X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

সংসদ সদস্য বেলালের বিরুদ্ধে মামলার নির্দেশ ইসির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুন ২০১৯, ১৯:৩২আপডেট : ১২ জুন ২০১৯, ১৯:৪২



ওয়ারেসাত হোসেন বেলাল স্থানীয় নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের প্রমাণ পাওয়ায় নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সরকার দলীয় সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলালের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১২ জুন) উপজেলা নির্বাচনের সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে এ নির্দেশনা পাঠানো হয়েছে।
প্রথম ধাপে গত ১০ মার্চ নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ভোট হওয়ার কথা ছিল। ওই নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সংসদ সদস্য বেলালকে ভোটের সময় ‘এলাকা ছাড়া’র নোটিশ দেয় ইসি। শেষ মুহূর্তে ওই উপজেলার ভোট বন্ধ করে দেওয়া হয়। পরে ইসি কেন্দ্রীয়ভাবে বিষয়টি তদন্তের উদ্যোগ নেয়। ওই তদন্তের প্রতিবেদন পেয়ে মামলার নির্দেশ দিলো ইসি।
ইসি কর্মকর্তারা জানান, পূর্বধলার ভোট স্থগিতের বিষয়ে ইসির একজন যুগ্ম সচিবের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়। সরকার দলীয় সাংসদ ওয়ারেসাত হোসেন বেলাল ক্ষমতাসীন দলের প্রার্থীর পক্ষে প্রভাব বিস্তার ও এলাকায় অবস্থান করে আচরণবিধি লঙ্ঘন করেন বলে অভিযোগ ওঠে।
ইসির নির্বাচন শাখার একজন কর্মকর্তা জানান, তদন্তে প্রাথমিকভাবে নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্যের আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি প্রমাণিত হয়েছে। এজন্য মামলা করতে রিটার্নিং অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে।
জানতে চাইলে সদ্য যোগ দেওয়া ইসি সচিব মো. আলমগীর বলেন, ‘এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। সামনে ভোটও রয়েছে। আমি যোগদানের আগেই এই সিদ্ধান্ত কমিশনে হয়েছে বলে শুনেছি। এখন পুরো প্রক্রিয়া শেষে কমিশনের নির্দেশনা মতো ইসি সচিবালয় থেকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।’


/ইএইচএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
দুই মাসে ব্র্যাক ব্যাংকে আড়াই হাজার কোটি টাকা নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন 
দুই মাসে ব্র্যাক ব্যাংকে আড়াই হাজার কোটি টাকা নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন 
গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি হয়নি
গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি হয়নি
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা