X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

অনিয়মিত অভিবাসনকে আমরা উৎসাহ দেবো না: শাহরিয়ার আলম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০১৯, ১৭:২২আপডেট : ২১ মে ২০১৯, ২১:০৯

বক্তব্য রাখছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, অনিয়মিত অভিবাসনকে আমরা কখনও উৎসাহ দেই না। মঙ্গলবার (২১ মে) দুপুরে রাজধানীর ব্র্যাক সেন্টারে ‘ব্র্যাক মাইগ্রেশন অ্যাওয়ার্ড ২০১৮’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শাহরিয়ার আলম বলেন, ‘ভূমধ্যসাগর একজনও যদি পার হতে সফল হন, সেটা কখনও উদাহরণ হতে পারে না। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আমাদের পরিষ্কার নির্দেশনা দিয়েছেন, আমরা কখনও অনিয়মিত অভিবাসনকে উৎসাহ দেবো না। সেজন্য আমরা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) স্বাক্ষর করেছি। আমরা অনিয়মিত অভিবাসীদের দেশে ফিরিয়ে আনার সর্বাত্মক চেষ্টা করছি। যেখান থেকে ফিরিয়ে আনতে বিফল হয়েছি, সেখানে আমরা সফলভাবে মধ্যস্থতার মাধ্যমে রিহায়ারিং বা অন্য কোনও উপায়ে সমাধান করেছি। আমি আশা করছি, একটি শ্রমবাজারের বিষয়ে খুব শিগগিরই একটি সুসংবাদ পাবো।’

তিনি আরও বলেন, ‘‘সাংবাদিক বন্ধুদের বলবো, যে বিপদগুলো অপেক্ষা করছে সে সম্পর্কে লিখুন। এটা সরকার যতই বলুক না কেন, একজন দালাল গিয়ে যখন তার পিতামাতাকে বলবে ‘আগে কোনও টাকা দিতে হবে না, পৌঁছানোর পর টাকা দিলে হবে’ কিন্তু এই যে যাত্রাপথে সে যে বেঁচে থাকবে না, এই বিষয়টি আমরা অনেক সময় মেনে নিতে পারি না। এটা প্রতিনিয়ত মানুষকে জানাতে হবে, এটা সরকারের অবশ্যই দায়িত্ব, কিন্তু সাংবাদিক বন্ধুরা আমাদের সহযোগিতা করতে পারেন।’’

শাহরিয়ার আলম বলেন, ‘আমাদের দেশের তৃণমূল পর্যায়ে এত অনলাইন পত্রিকা, সেই জায়গায় ওই উপজেলায় কিংবা জেলায় কে দালালের কাজটা করে, এটা স্থানীয় সাংবাদিকের পক্ষে বের করা মোটেও কঠিন কাজ না। সাংবাদিকরা চাইলে বের করে ফেলতে পারেন, করলে আমরা লাভবান হবো। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, অভিবাসন খাতে আমাদের সরকার কোনও অবৈধ পন্থা সহ্য করবে না। ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় এরইমধ্যে কয়েকজনকে আইনের আওতায় আনা হয়েছে।’

প্রধান বক্তার বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘আজকে সাধারণ মানুষের যে প্রত্যাশা, তাদের যে আশা আকাঙ্ক্ষা, সেগুলোর প্রতিফলন গণমাধ্যমে থাকবে। আর বিদেশে যারা কর্মরত আছেন, তাদের যে অসুবিধাগুলো আছে, সেগুলো সম্পর্কে গণমাধ্যমে তুলে ধরতে হবে। গণমাধ্যমে এলেই দেখা যাবে সরকার সে বিষয়গুলো নিয়ে চিন্তাভাবনা করবে। সরকারের নিজস্ব তথ্য সংগ্রহের প্রক্রিয়া আছে, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছে। সেগুলোকে আরও জোরদার করতে হবে। গণমাধ্যমের কাজই তো নজরদারি করা। গণমাধ্যম সারাক্ষণ রাডারের মতো কাজ করবে।’

এর আগে অনুষ্ঠানের শুরুতেই ব্র্যাকের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক আসিফ সালেহ বলেন, ‘অভিবাসীর কথাগুলো হলো অজানা কথা। তাদের কথা সচরাচর শোনা যায়। তাদের কথা শোনার একমাত্র উপায় হলো গণমাধ্যম। গণমাধ্যমের ভূমিকা বিগত কয়েক বছরে পরিবর্তন হয়েছে, বিশেষ করে সামাজিক মাধ্যমগুলোর আবির্ভাবের পর। সামাজিক মাধ্যমের বদৌলতে এখন সবাই সাংবাদিকতা করতে চান। একই সময়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা পরিবেশন করা আরও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। কারণ, সামাজিক মাধ্যমে যা আসে সব কিন্তু সত্য ঘটনা না। অন্যদিকে, অনেক গণমাধ্যমের বার্তা বিভাগ বন্ধ হয়ে যাচ্ছে, এতে অনেক সাংবাদিক বেকার হয়ে পড়ছেন। এটি খুব উদ্বেগজনক। টেলিভিশন চ্যানেল এখন নিউজকে অপ্রয়োজনীয় মনে করছে। সুশীল সমাজের অংশ হিসেবে আমরা খুবই উদ্বিগ্ন।’

এরপর ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান ২০১৮ সালে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে সাতটি ক্যাটাগরিতে ১৩ জন সাংবাদিককে পুরস্কৃত করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এতে আরও উপস্থিত ছিলেন— আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম’র বাংলাদেশ মিশন প্রধান গিওরগি গিগাওরি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফজলুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ও আইওএমের সঙ্গে যৌথভাবে পরিচালিত ‘বাংলাদেশ সাস্টেইনেবল রিইন্ট্রিগেশন অ্যান্ড ইম্প্রুভ মাইগ্রেশন গভর্নেন্স-প্রত্যাশা' প্রকল্পের আওতায় এ বছর এই অনুষ্ঠান আয়োজন করে ব্র্যাক।

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়