X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ভবনের নকশা জটিলতা নিরসনে শিগগিরই চালু হচ্ছে ডিজিটাল ডাটাবেজ

শেখ জাহাঙ্গীর আলম
২৪ জুন ২০১৯, ১৩:০০আপডেট : ২৪ জুন ২০১৯, ১৩:৪৮

রাজউক রাজধানীর ভবনগুলোর সঠিক নকশা নিশ্চিতের লক্ষ্যে ডিজিটাল ডাটাবেজ তৈরি করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এই ডাটাবেজের তথ্য ফায়ার সার্ভিসও দেখতে পারবে। এরই মধ্যে এর ৯০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। আগামী মাসের শেষ নাগাদ এটির কার্যক্রম চালুর কথাও রয়েছে। 

এ বিষয়ে জানতে চাইলে রাজউকের মেম্বার উন্নয়ন শাখার (ইঞ্জিনিয়ার) মেজর (অব.) শামসুদ্দিন আহমেদ চৌধুরী বাংলা ট্রিবিউনকে কোনও তথ্য দিতে রাজি হননি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৩ জুলাই উত্তরা ৪ নম্বর সেক্টরের সি-শেল চাইনিজ রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে অগ্নিকাণ্ডে পাশের দু’টি ভবন ক্ষতিগ্রস্ত হয়। ওই ভবনে থাকা একটি আবাসিক হোটেলে দু’জন দগ্ধ হয়ে মারাও যান। ওই ঘটনায় আগুন নিয়ন্ত্রণে আনতে ও উদ্ধার কাজ চালাতে খুব বেগ পেতে হয়েছিল দমকল কর্মীদের। তিনটি ভবনের কোনোটিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। এছাড়া রাজউক অনুমোদিত নকশা অনুযায়ী ভবনগুলো নির্মাণ করা ছিল না। এরপরই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতর রাজধানীর ভবনগুলোর নকশা ডিজিটাল ডাটাবেজের আওতায় আনতে কাজ শুরু করেছিল। ওই বছরই দক্ষিণ কোরিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট প্রজেক্টের (টিএ) একটি চুক্তি হয়। পরবর্তী সময়ে এই ডাটাবেজ তৈরির সম্পূর্ণ কাজটি রাজউক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। 

এছাড়া কয়েক মাস আগে বনানীর এফআর টাওয়ারে আগুনের ঘটনার পর নগরীর ভবনগুলোর নকশা জটিলতার বিষয়টি ফের আলোচনায় আসে। রাজউকের কাছে থাকা নকশা এবং ভবন মালিকের কাছে থাকা নকশার মধ্যে অনেক অমিল দেখা যায়। এই জটিলতা নিরসন করতেই রাজধানীর ছোটবড় সব ভবনের নকশাগুলো ডিজিটাল ডাটাবেজের আওতায় আনতে কাজ শুরু করে রাজউক।

এ বিষয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের ব্যবস্থাপনা পরিচালক (কল্যাণ ট্রাস্ট) আতাউল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাজধানীর ভবনগুলোর নকশা ডিজিটাল ডাটাবেজের আওতায় আনতে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি উদ্যোগ নেওয়া হয়েছিল। সেটি তৈরি করতে হলে রাজউকের কাছ থেকে ভবনগুলোর নকশা আনতে হতো। সেটি কিছুটা জটিল ছিল। তাই ডাটাবেজটি তৈরির দায়িত্ব রাজউককে দেওয়া হয়েছে। তারা কাজ করছে।’ 

তিনি বলেন, ‘এই ডাটাবেজের সঙ্গে রাজউক ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের শেয়ারিং থাকবে। এতে ফায়ার সার্ভিস দ্রুত সিদ্ধান্ত নিয়ে যেকোনও দুর্যোগে উদ্ধার তৎপরতা চালাতে পারবে।’ 

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, যখন কোনও ভবন বা প্রতিষ্ঠানে আগুন লাগে তাৎক্ষণিক সংবাদের ভিত্তিতে তারা সেটি নিয়ন্ত্রণ করতে ছুটে যান। সেই সময় তাদের কাছে ওই ভবনের নকশা থাকে না। তাই অনেকটা অন্ধের মতোই ভবনের ভেতরে ও ওপরে উঠতে হয়। যদি ভবনগুলোর নকশার একটি ডিজিটাল ডাটাবেজ থাকে, তবে দুর্ঘটনার সংবাদ পাওয়ার পর দ্রুত সময়ের মধ্যে তারা ওই ভবনের কোথায় কী আছে, সে বিষয়ে জেনে প্রয়োজনীয় ব্যবস্থা দ্রুত নিতে পারবেন। এজন্য ডাটাবেজটি রাজউক ও ফায়ার সার্ভিসের জন্য খুবই গুরুত্বপূর্ণ।   

রাজউক সূত্রে জানা গেছে,  ভবনগুলোর নকশা ডিজিটাল ডাটাবেজে থাকলে তা সংরক্ষণের পাশাপাশি চাহিদা অনুযায়ী খুঁজে যাওয়া যাবে। কোনও ভবনে দুর্ঘটনা ঘটলে সেখানে কার্যকর অপারেশন পরিচালনা করতে ডিজিটাল ডাটাবেজ অনেক কাজে আসবে। এছাড়া কোনও ভবন মালিক রাজউকের নকশার বাইরে অবৈধভাবে ভবন নির্মাণ করলে তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। এতে যেমন নকশা জটিলতার অবসান ঘটবে, তেমনি স্বচ্ছতাও থাকবে। 

 

/এসজেএ/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
‘আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না’
‘আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না’
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
সারা দেশে প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা
সারা দেশে প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া