X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

দূষণের প্রভাবে মৃত্যুর সঠিক তথ্য নেই: বনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০১৯, ১৯:০৫আপডেট : ১৭ জুন ২০১৯, ১৯:১১





মো. শাহাব উদ্দিন পরিবেশ ও বনমন্ত্রী শাহাব উদ্দিন বলেছেন, পরিবেশ দূষণের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবে মানুষের মৃত্যুহার বিষয়ে সরকারি পর্যায়ে কোনও সমীক্ষা পরিচালনা করা হয়নি। ফলে এ বিষয়ে পরিসংখ্যানগত সঠিক কোনও তথ্য নেই।
সোমবার (১৭ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে আওয়ামী লীগের এম আব্দুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
পরিবেশ দূষণ রোধে সরকার পরিবেশ সংরক্ষণ আইন ও বিধি-বিধানের জোরদার প্রয়োগসহ বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করছে বলেও তিনি জানান।
সংরক্ষিত বন ১৮ লাখ ১৮ হাজার একর
ফরিদপুর-১ আসনের সদস্য মনজুর হোসেনের প্রশ্নের জবাবে শাহাব উদ্দিন বলেন, দেশে সংরক্ষিত বনের আয়তন ১৮ লাখ ১৮ হাজার ২১৮ দশমিক ৭৯ একর। এই বনভূমিতে ৩৯০ প্রজাতির বৃক্ষ আছে। যেমন সুন্দরী, গেওয়া, গর্জন, সেগুন শাল ইত্যাদি। প্রতিটি প্রজাতির ক্যানোপি নির্ণয়ের শতকরা হার বিষয়ে গবেষণা চলমান আছে।
লক্ষীপুর-২ আসনের সদস্য মোহাম্মদ শহিদ ইসলামের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এটা সত্য যে জনসংখ্যার তুলনায় ৩ গুণ গাছ ঢাকা শহরে নেই। রাজধানীকে পরিবেশ বিপর্যয় থেকে রক্ষায় ব্যাপক হারে গাছ লাগানোর লক্ষ্যে বন অধিদফতর কর্তৃক জাতীয় পর্যায়ে বৃক্ষমেলার আয়োজন করা হয়ে থাকে। প্রতিবছরই এ মেলায় প্রায় ১২ লাখ থেকে ১৩ লাখ বনজ, ফলজ এবং ঔষধি গাছের চারা বিক্রি হয়।
১৩০০ কিলোমিটার বাগান সৃজন
সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা ইসলামের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশে তাপমাত্রার বৃদ্ধি ঠেকাতে বন অধিদফতরের আওতায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং রাজস্ব বাজেটের আওতায় সড়ক, রেল ও বাঁধের পাশে প্রতিবছরই গাছ লাগানোর কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এই কর্মসূচির আওতায় চলতি অর্থ-বছরে বিভিন্ন সড়ক, রেল ও বাঁধের পাশের ১ হাজার ৩০০ কিলোমিটার বাগান সৃজন করা হচ্ছে।

/ইএইচএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ সুবিধা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ সুবিধা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়