X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা কেন বাড়ছে?

গোলাম মওলা
২৮ জুন ২০১৯, ১২:৩৪আপডেট : ২৮ জুন ২০১৯, ১২:৪৩

সুইস ব্যাংক সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের আমানতের পরিমাণ এখন পাঁচ হাজার ৩৪৩ কোটি টাকা বা ৬১৭.৭২ মিলিয়ন সুইস ফ্রাঁ। এক বছরে সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশিদের আমানতের পরিমাণ বেড়েছে এক হাজার ২৭৪ কোটি টাকা। আগের বছর আমানতের পরিমাণ ছিল চার হাজার ৬৯ কোটি টাকা।  সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংকের (এসএনবি) ‘ব্যাংকস ইন সুইজারল্যান্ড’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বিভিন্ন কারণে সুইস ব্যাংকে আমানত বাড়ছে এবং বাড়ার বিষয়টিকে নেতিবাচক মনে করারও কারণ নেই। বরং এই প্রবৃদ্ধি বাংলাদেশিদের আন্তর্জাতিক বাণিজ্য বাড়ার বিষয়টিও নির্দেশ করে।

এ প্রসঙ্গে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস এর সিনিয়র রিসার্চ ফেলো ড. নাজনীন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন,  তার মতে চার কারণে সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা বাড়ছে। প্রথমত, দেশে বিনিয়োগ পরিস্থিতি অনুকূলে না থাকা ও বিনিয়োগ বৈচিত্র্য আনতে অনেকেই বিদেশে টাকা নিয়ে যান। আর সেই টাকা হয়তো রাখছেন সুইস ব্যাংকে। নাজনীন আহমেদ মনে করেন, সুইস ব্যাংকে যে টাকা জমা হয়, তা মূলত ধনিদের জমানো টাকা। বাংলাদেশের বড় রকমের ধনি যারা সেখানে তাদের টাকা জমা হচ্ছে। আর প্রয়োজন অনুযায়ী, সেখান থেকে টাকা তুলে যখন তখন বিভিন্ন দেশে বিনিয়োগ করা যাচ্ছে।

ড. নাজনীন আহমেদের মতে সুইস ব্যাংকে টাকা জমানোর দ্বিতীয় কারণ হলো, যাদের কাছে কালো রয়েছে তারা এদেশে ঘোষণা দিয়ে বিনিয়োগ করতে চায় না। ধারণা করা হয়, যিনি কালো টাকা বিনিয়োগ করবেন তিনি চিহ্নিত হয়ে থাকবেন। এতে সরকারের বিভিন্ন এজেন্সি দ্বারা হয়রানি হতে পারেন। অথবা সরকার পরিবর্তন হলে হয়রানির শিকার হতে পারেন। এ কারণে সুইস ব্যাংক নিরাপদ মনে করা হয়।

সুইস ব্যাংকে টাকা জমানোর তৃতীয় কারণ হলো,  বৈধ পথে আয় করা টাকাও অনেকে বিভিন্ন ধরণের প্রয়োজন যেমন, ছেলে মেয়েদের বিভিন্ন দেশে পড়ালেখা করানোর জন্য সুইস ব্যাংকে টাকা রাখছেন। কারণ, বাংলাদেশ থেকে টাকা পাঠানোর ক্ষেত্রে যে ঝামেলা পোহাতে হয়, তা থেকে বাঁচতে অনেকে সুইস ব্যাংকে টাকা রাখছেন।

সুইস ব্যাংকে টাকা জমানোর চতুর্থ কারণ, দেশে বিনিয়োগ করার মতো আর কোনও যায়গা না থাকার কারণেও অনেকে সুইস ব্যাংকে টাকা রাখছেন। ড. নাজনীন আহমেদ উল্লেখ করেন, ‘এখন বাংলাদেশে একটি ধনিক শ্রেণি তৈরি হয়েছে। তারা দেশের ভেতরকার সব ধরণের সুযোগ ইতোমধ্যে নিয়ে ফেলেছেন। আর কোনও সুযোগ সুযোগ নেওয়ার কিছু নেই। ফলে অনেকে বিনিয়োগে বৈচিত্র্য আনতেও বিদেশে টাকা নিয়ে যাচ্ছে। আর সেই টাকা রাখছে সুইস ব্যাংকে।’

এ প্রসঙ্গে বাংলাদেশ ফিন্যাশিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিআইএফইউ) প্রধান আবু হেনা মোহা. রাজী  বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অনেকেই মনে করেন সুইস ব্যাংকে টাকা জমা হওয়া মানেই খারাপ। আসলে বাংলাদেশের ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্য বাড়ার কারণেও সুইস ব্যাংকে টাকা জমার পরিমাণ বাড়ছে।’ তিনি উল্লেখ করেন, ‘এই অর্থের সবই যে অবৈধভাবে সেখানে গেছে, তাও বলা যাবে না। তবে কেউ যদি টাকা সেখানে অবৈধভাবে নিয়ে থাকে, সেটা আমরা দেখবো। যেহেতু আমরা এগমন্ট গ্রুপের সদস্য । সেহেতু আমরা প্রয়োজনে  তাদের  চিঠি লিখবো।’ এর আগেও তাদেও কাছে বিভিন্ন ধরণের তথ্য চেয়ে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, সুইজ্যারল্যান্ডের ব্যাংকগুলো গ্রাহকদের তথ্য সাধারণত গোপন রাখে।  সুইজারল্যান্ডে ব্যাংকের সংখ্যা ২৪৮।  এসএনবির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, বাংলাদেশিদের আমানত দাঁড়িয়েছে ৬১ কোটি ৭৭ লাখ সুইস ফ্রাঁ; বাংলাদেশি মুদ্রায় প্রায় পাঁচ হাজার ৩৪৩ কোটি টাকা।

সুইস কেন্দ্রীয় ব্যাংকের ঘোষণা অনুযায়ী, নাগরিকত্ব গোপন রেখেছে, এমন বাংলাদেশিদের জমা রাখা অর্থ এই হিসাবের মধ্য রাখা হয়নি। গচ্ছিত সোনা কিংবা মূল্যবান সামগ্রীর আর্থিক মূল্যমানও হিসাবের বাইরে রাখা হয়েছে।

পরিসংখ্যান বলছে , ২০১৬ সাল পর্যন্ত টানা ছয় বছর সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে। তবে ২০১৭ সালে কিছুটা কমলেও এবার আবারও বেড়েছে।

আরও পড়ুন- সুইস ব্যাংকে এক বছরে বাংলাদেশিদের আমানত বেড়েছে ১ হাজার ২৭৪ কোটি টাকা

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
বাংলাদেশকে ‘সিকিউরিটি প্রোভাইডার’ দেশ হিসেবে দেখতে চায় যুক্তরাষ্ট্র
বাংলাদেশকে ‘সিকিউরিটি প্রোভাইডার’ দেশ হিসেবে দেখতে চায় যুক্তরাষ্ট্র
আরও কমলো সোনার দাম  
আরও কমলো সোনার দাম  
 ১ পদে ২৩৮ জনকে চাকরি দেবে ভূমি মন্ত্রণালয়, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
 ১ পদে ২৩৮ জনকে চাকরি দেবে ভূমি মন্ত্রণালয়, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না