X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

জেলা সদরে সরকারি মাধ্যমিকে এক শিফটে ইংরেজি ভার্সন চান ডিসিরা

এস এম আববাস
১৫ জুলাই ২০১৯, ০২:৪৬আপডেট : ১৫ জুলাই ২০১৯, ০৩:০৩

ডিসি সম্মেলন (ফাইল ছবি)

দেশের জেলা সদরের সব সরকারি উচ্চ বিদ্যালয়ে এক শিফটে ইংরেজি ভার্সন চালুর প্রস্তাব করেছেন জেলা প্রশাসকরা (ডিসি)। এ ছাড়া, তারা শহরাঞ্চলের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের গ্রামাঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানে গেস্ট টিচার হিসেবে পাঠানোর প্রস্তাবও করেছেন।

জেলা প্রশাসক সম্মেলনে (ডিসি কনফারেন্স) সিদ্ধান্তের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে এই প্রস্তাব পাঠিয়েছেন পিরোজপুর ও রংপুরের জেলা প্রশাসক। আজ সোমবার (১৫ জুলাই) সম্মেলনের দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশনে ওই প্রস্তাব নিয়ে আলোচনা হবে।

রবিবার (১৪ জুলাই) থেকে পাঁচ দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হয়েছে। এদিন সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সম্মলেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বিকাল থেকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের কার্যসূচি অনুযায়ী সম্মেলনের বিভিন্ন অধিবেশন চলে।

সোমবার (১৫ জুলাই) দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশনে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত অধিবেশন রয়েছে দুপুর সাড়ে ১২টা থেকে। অধিবেশনে মাঠ প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মকর্তা জেলা প্রশাসকরা তাদের প্রস্তাব নিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সঙ্গে সরাসরি আলোচনা করবেন। পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে জেলা প্রশাসকদের বিভিন্ন দিকনির্দেশনা দেবেন শিক্ষামন্ত্রী ও উপমন্ত্রী।

শিক্ষা মন্ত্রণালয়ের অধিবেশনের জন্য উত্থাপিত পিরোজপুরের জেলা প্রশাসকের প্রস্তাবে বলা হয়, প্রত্যেক জেলা সদরের সরকারি উচ্চ বিদ্যালয় ও বালিকা বিদ্যালয়ে এক শিফটে ইংলিশ ভার্সন চালু করা যেতে পারে। জেলা প্রশাসনের এই প্রস্তাবের পক্ষে সুপারিশ করে মন্ত্রিপরিষদ বিভাগ।

পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রত্যেক জেলা সদরের সরকারি উচ্চ বিদ্যালয় ও বালিকা বিদ্যালয়ে এক শিফটে ইংলিশ ভার্সন চালু করা হলে আধুনিক ও যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করা যাবে। আর শিক্ষার্থীদের ইংরেজি ভীতি দূর হবে। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে চালু হলে পর্যায়ক্রমে এটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও চালু করা যেতে পারে। শিক্ষার মান বাড়াতে ইংলিশ ভার্সন চালু হলে শিক্ষার্থীদের লেখাপড়ার আগ্রহও বাড়বে।’

গ্রামাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানে গেস্ট টিচার

দেশের শহরাঞ্চলের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের গ্রামাঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানে গেস্ট টিচার হিসেবে নির্দিষ্ট সময়ের জন্য পাঠানোর প্রস্তাব করা হয়েছে এবারের জেলা প্রশাসক সম্মেলনে। রংপুরের জেলা প্রশাসকের প্রস্তাবে বলা হয়, শহরাঞ্চলের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের গ্রামাঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানে গেস্ট টিচার পাঠালে গ্রামের স্কুলে শিক্ষার মান বাড়বে; শিক্ষার্থীদের পড়াশোনার আগ্রহও বাড়বে।

জেলা প্রশাসনের এই প্রস্তাবের পক্ষে সুপারিশ করে সম্মেলনের কার্যতালিকায় রেখেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