X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

রিজেন্ট এয়ারকে ক্ষমা করে দিলেন মাহবুব তালুকদার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০১৯, ২৩:৪৯আপডেট : ১৪ জুলাই ২০১৯, ২৩:৫৩

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার রিজেন্ট এয়ার ওয়েজকে ক্ষমা করে দিলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। ফলে বিজনেস ক্লাসের টিকিটে ইকোনমি ক্লাসে বসতে দেওয়া ইস্যুটি নিয়ে ওই বিমান কর্তৃপক্ষের বিরুদ্ধে আর আইনি পদক্ষেপ নিচ্ছেন না তিনি।
বিজনেস ক্লাসের টিকেট কিনলেও তাকে ইকোনমি ক্লাসে বসানোর ঘটনায় রবিবার (১৪ জুলাই) নির্বাচন কমিশনে এসে রিজেন্ট চেয়ারম্যানের পক্ষ থেকে দুই পরিচালক মাহবুব তালুকদারের কাছে লিখিতভাবে ক্ষমা চেয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে মাহবুব তালুকদার তাদের ক্ষমা করে দেন। তিনি একটি বিবৃতির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।
কমিশন সূত্রে জানা গেছে, রিজেন্ট এয়ারওয়েজের চেয়ারম্যান ইয়াসিন আলীর নির্দেশনায় তার পক্ষে কর্তৃত্বপ্রাপ্ত পরিচালক মশিউর রহমান ও পরিচালক সোহেল মজিদ সকালে ক্ষমা প্রার্থনার একটি চিঠি নির্বাচন কমিশনারকে দেন। নির্বাচন কমিশনার তা গ্রহণ করেন।
মাহবুব তালুকদার ক্ষমা করার বিষয়টি বাংলা ট্রিবিউনকে জানান। তিনি বলেন, ‘তারা খুব বিনীতভাবে আমার কাছে ক্ষমা প্রার্থনা করেছে। আমি ক্ষমা করে দিয়েছি। ফলে এ বিষয়ে আর কোনও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন মনে করছি না।’
প্রসঙ্গত, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার গত ২৭ জুন রিজেন্ট এয়ারের ফ্লাইটে ঢাকা থেকে চট্টগ্রামে যান। এই সফরে তার স্ত্রীও সঙ্গে ছিলেন। দুজনেরই বিজনেস ক্লাসের টিকিট ছিল। বিমানে ওঠার পর তারা দেখতে পান বিজনেস ক্লাসে তাদের সিটে পুলিশের আইজি ও তার স্ত্রী বসে আছেন। ফলে তাকে ও তার স্ত্রীকে ইকোনমি ক্লাসে বসানো হয়। এই অনাকাঙ্খিত ঘটনা সম্পর্কে রিজেন্ট এয়ার ওয়েজের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে অবহিত করেন তিনি এবং ঢাকায় এসে বিষয়টি আনঅফিসিয়াল (ইউনোট) নোটের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য নির্বাচন কমিশনারদের অবহিত করেন। নির্বাচন কমিশন এ ঘটনায় রিজেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেয়।

 

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচন: জেলা-উপজেলায় আ.লীগের সম্মেলন বন্ধ
উপজেলা নির্বাচন: জেলা-উপজেলায় আ.লীগের সম্মেলন বন্ধ
মিয়ানমার-থাই সীমান্তে আবারও বিদ্রোহীদের হামলা, থ্যাইল্যান্ডে পালাচ্ছে মানুষ
মিয়ানমার-থাই সীমান্তে আবারও বিদ্রোহীদের হামলা, থ্যাইল্যান্ডে পালাচ্ছে মানুষ
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
ভুয়া অবিবাহিত সনদের মেয়াদ বাড়াতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি
ভুয়া অবিবাহিত সনদের মেয়াদ বাড়াতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া