X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সামীম আফজালের পদত্যাগ পর্যন্ত ইফাকর্মীদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০১৯, ১৮:১২আপডেট : ১৯ জুন ২০১৯, ১৮:১৩





সামীম মোহাম্মদ আফজাল (ফাইল ছবি) ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালক (ডিজি) সামীম মোহাম্মদ আফজাল পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা। বুধবার (১৯জুন) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ডিজির পদত্যাগের দাবিতে আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি থেকে তারা এই ঘোষণা দেন।

মঙ্গলবার (১৮ জুন) থেকে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে অবস্থান ধর্মঘট শুরু করেন। বুধবার (১৯জুন) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ডিজির পদত্যাগের দাবিতে আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে মূল ফটকে অবস্থান নেন তারা। দিনব্যাপী ধর্মঘট ও বিক্ষোভ প্রদর্শন করেন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা। ইফার কর্মকর্তা ‍নূর মোহাম্মদ আলম, মুহাম্মদ রফিক উল ইসলাম, মজিব উল্লাহ ফরহাদ, মোহাম্মদ রেজাউল করিম, মোস্তাফিজুর রহমান, নূর উদ্দিন ডিজির পদত্যাগের দাবিতে বক্তব্য রাখেন।

বিক্ষোভ কর্মসূচিতে ইফার বায়তুল পরিচালক (মসজিদ ও মার্কেট বিভাগ) মহিউদ্দিন মজুমদার বলেন, ‘মহাপরিচালকের পদত্যাগের দাবিতে ইফার সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা কর্ম বিরতি পালন করছেন। মহাপরিচালক পদ ত্যাগ না করা পর্যন্ত আমরা আন্দেোলন চালিয়ে যাবো।’

মহিউদ্দিন মজুমদার বলেন, ‘পদত্যাগের দাবিতে ইফা’র সব পরিচালক তাদের গৃহীত সিদ্ধান্ত মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরের সঙ্গে দেখা করে জানিয়েছেন। বুধবার বিকালে বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালকদের একটি প্রতিনিধি দল ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহর সঙ্গেও সাক্ষাৎ করেছেন।’

এদিকে, কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের মুখে ৩ দিনের ছুটি চেয়েছেন সামীম মোহাম্মদ আফজাল। মঙ্গলবার (১৮ জুন) ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নুরুল ইসলামের কাছে অসুস্থতার কারণে ছুটি নেওয়ার বিষয়টি জানিয়ে তিনি চিঠি দেন। চিঠিতে ১৮ জুন থেকে ২০ জুন পর্যন্ত মোট তিন দিন কর্মস্থলে উপস্থিত থাকতে পারবেন না বলে জানান তিনি। ওই সময়ে তার অনুপস্থিতে ইফার মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন সচিব।

প্রসঙ্গত, ২০০৯ সালের জানুয়ারিতে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে নিয়োগ পান সামীম আফজাল। গত ১০ জুন তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় ধর্ম মন্ত্রণালয়। ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অভিযোগে কেন তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হবে না, ধর্ম মন্ত্রণালয়ের দেওয়া এমন নোটিশের পর থেকেই ইসলামিক ফাউন্ডেশনে সৃষ্টি হয়েছে অচলাবস্থা। প্রতিষ্ঠানটির কর্মকর্তারাও চান—সামীম মোহাম্মদ আফজাল ইফা’র ডিজির পদ থেকে পদত্যাগ করবেন। ১৫ জুন বন্ধের দিনে সামীম মোহাম্মদ আফজাল আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনে যান। তার দফতর থেকে বিভিন্ন নথিপত্র সঙ্গে করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ইফা’র সচিব কাজী নূরুল ইসলামসহ অন্যরা বাধা দেন। তবে পরের দিন ১৬ জুন অফিসে যাননি তিনি। এরপর ১৭ জুন অফিসে গেলে সামীম আফজালের দফতরের চারপাশে অবস্থান নেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা।

/সিএ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা