X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

জরুরি ভিত্তিতে বাঁধ সংস্কারের নির্দেশ পানি সম্পদ প্রতিমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০১৯, ১৩:৪০আপডেট : ১৬ জুলাই ২০১৯, ১৩:৫৪

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক বলেছেন,  ‘বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারের জন্য এখন থেকেই পরিকল্পনা করতে ডিসিদের বলা হয়েছে। নতুন করে যেন কোনও বাঁধগ্রস্ত ক্ষতি না হয় তাও মনিটরিং করতে বলা হয়েছে। বাঁধ ভেঙে আর যেন কোনও নতুন এলাকা প্লাবিত না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।’

সচিবালয়ের সম্মেলন কক্ষে ডিসি সম্মেলনের তৃতীয় দিন মঙ্গলবার (১৬ জুলাই) তৃতীয় অধিবেশনে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ সম্মেলনের সভাপতিত্ব করেন মোহাম্মদ শফিউল আলম।

বাঁধ সংস্কার বিষয়ে তিনি বলেন,  ‘পানি কমতে শুরু করায় ফেনীতে বাঁধ সংস্কারের কাজ শুরু করা গেছে। পানি কমতে শুরু করলে সারাদেশে বাঁধ সংস্কারের কাজ শুরু করা যাবে।’  

প্রতিমন্ত্রী তিনি বলেন,  ‘বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ। এটিকে ঠেকানো যাবে না। জলবায়ু পরিবর্তনের কারণে এটি হচ্ছে। যুক্তরাষ্ট্র ও চীনের নদীগুলো ডুবে গেছে। এর প্রভাব এখানে এসেও পড়েছে।’

তিনি আরও বলেন,  ‘আমাদের এই বিপর্যয় ঠেকাতে হবে। আমরা ভাটির দেশের মানুষ উজান থেকে পানি নেমে আসেবে, এটি স্বাভাবিক। এক্ষেত্রে আমাদের কিছুই করার নেই। আমাদের বড় বড় নদীগুলোতে চর পড়ে আছে। বর্ষাকালে অতিরিক্ত পানি ধারণ করতে পারে না। এগুলো ড্রেজিংয়ের মাধ্যমে নাব্যতা বাড়ানো হবে। সেটি যদি আমরা করতে পারি তবে এর থেকে আমরা কিছুটা পরিত্রাণ পাবো।’

 

/এসআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
অভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের দেশের উন্নয়ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করতে হবে
রামরুর কর্মশালায় বক্তারাঅভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের দেশের উন্নয়ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করতে হবে
শুধু চাকরির পেছনে ছুটবে না, উদ্যোক্তা হবে:  স্বাস্থ্যমন্ত্রী
শুধু চাকরির পেছনে ছুটবে না, উদ্যোক্তা হবে:  স্বাস্থ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের