X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

ওয়াকফ প্রশাসনের ডিজিটাল ডাটাবেজ কাজের স্বচ্ছতা বাড়াবে: ধর্ম প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০১৯, ২০:১৫আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ২০:১৮

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেছেন, ‘ওয়াকফ প্রশাসনকে যুগোপযোগী, উন্নত ও আদর্শ প্রতিষ্ঠানে উন্নীত করতে হবে। এজন্য এই প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের আরও সততা ও যোগ্যতার পরিচয় দিতে হবে। একইসঙ্গে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রতিষ্ঠানের কার্যক্রমে আরও স্বচ্ছতা বাড়াতে হবে। এক্ষেত্রে ওয়াকফ প্রশাসনের নতুন ডিজিটাল ডাটাবেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

বুধবার (২৪ এপ্রিল) দুপুরে রাজধানীর ইস্কাটনে ওয়াকফ প্রশাসকের কার্যালয়ে প্রতিষ্ঠানের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ওয়াকফ প্রশাসনের কার্যক্রম নিয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ আরও বলেন, ‘বাংলাদেশ ওয়াকফ প্রশাসন ধর্মীয় অনুশাসনভিত্তিক একটি সেবামূলক প্রতিষ্ঠান। অসংখ্য মানুষের সারা জীবনের অর্জিত সম্পদ মহান উদ্দেশ্যে ওয়াকফ করে থাকেন। যার দেখাশোনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে ওয়াকফ প্রশাসন। ফলে মানুষের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান প্রদর্শন, আমানত রক্ষা এবং জাতীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের উদ্দেশ্যে এই প্রতিষ্ঠানের কার্যক্রমের মান আরও উন্নত করতে হবে।’

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘পৃথিবীর বহুদেশ ওয়াকফ সম্পত্তি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের মাধ্যমে মানবকল্যাণে বহুমুখী কাজ করে থাকে। বাংলাদেশের ওয়াকফ প্রশাসনকেও আমরা একটি কল্যাণমূলক প্রতিষ্ঠানে উন্নীত করতে চাই। সে লক্ষ্যে এ প্রতিষ্ঠানের জনবল বৃদ্ধি, আধুনিকায়ন, প্রযুক্তির ব্যবহারসহ সব বিষয়ে কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে।’

ওয়াকফ প্রশাসক শহীদুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধর্ম সচিব আনিছুর রহমান। অনুষ্ঠানে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী হাসান আহমেদ, যুগ্মসচিব (সংস্থা) মু. আ: হামিদ জমাদ্দার, যুগ্মসচিব (হজ) এ বি এম আমিন উল্লাহ নূরী, উপ-ওয়াকফ প্রশাসক আব্দুস সামাদসহ মন্ত্রণালয় ও বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

/জেইউ/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রংপুর-৪ আসনে এনসিপির এমপি প্রার্থী হিসেবে আখতারের নাম ঘোষণা
রংপুর-৪ আসনে এনসিপির এমপি প্রার্থী হিসেবে আখতারের নাম ঘোষণা
সরকারবিরোধী বক্তব্য নয়, বিএনপির আলোচনা সভায় আত্মসমালোচনা
সরকারবিরোধী বক্তব্য নয়, বিএনপির আলোচনা সভায় আত্মসমালোচনা
শাহজালাল বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা বোয়িং বিমানে ট্রলির আঘাত
শাহজালাল বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা বোয়িং বিমানে ট্রলির আঘাত
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু