X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

সংসদ সদস্য বেলালের বিরুদ্ধে মামলার নির্দেশ ইসির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুন ২০১৯, ১৯:৩২আপডেট : ১২ জুন ২০১৯, ১৯:৪২



ওয়ারেসাত হোসেন বেলাল স্থানীয় নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের প্রমাণ পাওয়ায় নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সরকার দলীয় সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলালের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১২ জুন) উপজেলা নির্বাচনের সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে এ নির্দেশনা পাঠানো হয়েছে।
প্রথম ধাপে গত ১০ মার্চ নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ভোট হওয়ার কথা ছিল। ওই নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সংসদ সদস্য বেলালকে ভোটের সময় ‘এলাকা ছাড়া’র নোটিশ দেয় ইসি। শেষ মুহূর্তে ওই উপজেলার ভোট বন্ধ করে দেওয়া হয়। পরে ইসি কেন্দ্রীয়ভাবে বিষয়টি তদন্তের উদ্যোগ নেয়। ওই তদন্তের প্রতিবেদন পেয়ে মামলার নির্দেশ দিলো ইসি।
ইসি কর্মকর্তারা জানান, পূর্বধলার ভোট স্থগিতের বিষয়ে ইসির একজন যুগ্ম সচিবের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়। সরকার দলীয় সাংসদ ওয়ারেসাত হোসেন বেলাল ক্ষমতাসীন দলের প্রার্থীর পক্ষে প্রভাব বিস্তার ও এলাকায় অবস্থান করে আচরণবিধি লঙ্ঘন করেন বলে অভিযোগ ওঠে।
ইসির নির্বাচন শাখার একজন কর্মকর্তা জানান, তদন্তে প্রাথমিকভাবে নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্যের আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি প্রমাণিত হয়েছে। এজন্য মামলা করতে রিটার্নিং অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে।
জানতে চাইলে সদ্য যোগ দেওয়া ইসি সচিব মো. আলমগীর বলেন, ‘এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। সামনে ভোটও রয়েছে। আমি যোগদানের আগেই এই সিদ্ধান্ত কমিশনে হয়েছে বলে শুনেছি। এখন পুরো প্রক্রিয়া শেষে কমিশনের নির্দেশনা মতো ইসি সচিবালয় থেকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।’


/ইএইচএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!