X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

শূন্য হাতে দেশে ফিরেছেন ১৮০ শ্রমিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০১৯, ২২:৩৩আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ২২:৩৬

ফেরত আসা শ্রমিক প্রতারণা ও নির্যাতনের শিকার ১৮০ শ্রমিক শূন্য হাতে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) কয়েকটি ফ্লাইটে দেশে ফিরে আসেন তারা। এরমধ্যে পুরুষকর্মী আছেন ১৬৪ জন এবং নারীকর্মী ১৬ জন। এয়ারপোর্ট ইমিগ্রেশন সূত্রে এসব তথ্য জানা গেছে।

এদের মধ্যে ওমান থেকে ১০৬ জন, কাতার থেকে ২৯ জন, মালদ্বীপ থেকে ১০ জন, সংযুক্ত আরব-আমিরাত থেকে ৫ জন, আলজেরিয়া থেকে ৩ জন, ফ্রান্স থেকে ১ জন, অন্যান্য আরও কয়েকটি দেশ থেকে ১০ জনসহ ১৬৪ জন ও সংযুক্ত আরব আমিরাত থেকে ১৬ জন, ওমান থেকে ৫ জন এবং লেবানন থেকে ২ জন নারী কর্মী ফেরত এসেছেন। বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

ফিরে আসা কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিয়োগকর্তা কর্তৃক নির্যাতন, বেতন না দেওয়া, কাজ না পাওয়া এবং বৈধ কাগজ থাকা সত্ত্বেও দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে তাদের। বিভিন্ন দেশের ইমিগ্রেশন পুলিশ তাদের ধরে শূন্য হাতেই দেশে পাঠিয়ে দিয়েছে।

ফিরে আসা এসব কর্মীদের বিমানবন্দরে জরুরি সেবা দিয়েছে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম। সংস্থাটির প্রোগ্রাম হেড শরিফুল হাসান বলেন, ‘আমাদের অনেক অভিবাসী কর্মীরা খালি হাতে দেশে ফিরে আসছে প্রতিনিয়ত। ফিরে আসার পর তাদের পাশে কেউ দাঁড়ায় না। একমাত্র ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রতিবার এগিয়ে আসে তাদের সাহায্যে।এখন পর্যন্ত আমরা ২ হাজার ৫০০ জনকে জরুরি সহায়তা দিয়েছি। আমাদের এই কাজের পাশে সবসময় এয়ারপোর্ট এপিবিএন, প্রবাসী কল্যাণ ডেস্ক, ইমিগ্রেশন বিভাগকে পেয়েছি। তারা সবসময় আমাদেরকে সাধুবাদ জানায় এই কাজের জন্য।’

 

/এসও/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বায়ার্নের কোচ হওয়া থেকে এক ধাপ দূরে জিদান
বায়ার্নের কোচ হওয়া থেকে এক ধাপ দূরে জিদান
সিরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইসরায়েলের হামলা
সিরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইসরায়েলের হামলা
পিছিয়ে থেকেও ব্রাজিলিয়ান-গ্রানাডিয়ানের গোলে আবাহনীর দারুণ জয়
পিছিয়ে থেকেও ব্রাজিলিয়ান-গ্রানাডিয়ানের গোলে আবাহনীর দারুণ জয়
শিশু হাসপাতালে আগুন: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন
শিশু হাসপাতালে আগুন: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!