X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সব আলোচিত মামলার বিচার দ্রুত শেষ হবে: আইনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০১৯, ১৪:৩৮আপডেট : ০১ জুলাই ২০১৯, ১৫:০৮

আইনমন্ত্রী আনিসুল হক

গুলশানে হলি আর্টিজানে হামলা, সড়ক দুর্ঘটনায় শহীদ রমিজ উদ্দিন কলেজের দুই ছাত্র নিহতের ঘটনা, ফেনীর নুসরাত হত্যার মামলাসহ সব আলোচিত মামলার বিচার দ্রুত শেষ করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

সোমবার (১ জুলাই) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচার বিভাগীয় কর্মকর্তাদের ১৪২তম প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

গুলশানের হলি আর্টিজান মামলার বিষয়ে জানতে চাওয়া হলে আনিসুল হক বলেন, ‘প্রধানমন্ত্রী জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। সেই ঘটনা ঘটে যাওয়ার পরে এই মামলার বিচারকাজ ও তদন্ত দ্রুত করার চেষ্টা হয়েছে, সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে। আমি মনে করি, এখন যখন বিচারকাজ চলছে, বিজ্ঞ আদালত দেখবেন কতজন সাক্ষী নিলে এই মামলা প্রমাণে যথেষ্ট হবে। এই মামলা দ্রুত শেষ করতে প্রসিকিউটরের ইচ্ছা বিজ্ঞ আদালতও হয়তো বিষয়টি অনুধাবন করবেন। এ মামলা নিয়ে অন্য কিছু বলতে চাই না। তাহলে আবার বিচারাধীন বিষয়ে কথা বলা হয়ে যাবে।’

হলি আর্টিজান মামলা ছাড়াও আলোচিত মামলার বিচার প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘সরকার এই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্বসহকারে দেখে। সেজন্য হলি আর্টিজানের মামলা, শহীদ রমিজ উদ্দিনের দুই শিক্ষার্থী নিহতের মামলা, নুসরাত হত্যার মামলা চলছে। এসব ঘটনা বিচারের বাইরে না চলে যায় এবং এসব বিষয় বা ঘটনাগুলো যতক্ষণ পর্যন্ত মানুষের মনে আছে, সেই মনে থাকার সময়েই এদেরকে দৃষ্টান্তমূলক সাজা দেওয়া যায়। সেটার দিকে নজর রাখি।’

আরেক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘শিগগিরই রাষ্ট্রের আইন কর্মকর্তা হিসেবে ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হবে। এক্ষেত্রে নতুনরা বেশি প্রাধান্য পাবেন। ২০০৯ সাল থেকে আজ পর্যন্ত যারা দীর্ঘ দিন ধরে ডেপুটি এবং সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে আছেন, আমি তাদের পদত্যাগ করতে বলেছি। তার কারণ হলো, প্রধানমন্ত্রী চান সবক্ষেত্রে নতুন মুখ এবং নতুনদের সুযোগ দেওয়া হোক। ঠিক তারই ধারাবাহিকতায় আমি তাদের পদত্যাগপত্র চেয়েছিলাম।’

মন্ত্রী বলেন, ‘আমার কাছে এ পর্যন্ত ৮৭ জন পদত্যাগপত্র পৌঁছে দিয়েছেন। আর যারা পদত্যাগ করেন নাই, ২০০৭ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত যারা আছেন, তাদের মধ্য থেকে দুই-চার জন যদি যোগ্যতায় টিকে যান, টিকে যাবেন। তাছাড়া নতুন করে খুব শিগগিরই নিয়োগ দেওয়া হবে।’

এর আগে যুগ্ম জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের ১৪২তম প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন আইনমন্ত্রী আনিসুল হক। প্রতিষ্ঠানটির মহাপরিচালক সাবেক বিচারপতি খন্দকার মুসা খালেদের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন আইন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক।

/বিআই/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা