X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

শবে বরাতের প্রার্থনায় শান্তি কামনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০১৯, ২৩:২৭আপডেট : ২১ এপ্রিল ২০১৯, ২৩:৩৬

বায়তুল মোকাররম মসজিদে শবে বরাতের প্রার্থনায় অংশ নেন মুসল্লিরা, ছবি- সাজ্জাদ হোসেন

অতীতের ভুলের জন্য ক্ষমা, সুখ, সমৃদ্ধি ও শান্তি কামনার মধ্য দিয়ে মসজিদে মসজিদে চলছে শবে বরাতের ইবাদত। সারাদেশ যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে পালিত হচ্ছে শবে বরাত। এ রাতে মসজিদগুলোতে মুসল্লিরা রাতব্যাপী নামাজের পাশাপাশি কোরআন তিলাওয়াত, হামদ-নাত, ওয়াজ মাহফিল, মিলাদ, কিয়াম ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে প্রার্থনায় অংশ নেন।

রবিবার (২১ এপ্রিল) বিকাল থেকেই বিভিন্ন মসজিদে বেড়েছে মুসল্লিদের জমায়েত। সন্ধ্যার পর মসজিদগুলোতে চলছে বিশেষ ওয়াজ মাহফিল। রাতব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ। এ রাতে গরিবদের জন্য দান- খয়রাতের প্রবণতা বেশি থাকায় রাজধানীর অনেক মসজিদের সামনে ভিক্ষুকদের ভিড় লক্ষ্য করা গেছে।

বায়তুল মোকাররমে সন্ধ্যা ৭টা ৫ মিনিটে ‘শবে বরাতের ফজিলত’ শিরোনামে ওয়াজ করেন তেজগাঁও মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবদুর রাজ্জাক আল আযহারী। তিনি বলেন, ‘আল্লাহ এ দিনে মানুষকে ক্ষমা করেন। এ রাতে সবার ইবাদত করা উচিত। তওবা করলে, নিশ্চয় আল্লাহ ক্ষমা করবেন। সব মুসলমানের দায়িত্ব এই রজনীতে নফল ইবাদত, তিলাওয়াতে কোরআন ও তাহাজ্জুদের মধ্য দিয়ে পালন করা।’

বায়তুল মোকাররম মসজিদে এশার নামাজের পর মোনাজাতে দেশ ও মানুষের শান্তি কামনায় মোনাজাত করা হয়। এরপর  রাত ৯টা ৫ মিনিটে ‘ইবাদত ও দোয়ার গুরুত্ব’ শীর্ষক ওয়াজ মাহফিলে বয়ান করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন কাসেম|

রাজধানির বড় কাটারা মাদ্রাসার শিক্ষক মাওলানা মুফতি আনসারুল হক ইমরান বলেন, ‘শবে বরাত ভাগ্য নির্ধারণের রাত । তাই আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করা, নিজের জন্য, স্বজনের জন্য, দেশের জন্য, মানবজাতির জন্য— যেন সবাই শান্তিতে বসবাস করতে পারেন।  হজরত মুহাম্মদ (সা.) এ রাতে নফল ইবাদত করতেন। তাই মুসলমানদের জন্য এই  রাতে আল্লাহ তাআলার রহমত কামনায় দোয়াটাই বেশি করা উচিত।’

এদিকে, বায়তুল মোকাররম মসজিদে  রাত ১১টা ৪০ মিনিটে ‘শবে বরাত ও রমজানের তাৎপর্য’ শিরোনামে ওয়াজ পেশ করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা এহসানুল হক জিলানী। রাত ১টা ৫৫ মিনিটে ‘তাহাজ্জুদের গুরুত্ব ও ফজিলত’ শিরোনামে ওয়াজ করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান। সবশেষে ফজরের নামাজের পর আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। আখেরি মোনাজাত পরিচালনা করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
বিতর্কের মুখে গাজায় ইসরায়েলি কার্যকলাপের নিন্দা জানিয়েছেন মালালা
বিতর্কের মুখে গাজায় ইসরায়েলি কার্যকলাপের নিন্দা জানিয়েছেন মালালা
‘পাতানো ম্যাচ’ নয়, মাঠে খেলেই এগিয়ে যেতে চায় স্বাধীনতা
‘পাতানো ম্যাচ’ নয়, মাঠে খেলেই এগিয়ে যেতে চায় স্বাধীনতা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না