X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কায় কোনও বাংলাদেশি নিহতের খবর পাওয়া যায়নি: রাষ্ট্রদূত হামিদুল্লাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০১৯, ২১:৪০আপডেট : ২১ এপ্রিল ২০১৯, ২২:৩১

শ্রীলঙ্কায় কোনও বাংলাদেশি নিহতের খবর পাওয়া যায়নি: রাষ্ট্রদূত হামিদুল্লাহ

শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বিস্ফোরণে ঘটনায় বাংলাদেশ সময় রাত আটটা পর্যন্ত কোনও বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। কলম্বোতে বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ এ খবর নিশ্চিত করেছেন। তবে, ডেইলি মিররের এক রিপোর্টে একজন ডাক্তারকে উদ্ধৃত করে বলা হয়েছে, ন্যাশনাল হাসপাতালে বাংলাদেশিসহ কয়েকটি দেশের নাগরিকের মৃতদেহ আছে।

এ বিষয়ে একজন রাষ্ট্রদূত বলেন, আমি ন্যাশনাল হাসপাতালে গিয়েছি এবং পরে কথা বলেছি। সেখানে কোনও বাংলাদেশির মৃতদেহ আছে, এমন তথ্য তারা আমাকে দেয়নি। সেখানে একজন বাংলাদেশি চিকিৎসাধীন আছেন। তার সঙ্গে আমার দেখা হয়েছে।

রাষ্ট্রদূত বলেন, সকালে বোমা বিস্ফোরণের পরপরই আমরা এখানে অবস্থানরত বাংলাদেশিদের সতর্ক করেছি, যাতে নিরাপদ জায়গায় অবস্থান করে ও বাইরে না বের হয়। আমরা সবার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি।

এদিকে দুপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এক সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার কলম্বোতে তিনটি চার্চ ও তিনটি হোটেলে সিরিজ বিস্ফোরণে শিশুসহ দুই বাংলাদেশি নিখোঁজের কথা জানান। তারা শ্রীলঙ্কায় বেড়াতে গিয়েছিল বলে তাদের পরিবার জানিয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় নিখোঁজ দুইজনকে খুঁজে বের করার চেষ্টা করছি।’

এদিকে শ্রীলঙ্কায় সিরিজ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২০৭ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৪৫০ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শ্রীলঙ্কার প্রতিরক্ষা প্রতিমন্ত্রী রুয়ান বিজয়বর্ধন জানিয়েছেন, অপরাধীদের শনাক্ত করতে সক্ষম হয়েছেন তদন্তকারীরা। ইতোমধ্যে সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি জানান, হামলায় নিহতদের মধ্যে ৩০ জন বিদেশিও রয়েছেন। দেশ এবং দেশের জনগণকে নিরাপদ রাখতে সরকার প্রয়োজনীয সব ধরনের সতর্কতা অবলম্বন করছে বলেও জানান রুয়ান বিজয়বর্ধন।

রবিবার খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে উদযাপনকালে রাজধানী কলম্বো ও তার আশপাশের তিনটি গির্জা এবং তিনটি হোটেলে এই বিস্ফোরণ ঘটানো হয়। তবে, এখন পর্যন্ত কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

কলম্বোর কোচিচিকাদের সেন্ট অ্যান্থনি চার্চে প্রথম বিস্ফোরণের ঘটনা ঘটে। দ্বিতীয় হামলাটি ঘটে কুতুয়াপিটায়ের সেন্ট সিবাস্তিয়ান চার্চে। আর তৃতীয় বিস্ফোরণটি ঘটে নেগোম্বো শহরের বাত্তিকালোয়া চার্চে। এছাড়া কলম্বোর তিনটি পাঁচতারকা হোটেলেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে ইস্টার সানডের অনুষ্ঠান চলার মধ্যে এসব বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: শ্রীলঙ্কায় নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে, গ্রেফতার ৭

 

/এসএসজেড/এনআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচন নিয়ে যুবলীগ নেতার ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ
উপজেলা নির্বাচন নিয়ে যুবলীগ নেতার ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ
ইরাকি ঘাঁটিতে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
ইরাকি ঘাঁটিতে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
উপজেলা পরিষদ নির্বাচন ও আওয়ামী লীগ সভাপতির সাহসী পদক্ষেপ
উপজেলা পরিষদ নির্বাচন ও আওয়ামী লীগ সভাপতির সাহসী পদক্ষেপ
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল