X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ঘরমুখো মানুষের নিরাপত্তায় তৎপর র‍্যাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০১৯, ১৩:৪৩আপডেট : ২৬ মে ২০১৯, ১৫:০৮

ঈদে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে র‍্যাবের সংবাদ সম্মেলন

ঈদুল ফিতরকে আনন্দময় ও নিরাপদ করতে র‍্যাবের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘরমুখো মানুষ যাতে কোনও সমস্যায় না পড়ে সেজন্য ব্যবস্থা নিয়েছে র‍্যাব। এই ব্যবস্থা ঈদের পরও বলবৎ থাকবে।

রবিবার (২৬ মে) রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ঈদে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ বিষয়ে র‍্যাব-৩-এর অধিনায়ক (সিও) লে. কর্নেল এমরানুল হাসান এসব কথা জানান।

তিনি বলেন, ঈদে বিপুলসংখ্যক লোক কমলাপুর রেলস্টেশন হয়ে ঘরে ফেরে। এখানে প্রচুর ভিড় থাকে। এজন্য মানুষ যাতে কোনও সমস্যায় না পড়ে এবং প্রতারিত না হয় সেজন্য র‍্যাব-৩-এর সদস্যরা তৎপর থাকবেন।

টিকিট কালোবাজারি এড়ানোর বিষয়ে তিনি বলেন, ‘রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে আমাদের নিবিড় যোগাযোগ রয়েছে। ২৪ ঘণ্টা আমাদের কন্ট্রোল রুম খোলা রয়েছে। টিকিট কালোবাজারির তথ্য পেলে আমাদের জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো। তাছাড়া কোনও অনিয়ম হচ্ছে কিনা সে বিষয়ে আমরা নজরদারি করছি।’

তিনি বলেন, যেসব শপিংমলে বেশি লোকসমাগম হয় সেসব স্থানে র‍্যাব সদস্য মোতায়েন ছাড়াও গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। বিভিন্ন ব্যাংক থেকে শুরু করে সব জায়গায় র‍্যাবের নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি রাখা হয়েছে।

র‍্যাব-৩-এর আওতাধীন এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট স্থাপন ও এলাকাভিত্তিক টহল ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান তিনি। এছাড়া র‍্যাবের স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রয়েছে।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, ‘আসা-যাওয়ার মধ্যে যেন কোনও ধরনের নিরাপত্তা বিঘ্নিত হতে না পারে এবং কোনও প্রকার দুর্ঘটনা ঘটতে না পারে, সেজন্য র‍্যাব-৩ সর্বাত্মক ব্যবস্থা নিয়েছে।’

 

/এসজেএ/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আশ্রয়ণ’: গ্রামীণ বসতি রূপান্তরের প্রাতিষ্ঠানিক সমন্বয়
‘আশ্রয়ণ’: গ্রামীণ বসতি রূপান্তরের প্রাতিষ্ঠানিক সমন্বয়
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
অভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের দেশের উন্নয়ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করতে হবে
রামরুর কর্মশালায় বক্তারাঅভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের দেশের উন্নয়ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করতে হবে
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের