X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

মানবতাবিরোধী অপরাধীদের পরিবারের সন্তানদের আ.লীগ থেকে বহিষ্কারের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০১৯, ২০:৩০আপডেট : ১২ জুলাই ২০১৯, ২০:৩৫

বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সমন্বয় জাতীয় কমিটির সংবাদ সম্মেলন সাম্প্রদায়িক গোষ্ঠী, জামায়াত-শিবির ও মানবতাবিরোধী অপরাধীদের পরিবারের সন্তানদের আওয়ামী লীগ ও এর ভ্রাতৃপ্রতিম সংগঠন থেকে বহিষ্কারের দাবিসহ মোট আটটি দাবি জানিয়েছে ‘বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সমন্বয় জাতীয় কমিটি’। শুক্রবার (১২ জুলাই) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান সংগঠনটির প্রধান সমন্বয়কারী মেহেদী হাসান।

সংবাদ সম্মেলনে মেহেদী হাসান বলেন, ‘১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে বীর মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশকে স্বাধীন করেছেন। দেশবাসী জানে,  আওয়ামী লীগ একটি অসাম্প্রদায়িক দল। প্রাচীন এই রাজনৈতিক দলটি এ পর্যায়ে আসতে অনেক ত্যাগী নেতাকর্মী হারিয়েছে। তবুও কখনও অন্যায়কে প্রশ্রয় দেয়নি। বাংলাদেশের জনগণ মুক্তিযুদ্ধের পক্ষে এবং বিপক্ষে দুটি ধারায় বিভক্ত। মুক্তিযুদ্ধের পক্ষের প্রধান শক্তি বাংলাদেশ আওয়ামী লীগ। আর মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি হচ্ছে– বাংলাদেশের স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবির, মানবতাবিরোধী অপরাধী গোষ্ঠী এবং তাদের আশ্রয়-প্রশ্রয় দানকারী বিএনপিসহ অন্যান্য প্রতিক্রিয়াশীল গোষ্ঠী।’

সংবাদ সম্মেলনে তিনি প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান, যেসব জনপ্রতিনিধি আওয়ামী লীগের গঠনতন্ত্র ও মুজিব আদর্শ বিরোধী পরিবারের সদস্য হয়ে তথ্য গোপন করে দলীয় প্রার্থী হিসেবে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন, জরুরি ভিত্তিতে আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আওয়ামী লীগ ও এর ভ্রাতৃপ্রতিম সংগঠনে মুক্তিযুদ্ধ বিষয়ক পদে বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের পদায়ন করতে হবে।

 

/এইচএন/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!