X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

রুমিনের বক্তব্যে ফের সংসদে উত্তাপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুন ২০১৯, ২২:২৮আপডেট : ১৬ জুন ২০১৯, ২৩:২৮

জাতীয় সংসদ অধিবেশন (ফাইল ফটো) জাতীয় সংসদে চলতি ২০১৮-১৯ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনার বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্যকে কেন্দ্র করে আবারও সংসদ উত্তপ্ত হয়ে পড়ে। বাজেটের ওপর আলোচনায় রুমিন বর্তমান সরকারের বৈধতা ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার কারণে সরকারি দলের সংসদ সদস্যরা চিৎকার করতে থাকেন। এ সময় সংসদে সভাপতির দায়িত্বে থাকা ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়াও রুমিনকে বারবার থামিয়ে দিয়ে অসংসদীয় শব্দ ব্যবহার না করার আহ্বান জানান। একপর্যায় ডেপুটি স্পিকার তাকে বক্তব্য না দিয়ে বসে পড়তেও বলেন। তবে বেঁধে দেওয়া সময় অনুযায়ী তিনি বক্তব্য শেষ করেন। তার বক্তব্য শেষ হলে ডেপুটি স্পিকার ‘অসংসদীয় শব্দ ও বাক্যগুলো’ সংসদের কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ (প্রত্যাহার) করেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে রবিবার (১৬ জুন) সংসদে সম্পূরক বাজেটের ওপর আলোচনা শুরু হয়। সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের সংসদ সদস্য ফারুক খান, জাতীয় পার্টির ফখরুল ইমাম, আওয়ামী লীগের আবদুস শহীদ, বিএনপির হারুনুর রশীদ, জাতীয় পার্টির পীর ফজলুর রহমান, রুস্তম আলী ফরাজীর পরে বক্তব্য দেন ব্যারিস্টার রুমিন ফারহানা।

বলা হয়েছিল আমরা কথা বলতে পারবো

সংসদে সভাপতির দায়িত্বে থাকা ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া সম্পূরক বাজেটের ওপর বক্তব্য দেওয়ার জন্য রুমিন ফারহানাকে ফ্লোর দেন। তার বক্তব্য একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রুমিন ফারহানা বলেন, ‘এই সংসদে আসার সময় আমাদের বলা হয়েছিল আমরা আমাদের কথা বলতে পারবো, সংসদ সদস্যরা কথা ধৈর্য সহকারে শুনবেন। সংসদ নেতা এটা বলেছিলেন। কিন্তু আমার প্রথম দিনের বক্তব্যের সময় এক মিনিটও শান্তিতে কথা বলতে পারিনি। একই ঘটনা আজকেও ঘটছে। যদি তাই হয় তাহলে কোন গণতন্ত্রের কথা আমরা বলছি, কোন বাকস্বাধীনতার কথা বলছি। কোন সংসদের কথা বলি- এভাবে একটি সংসদ চলতে পারে না। আমি আমার দলের কথা বলবো, তারা তাদের দলের কথা বলবেন। কিন্তু আমি উঠে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে পুরো সংসদ যদি উত্তেজিত হয়ে যায়। ৩০০ সদস্য যদি মারমুখী হয়ে যান তাহলে কী করে বক্তব্য রাখবো?’
এ সময় ডেপুটি স্পিকার রুমিনকে উদ্দেশ করে বলেন, ‘আপনি এমন কোনও কথা বলবেন না যাতে অপর পক্ষ উত্তেজিত হবে এবং সংসদ পরিচালনায় ব্যত্যয় ঘটবে। আমি চাই সংসদ প্রাণবন্ত হোক। সংসদের কার্যপ্রণালী বিধির বাইরে কোনও কথা বলবেন না। আপনি এমন কোনও কথা বলবেন না যা একপাঞ্জ (প্রত্যাহার) করতে হয়।’ একপর্যায় তাকে বসতেও বলা হয়। তবে তার মাইক বন্ধ করা হয়নি।

সরকারের সক্ষমতা ধীরে ধীরে কমে আসছে

রুমিন তার বক্তব্যে বলেন, ‘সরকারের সক্ষমতা ক্রমশ বাড়ার কথা কিন্তু আমরা দেখছি সরকারের সক্ষমতা ধীরে ধীরে কমে আসছে। বাজেটের মাত্র ৭৬ শতাংশ লক্ষ্যমাত্রা অর্জন হয়। লক্ষ্যমাত্রার রাজস্ব কখনও আদায় হয় না।’

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন কীভাবে নির্বাচন করেছে তা একাদশ জাতীয় সংসদ থেকে প্রত্যেকটি নির্বাচনে দেখা হয়েছে। এখানে যারা আছেন তারা আল্লাহকে হাজির-নাজির করে বলুন, নির্বাচন কীভাবে হয়েছে? তারা ক’জন জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন? কীভাবে এই সংসদে এসেছেন সেই প্রশ্ন বিবেকের কাছে করুন। আমাদের কথা বলতে দেওয়া হবে বলে এই সংসদ নির্বাচিত নয় জেনেও এসেছি। ভেবেছিলাম সংসদে একটি জায়গা পাবো যেখানে দেশের কথা, জনগণের কথা বলতে পারবো। কিন্তু আমার দুর্ভাগ্য, এই তিনশ’ আসন- যেটা লুট করে নেওয়া হয়েছে। তাদের এতটুকু ধৈর্য নেই, আমার মতো একজন সাধারণ মানুষের কথা শুনবেন।’


