X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রের পর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন মোমেন

শেখ শাহরিয়ার জামান
২৩ এপ্রিল ২০১৯, ১২:১৬আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ১২:৪৭




মোমেন-ল্যাভরভ

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন। আগামী ৩০ এপ্রিল মস্কোতে এই বৈঠক অনুষ্ঠিত হবে। গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র সঙ্গে বৈঠকের তিন সপ্তাহের মাথায় এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, রোহিঙ্গা ইস্যু, জ্বালানি খাতে সহযোগিতা ও বাণিজ্য অগ্রাধিকার সুবিধা নিয়ে আলোচনা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প
রাশিয়ার সহযোগিতায় বাংলাদেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজ এগিয়ে চলছে। এই প্রকল্পের মোট ১২.৬৫ বিলিয়ন ডলার খরচের ৯০ শতাংশই দেবে রাশিয়া; বাকি ১০ শতাংশ বাংলাদেশ সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘প্রকল্প বাস্তবায়ন ঠিক পথেই এগুচ্ছে। আমরা আশা করি, প্রথম ধাপের ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ প্ল্যান্টের কাজ ২০২৩ সালে সম্পন্ন হবে।’

তিনি বলেন, ‘এখন পর্যন্ত নির্ধারিত সময়ের চেয়ে আমরা চার মাসের মতো পিছিয়ে আছি, পররাষ্ট্রমন্ত্রীর এই সাক্ষাতে গোটা কাজটি আরও দ্রুত শেষ করার জন্য রাশিয়াকে অনুরোধ করা হবে। কারণ, প্রতিদিনের জন্য এই প্রকল্পের রক্ষণাবেক্ষণ খরচ অনেক বেশি।’

রোহিঙ্গা ইস্যু
রাশিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য এবং মিয়ানমারের সঙ্গে তাদের সামরিক সহযোগিতার সম্পর্ক গভীর। তাই রাশিয়ার সঙ্গে রোহিঙ্গা সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা করবেন পররাষ্ট্রমন্ত্রী।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘আমরা তাদের সহায়তা চাবো, যাতে করে রোহিঙ্গারা নিরাপদে রাখাইনে ফিরে যেতে পারে।’ তিনি বলেন, ‘প্রতিটি দেশের জাতীয় স্বার্থ আছে, আমাদের চেষ্টা থাকবে রাখাইনে একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার জন্য, তাদের সমর্থন আদায়।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা আরও বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে আসিয়ান দেশগুলোর সঙ্গেও আলোচনা করেছি এবং এ সংক্রান্ত একটি প্রস্তাবও পাঠানো হয়েছে।’

জ্বালানি খাতে সহযোগিতা
রাশিয়ার জ্বালানি কোম্পানি গ্যাজপ্রম বাংলাদেশে কাজ করছে এবং দেশের প্রায় ৮ ভাগ গ্যাস এই কোম্পানি সরবরাহ করে থাকে। বর্তমানে আরও সাতটি গ্যাস কূপ করার বিষয়ে তাদের সঙ্গে আলোচনা চলছে।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা বলেন, ‘তাদের সঙ্গে আমরা কাজ করে খুশি এবং এই খাতে আমরা আরও রাশিয়ান বিনিয়োগ চাই।’
বাপেক্স রাশিয়ান কোম্পানির অংশীদার হিসাবে কাজ করে থাকে এবং তারাও জ্বালানি প্রকল্পে বিনিয়োগ করে।

বাণিজ্য অগ্রাধিকার
রাশিয়া, বেলারুশ, কাজাখস্থান, কিরগিজস্তান ও আর্মেনিয়া মিলে ইউরেশিয়া ইউনিয়ন জোট গঠন করেছে এবং ওই দেশগুলোতে বাংলাদেশ বাণিজ্য সুবিধা চায়।
অপর এক কর্মকর্তা বলেন, ‘ওই জোটের কোনও একটি দেশে বাণিজ্য সুবিধা পাওয়ার জন্য ইউরেশিয়া ইউনিয়ন সচিবালয়ের সঙ্গে দর কষাকষি করতে হবে। এই দর কষাকষি শুরু করার জন্য আমরা একটি চুক্তি চূড়ান্ত করেছি এবং আশা করছি, এটি খুব শিগগিরই স্বাক্ষর হবে।

এর আগে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় গত বছর। তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে ওই বৈঠক হয়।

/আইএ/টিটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুকি চিনকে পৃষ্ঠপোষকতা করেছে আমাদের গোয়েন্দা সংস্থা: নুর
কুকি চিনকে পৃষ্ঠপোষকতা করেছে আমাদের গোয়েন্দা সংস্থা: নুর
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা  
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক