X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাভুক্ত যেকোনও কর্মসূচি বাস্তবায়নে রাজনৈতিক প্রভাব নেই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০১৯, ১৬:৩৮আপডেট : ১৪ জুলাই ২০১৯, ১৭:২৯

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ সমাজকল্যাণ মন্ত্রণালয় আওতাভুক্ত যেকোনও কর্মসূচি বাস্তবায়নে রাজনৈতিক প্রভাব নেই বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। রবিবার (১৪ জুলাই) সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের প্রথম কার্য অধিবেশনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করছেন মন্ত্রিপরিষদের সচিব মোহাম্মদ শফিউল আলম।
সাংবাদিকদের সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, ‘আমি ডিসিদের বলেছি সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় গৃহীত কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য। দরিদ্র মানুষের জন্য সরকারের এই কর্মসূচি বাস্তবায়নে যেন কোনও ধরনের অনিয়ম ও দুর্নীতি না হয় সেজন্য ডিসিদের নির্দেশনা দিয়েছি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘এই কর্মসূচির আওতায় যেকোনও উদ্যোগ বাস্তবায়নে কোনও ধরনের অনিয়ম সহ্য করা হবে না। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ। দরিদ্র মানুষ সে যে দলেরই হোক, সরকারের এই সহায়তা পাবে।’

ডিসি সম্মেলনে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ডিসিদের জানিয়েছেন

১) ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, প্যারালাইজড ও জন্মগত হার্টের রোগীদের চিকিৎসার জন্য সরকার ৫০ হাজার টাকা বরাদ্দ করেছে। বরাদ্দের পরিমাণ আরও বাড়ানো হবে।

২) প্রত্যোক উপজেলায় ক্রমান্বয়ে সরকারি শিশু পরিবার স্থাপন করা হবে।


৩) প্রতি উপজেলায় ক্রমান্বয়ে প্রতিবন্ধী সেবা ও সাহায্যকেন্দ্র স্থাপন করা হবে।
৪) তৃতীয় লিঙ্গ ব্যক্তিদের জন্য প্রশিক্ষণ ও কর্মসংস্থানের জন্য বিশেষ প্রকল্প গ্রহণ করা হবে।
৫) জয়পুরহাট জেলায় একটি শিশু উন্নয়নকেন্দ্র স্থাপন করা হবে। ইতোমধ্যে জমি অধিগ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
৬) যে সব উপজেলায় উপজেলা সমাজসেবা অফিস নেই সেসব উপজেলায় উপজেলা সমাজসেবা অফিস স্থাপন করা হবে।

 

 ডিসি সম্মেলনে ডিসিদের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল জানিয়েছেন

১) প্রভার্টি ম্যাপ অনুযায়ী ন্যাশনাল সার্ভিসের আওতা আরও বাড়ানো হবে।
২) আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট চালু করা হবে।
৩) সব উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম স্থাপন করা হবে।
৪) নোয়াখালী, যশোর ও মাগুরা জেলার স্টেডিয়াম আধুনিকায়ন করা হবে।
৫) জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার জন্য বার্ষিক বরাদ্দের পরিমাণ বাড়ানো হবে।
৬) ন্যাশনাল সার্ভিস প্রোগ্রামের অধীনে মাঠপর্যায় থেকে সব অংশীদারদের মতামতের ভিত্তিতে এই প্রোগ্রামকে আরও কার্যকরা করা হবে।

/এসআই/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
বায়ার্নের নজরে থাকা নাগেলসমানের সঙ্গে জার্মানির নতুন চুক্তি
বায়ার্নের নজরে থাকা নাগেলসমানের সঙ্গে জার্মানির নতুন চুক্তি
নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষে আর্ট ক্যাম্প
নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষে আর্ট ক্যাম্প
লোকসভা নির্বাচন: রাস্তার দাবিতে ভোট বয়কট করলেন গ্রামবাসী
লোকসভা নির্বাচন: রাস্তার দাবিতে ভোট বয়কট করলেন গ্রামবাসী
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!