রুমিন ফারহানা বলেন, ‘দেশে আইন আছে, আদালত আছে। কিন্তু আইনের শাসন নেই। গত এক বছরে বিচারবহির্ভূত হত্যা হয়েছে ৪৫০টি। এমন জঘন্য ঘটনা কোনও দেশে চলতে পারে না। এক দশকে গুম হয়েছে ৬৫০ জনের মতো। এই গুম হওয়া পরিবারের মানুষ এখন একটি লাশ চায় যেন তাদের জন্য দোয়া করতে পারে।’
তিনি বলেন, ‘বাংলাদেশ এখন ধর্ষণের রঙ্গমঞ্চ। এই সংসদে এতগুলো নারী সদস্য আছেন কেউ ধর্ষণ নিয়ে কথা বলেন না। ২০১৯ সালের প্রথম সাড়ে চার মাসে ৩৪৬ জন শিশু ধর্ষণের শিকার হয়েছে। এক বছরের শিশু থেকে শুরু করে একশ’ বছরের বৃদ্ধাও ধর্ষণের শিকার। সারা পৃথিবীতে এই নজির নেই। ধর্ষণের শিকার হয় কিন্তু তার বিচার হয় না। যারা সরকারের সঙ্গে জড়িত বা সরকারের সুবিধাভোগী তারাই এই ধর্ষণের সঙ্গে জড়িত।’

অর্থনৈতিক খাত এখন হুমকির মুখে

রুমিন ফারহানা বলেন, ‘অর্থনৈতিক খাত এখন হুমকির মুখে। একেকটা ব্যাংক তুলে দেওয়া হয়েছে একেকটি পরিবারের হাতে। ২২ হাজার টাকার মন্দঋণ এখন এক লাখ ১০ টাকায় দাঁড়িয়েছে। গত দশ বছরে বিদেশে পাচার হয়েছে সাড়ে ৬ লাখ কোটি টাকা। এই টাকায় মালয়েশিয়ায় সেকেন্ড হোম, কানাডায় বেগম পাড়া তৈরি হয়। পানামা পেপারে নাম আসে কিন্তু বিচার হয় না। এ দেশে কেন্দ্রীয় ব্যাংক লোপাট হয় কিন্তু তারও বিচার হয় না। তদন্ত হয় না। কয়লা গায়েব হয়, তার বিচার নেই। একটু জবাবদিহিতার সরকার যদি থাকতো, বিরোধী দলের কথা বলার ধৈর্য যদি থাকতো তাহলে দেশের অবস্থা এই রকম হয় না।’ তিনি বলেন, ‘এই সংসদে আবারও মনে করিয়ে দিচ্ছি- প্রত্যেকে বিবেকের কাছে প্রশ্ন করেন, আপনারা কী প্রত্যক্ষ ভোটে নির্বাচিত? আপনারা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হননি।’


রুমিনের বক্তব্য শেষ হলে ডেপুটি স্পিকার বলেন, ‘আপনি সম্পূরক বাজেটকে বাদ দিয়ে যে বক্তব্য রেখেছেন এবং যে অসংসদীয় শব্দ ব্যবহার করেছেন তার প্রত্যেকটি শব্দ ও বাক্য এই সংসদের কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করা হলো।’

রুমিন ফারহানার বক্তব্যে সম্পূরক বাজেট নিয়ে একটি শব্দও নেই: পলক 

রুমিনের বক্তব্যের সমালোচনা করে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘বিএনপির একজন সংসদ সদস্য ১০ মিনিট বক্তব্য দিয়েছেন। এর মধ্যে সম্পূরক বাজেট নিয়ে একটি শব্দও নেই। উনি বাজেট নিয়ে এক সেকেন্ডও সমালোচনা বা বিরোধিতা করতে পারেননি। তিনি যে অসংসদীয় কথা বললেন, অশ্লীল বক্তব্য দিয়ে গেলেন, শপথ নিয়ে সংসদে এসে সেই সংসদ সম্পর্কে অসংসদীয় কথা বলে গেলেন। এতে এই প্রমাণ করলেন, তাদের বাজেট নিয়ে যৌক্তিক কোনও সমালোচনা করার অধিকার নেই। তারা বাজেট আলোচনাকে ভিন্নখাতে প্রভাবিত করতে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন।’ বিএনপিকে অতীত কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে হাতজোড় করে ক্ষমতা চাইতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

পরে কৃষিমন্ত্রী ড. রাজ্জাকও বিএনপির সংসদ সদস্যদের বক্তব্যের সমালোচনা করেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আদালতের রায়ে সাজাপ্রাপ্ত হয়েছেন এবং এখানে সরকারের কোনও হাত নেই বলে তিনি মন্তব্য করেন। আওয়ামী লীগের সংসদ সদস্যরা ছাড়াও জাতীয় পার্টির পীর ফজলুর রহমান ও রুস্তম আলী ফরাজী বিএনপির সংসদ সদস্যদের বক্তব্যের জবাব দেন।

আপনারা আমাদের কথা বলতে দিতে চান না: হারুনুর রশীদ 

সংসদে রুমিন ফারহানার বক্তব্যের কথা তুলে ধরে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ বলেন, ‘আমাদের একজন নারী সংসদ সদস্য কথা বলেছেন আপনারা তা শুনতে দিতে চান না। এতে কী বার্তা যাচ্ছে? বার্তা যাচ্ছে- আপনারা আমাদের কথা বলতে দিতে চান না। আমরা এই সংসদে অবশ্যই ভালো কথা বলবো। ভুলভ্রান্তি তুলে ধরবো।’

 



/ইএইচএস/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়