X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা ইস্যুতে আইসিসিতে মামলার জন্য ওআইসি’র সাহায্য চাইলেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
০১ জুন ২০১৯, ১২:২১আপডেট : ০১ জুন ২০১৯, ১৫:৪৪

সৌদি আরবে প্রধানমন্ত্রী (ছবি: ফোকাস বাংলা)

মিয়ানমারে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার রক্ষায় আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিসি) মামলা দায়েরের বিষয়ে ইসলামিক সহযোগিতা সংস্থাভুক্ত (ওআইসি) দেশগুলোকে সাহায্যের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে অর্থনীতি, নিরাপত্তা ও বাস্তুতন্ত্রের প্রতিকূল পরিবর্তন মোকাবিলায় কৌশল গড়ে তুলতেও ওআইসির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (১ জুন) সকালে সৌদি আরবের মক্কায় ওআইসির চতুর্দশ সম্মেলনে এশিয়া গ্রুপের পক্ষ থেকে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। মক্কার সাফা প্যালেসে এই অনুষ্ঠান হয়।

গত মার্চে আবুধাবিতে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে রোহিঙ্গা ইস্যু আইসিসিতে নিয়ে যাওয়ার বিষয়ে যে আলোচনা হয়েছিল সে প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এ বিষয়ে অগ্রবর্তী ভূমিকা পালনের জন্য আমরা গাম্বিয়াকে ধন্যবাদ জানাই। আইসিসিতে রোহিঙ্গাদের অধিকার রক্ষার বিষয়ে মামলা দায়েরে স্বেচ্ছায় তহবিল ও কৌশলগত সহযোগিতা দিতে ওআইসিভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানাই আমরা।’

অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও মিয়ানমার থেকে বিতাড়িত ১১ লাখের বেশি রোহিঙ্গাকে বাংলাদেশ আশ্রয় দিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত যাওয়ার বিষয়টি এখনও অনিশ্চিত। এর কারণ মিয়ানমার তার উত্তরাঞ্চলে রোহিঙ্গাদের নিরাপদে বসবাসের পরিবেশ তৈরির অঙ্গীকার থেকে বারবার পিছিয়ে যাচ্ছে।’

সন্ত্রাস-জঙ্গিবাদের প্রতি বাংলাদেশের ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এ ব্যাপারে ওআইসির সক্রিয়তা প্রত্যাশা করেন তিনি।

ওআইসিভুক্ত ৫৭টি সদস্য রাষ্ট্রের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নিচ্ছেন।

সম্মেলনে যোগ দেওয়ার পর শনিবার সন্ধ্যায় ওমরাহ পালন করবেন শেখ হাসিনা। রবিবার মদিনায় হজরত মুহাম্মদের (স.) রওজা জিয়ারত করবেন তিনি। সৌদি আরব সফর শেষে সোমবার ভোরে ফিনল্যান্ডের উদ্দেশে রওনা হবেন তিনি। ফিনল্যান্ডে পারিবারিকভাবে ঈদ পালন করবেন প্রধানমন্ত্রী। সূত্র: বাসস।

 

আরও পড়ুন- প্রধানমন্ত্রীকে সৌদি আরবে লাল গালিচা সংবর্ধনা

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা