X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশে প্রচারিত বিদেশি বিজ্ঞাপন বন্ধে কাজ শুরু

জামাল উদ্দিন
০২ জুলাই ২০১৯, ২০:১৫আপডেট : ০৩ জুলাই ২০১৯, ১৪:০৭

বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলোর সিরিয়াল নির্ধারণে কেবল অপারেটরদের প্রতি তথ্য মন্ত্রণালয়ের নির্দেশনা

বাংলাদেশে প্রচারিত বিদেশি বিজ্ঞাপন বন্ধে কাজ শুরু করছে প্রশাসন। এজন্য কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইনটি বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা শুরু হয়েছে। তথ্য মন্ত্রণালয় থেকে সোমবার (১ জুলাই) পাঠানো নির্দেশনা অনুযায়ী দেশের বিভিন্ন স্থানে জেলা প্রশাসনের কর্মকর্তারা অভিযান পরিচালনা শুরু করেন বলে জানান সংশ্লিষ্টরা। এদিকে, বিষয়টি নিয়ে নিজেদের মনোভাব গণমাধ্যমের কাছে তুলে ধরতে চায় বাংলাদেশ কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। এ বিষয়ে আগামীকাল বুধবার (৩ জুলাই) বিকালে জাতীয় প্রেসক্লাবে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে সংস্থাটি।

সোমবার (১ জুলাই) এক তথ্য বিবরণীতে জানানো হয়, কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট চালু করা হয়েছে। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিদেশি টিভি চ্যানেলে অবৈধ বিজ্ঞাপন সম্প্রচার ও স্থানীয় কেবল নেটওয়ার্কে সিনেমা ও বিজ্ঞাপন প্রদর্শন বন্ধ করা এবং কেবল নেটওয়ার্কে চ্যানেলের ক্রমে রাষ্ট্রীয় চ্যানেলের পর সম্প্রচারের তারিখ অনুযায়ী দেশি বেসরকারি চ্যানেলগুলোকে রাখা নিশ্চিত করতে পূর্ব ঘোষণা অনুযায়ী দেশব্যাপী মোবাইল কোর্ট পরিচালনা সোমবার (১ জুলাই) থেকে শুরু হচ্ছে। এর আগে কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন ২০০৬ মেনে চলা নিশ্চিত করার জন্য মন্ত্রণালয় থেকে ৩০ জুন সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। দেশ ও দেশের টেলিভিশন শিল্পের কল্যাণে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করি সকলে এ বিষয়ে আমাদের সহযোগিতা করবেন। এটা ঠিক যে, বিদেশি টিভি চ্যানেলে বিজ্ঞাপন সম্প্রচার বন্ধে কারিগরি প্রযুক্তিগত বিষয় রয়েছে। কিন্তু সে বিষয় নিরসনের চেষ্টা না করে কেউ অনির্দিষ্টকালের জন্য সময় বরাদ্দ চাইলে তা দেওয়া সম্ভব নয়।’
মোবাইল কোর্ট শুরুর বিষয়ে জানতে চাইলে কুমিল্লার জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা কেবল অপারেটরদের অ্যাসোসিয়েশনের নেতাদের ডেকে তালিকা দিয়েছি। যেভাবে আপডেট করার কথা সেভাবে করতে বলে দেওয়া হয়েছে। আর এ বিষয়টি তারা বাস্তবায়ন করছেন কিনা সেজন্য আমরা নজরদারি করবো। যদি তারা আমাদের নির্দেশনা না মানে তখন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
একই বিষয়ে জানতে চাইলে মানিকগঞ্জের জেলা প্রশাসক এস এম ফেরদৌস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা এরইমধ্যে সকল টিভি চ্যানেলের অপারেটরকে ডেকে এনেছিলাম। তাদের সবাইকে মন্ত্রণালয়ের নির্দেশনার চিঠির কপিসহ সেটা বাস্তবায়নের জন্য চিঠি দেওয়া হয়েছে। তাদের দু’দিন সময় দিয়েছি। তারা যদি সঠিকভাবে সরকারের নির্দেশনা না মানে তাহলে বুধবার (৩ জুলাই) থেকে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন-২০০৬ বাস্তবায়নে মোবাইল কোর্ট চালুর বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে বাংলাদেশ কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) প্রতিষ্ঠাতা সভাপতি এস এম আনোয়ার পারভেজ বাংলা ট্রিবিউনকে বলেন, তারা এ আইনের বিরুদ্ধে অনেক আগেই উচ্চ আদালতে রিট করেছেন। এখন সেই আইন বাস্তবায়নেই সরকার মোবাইল কোর্ট শুরু করেছে। এ বিষয়ে আর কোনও মন্তব্য না করে তিনি বলেন, বুধবার বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবে তারা সংবাদ সম্মেলন ডেকেছেন। সেখানে সারাদেশ থেকে অপারেটররা আসবেন। সেখানেই তাদের বক্তব্য বিস্তারিতভাবে গণমাধ্যমের সামনে তুলে ধরবেন।

 

/জেইউ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
কুমিল্লা মেডিক্যাল সেন্টার হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা
কুমিল্লা মেডিক্যাল সেন্টার হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা
ফটোকপি দোকানের কর্মচারী, জেলে, রাজমিস্ত্রি তৈরি করতো জাল টাকা
ফটোকপি দোকানের কর্মচারী, জেলে, রাজমিস্ত্রি তৈরি করতো জাল টাকা
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি