈদযাত্রার সময় দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত: জরিপ
ঈদযাত্রার সময় দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত: জরিপ
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া