X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

সঞ্চয়পত্রের উৎসে করের প্রস্তাবে মতিয়া চৌধুরীর ক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০১৯, ২১:০৭আপডেট : ২০ জুন ২০১৯, ২১:১০





মতিয়া চৌধুরী (ফাইল ছবি) নতুন (২০১৯-২০) অর্থবছরের বাজেটে পারিবারিক সঞ্চয়পত্রের সুদের ওপর ১০ শতাংশ উৎসে কর প্রস্তাব করায় ক্ষোভ প্রকাশ করেছেন সরকারি দলের সিনিয়র সংসদ সদস্য মতিয়া চৌধুরী। তিনি বলেন, ‘পারিবারিক সঞ্চয়পত্র তো প্রধানমন্ত্রীর প্রকল্প। গ্রামের বিধবা থেকে শুরু করে অসহায়, অসচ্ছল নারীরা এর ওপর নির্ভর করেন। অর্থমন্ত্রী এর ওপর হাত দিয়েছেন।’ বৃহস্পতিবার (২০ জুন) জাতীয় সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে অর্থমন্ত্রীর সমালোচনা করে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রীর উদ্দেশে মতিয়া চৌধুরী বলেন, ‘এত এত ভালো কাজ করার পর আপনি এমন একটি ব্যবস্থা নিলেন, যেটা আমি সমর্থন করতে পারছি না। এই পারিবারিক সঞ্চয়পত্রের উৎসে কর ৫ শতাংশের জায়গায় ১০ শতাংশ করলেন। এটি সমর্থন করতে পারি না। যেখানে ব্যবসায়ীদের সুবিধা দিচ্ছেন, নানাভাবে সুবিধা দিচ্ছেন। কালো টাকা সাদা করা এটা নিয়ে আলোচনা হয়েছে। কালো টাকা আছে, এটা কোনও রকম খোয়াড়ে ঢোকানোর জন্য কিছু ব্যবস্থা সরকার নিয়েছে। এটা অস্বীকার করবো না। যেখানে শিক্ষকদের বেতন দিচ্ছেন, যেখানে সরকারি কর্মচারীদের বেতন বাড়িয়ে দিচ্ছেন, যেখানে সরকারি কর্মকর্তাদের গাড়ি কেনার সুযোগ দিচ্ছেন; অনেক সেক্টরে সুবিধা বাড়ালেন, পারিবারিক সঞ্চয়পত্রের মালিক, এরাও তো বাজারের কাস্টমার, কেন সেখানে হাত দিতে গেলেন, এটা আমি বুঝতে অক্ষম। অর্থমন্ত্রী ব্যবস্থা নেবেন। আর আমার আপিলটা প্রধানমন্ত্রীর কাছেও। এ ব্যাপারে দৃষ্টি দেবেন।’

ক্ষোভ প্রকাশ করে মতিয়া চৌধুরী বলেন, ‘সঞ্চয়পত্রের লোকরা তো কারও কাছে হাত পাততে পারেন না। তারা কার কাছে হাত পাতবেন। আমি একবার এই সংসদে বক্তব্য দেওয়া পর একজন আমার উদ্দেশে বলেছিলেন, তার তো সাইড ইনকাম নেই। আমার বৈধ টাকা, সেখানে গিয়ে আপনি উৎসে কর কাটবেন, এটা ঠিক না।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, ‘২১ বছর ধরে তথাকথিত সামরিক, আধা-সামরিক সরকার দেশকে উল্টোপথে ধাবিত করেছে। জিয়াউর রহমান ও পরে সামরিক স্বৈরশাসকদের সময় যে জঞ্জালের তৈরি হয়, স্বীকার করি তা আমরা এখনও দূর করতে পারিনি। এই সামরিক স্বৈরশাসকদের দুঃশাসনে দিকশূন্য হয়ে পড়েছিল বাংলাদেশ। দুর্নীতিতে ছেয়ে গিয়েছিল দেশ। সেখান থেকে উদ্ধার করে বাংলাদেশকে সমৃদ্ধির পথে নিয়ে আসার জন্য দৃঢ় মনোবল নিয়ে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’ তার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন এই সংসদ সদস্য।

/ইএইচএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!