X
শুক্রবার, ২৩ মে ২০২৫
৮ জ্যৈষ্ঠ ১৪৩২

সামাজিক কল্যাণ রাষ্ট্র গড়তে কাজ করছে সরকার : ড. হাছান মাহমুদ

বাংলা ট্রিবিউন ডেস্ক
১১ মে ২০১৯, ২৩:৩৮আপডেট : ১২ মে ২০১৯, ০০:৩৬

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ‘জমি আছে ঘর নেই’ প্রকল্পের আওতায় দরিদ্রদের ঘর তুলে দিচ্ছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সরকার বাংলাদেশকে একটি সামাজিক কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে কাজ করছে। সেজন্য চলতি বাজেটের ১৩.৫ শতাংশের বেশি সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ রাখা হয়েছে।

তিনি বলেন, বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দেশের ২৫ শতাংশ মানুষকে সামাজিক নিরাপত্তা বলয়ের মধ্যে আনা হয়েছে।

মন্ত্রী আজ শনিবার (১১ মে) চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় ‘জমি আছে ঘর নেই’ এমন গৃহহীনদের মাঝে ঘর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

স্থানীয় অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে তথ্যমন্ত্রী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ ও দরিদ্রদের মাঝে ছাগল বিতরণ করেন। এসময় রাঙ্গুনিয়ার ২১০টি দরিদ্র পরিবারের কাছে নির্মিত ঘর বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান খলিলুর রহমান চৌধুরী। সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা নিজাম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) পূর্বিতা চাকমা, রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র শাহজাহান সিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, মনোয়ারা বেগম, রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আবুল কালাম চৌধুরী প্রমুখ।

হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের মূল লক্ষ্য হচ্ছে দেশে দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়ন। সেই লক্ষ্য নিয়েই ২০০৯ সালে সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণ করে। সেই কারণে আজকে অভাবনীয়ভাবে দারিদ্র্য বিমোচিত হয়েছে।

তিনি বলেন, ২০০৯ সালে আওয়ামী লীগ যখন সরকার গঠন করে তখন বাংলাদেশে দারিদ্র্য সীমার নিচে মানুষের হার ছিল ৪০ শতাংশের বেশি। আজকে সেটি ২০ শতাংশের নিচে নেমে এসেছে। এ হার পাকিস্তান ও ভারতের চেয়েও কম। ভারত ও পাকিস্তানে দারিদ্র্য সীমার নিচে বাস করা মানুষের সংখ্যা বাংলাদেশের চেয়ে বেশি।

তথ্যমন্ত্রী বলেন, বর্তমানে গ্রামে দারিদ্র্য তেমন নেই বললেই চলে। বাধ্য হয়ে ভিক্ষাবৃত্তি করা গ্রাম থেকেও উঠে গেছে। ক্রমান্বয়ে সারাদেশে যাতে কোনও গরিব মানুষ না থাকে সেই লক্ষ্য নিয়েই সরকার কাজ করছে। বাসস

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্শের ঝড়ো সেঞ্চুরিতে গুজরাটকে হারালো লখনউ
মার্শের ঝড়ো সেঞ্চুরিতে গুজরাটকে হারালো লখনউ
করাচিকে বিদায় করে টিকে থাকলো সাকিবদের লাহোর
করাচিকে বিদায় করে টিকে থাকলো সাকিবদের লাহোর
জুলাই ঐক্য বিনষ্টের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
জুলাই ঐক্য বিনষ্টের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
ক্রলি, ডাকেট ও পোপের সেঞ্চুরিতে প্রথম দিনেই ইংল্যান্ডের রান উৎসব
ক্রলি, ডাকেট ও পোপের সেঞ্চুরিতে প্রথম দিনেই ইংল্যান্ডের রান উৎসব
সর্বাধিক পঠিত
বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন: আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নেওয়ার আহ্বান ৪ বিদেশি সংগঠনের
বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন: আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নেওয়ার আহ্বান ৪ বিদেশি সংগঠনের
বাংলাদেশে জনগণের মৌলিক স্বাধীনতা ঝুঁকিতে ফেলেছে সরকার: এইচআরডব্লিউ
বাংলাদেশে জনগণের মৌলিক স্বাধীনতা ঝুঁকিতে ফেলেছে সরকার: এইচআরডব্লিউ
নওগাঁয় আম পাড়া শুরু, আম্রপালি পাওয়া যাবে কবে
নওগাঁয় আম পাড়া শুরু, আম্রপালি পাওয়া যাবে কবে
যে কুমির ডেকে আনছেন, তা আপনাদেরই খাবে: আসিফ মাহমুদ
যে কুমির ডেকে আনছেন, তা আপনাদেরই খাবে: আসিফ মাহমুদ
‘বিভাজনমূলক’ বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন উপদেষ্টা মাহফুজ
‘বিভাজনমূলক’ বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন উপদেষ্টা মাহফুজ