X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু দেশের আধুনিক ফুটবলের স্বপ্নদ্রষ্টা: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০১৯, ১৫:০৯আপডেট : ২৩ জুলাই ২০১৯, ১৫:১১

মতবিনিময় সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের ফুটবলের উন্নয়নের স্বপ্ন দেখেছিলেন। তিনি নিজে পেশাদার ফুটবলার হিসেবে গোপালগঞ্জ জেলা দল ও তখনকার বিখ্যাত ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের জনপ্রিয় খেলোয়াড় ছিলেন। এজন্য বঙ্গবন্ধুর ছেলে শেখ কামাল আবাহনী ক্লাবের প্রতিষ্ঠাতা হলেও অনুপ্রেরণা ছিলেন জাতির পিতা নিজে। তিনি তখনকার ফুটবলের নিয়মিত খোঁজখবর রাখতেন এবং দেশের ফুটবলের উন্নয়ন বিষয়ে সব প্রস্তাবে সম্মতি দিতেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী  মঙ্গলবার (২৩ জুলাই) বেলা ১২টায় কাকরাইলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সভাকক্ষে ‘সাইফ পাওয়ায় টেক লিমিটেড’ এর প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ‘মহান মুক্তিযুদ্ধ আমাদের ইতিহাসের শ্রেষ্ঠতম অধ্যায়। জাতির শ্রেষ্ঠ সন্তানদের নামে প্রতিষ্ঠিত বাংলাদেশ মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র দেশের অন্যতম সেরা ফুটবল দল হিসেবে সুপরিচিত। কিন্তু বর্তমানে আর্থিক সংকটের কারণে দলটি কাঙ্ক্ষিত সফলতা দেখাতে পারছে না। সাইফ পাওয়ায় টেক লিমিটেড বাংলাদেশ মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রকে আর্থিক পৃষ্ঠপোষকতা দেওয়ার ইচ্ছা ব্যক্ত করেছে। দলের কল্যাণে তাদের পৃষ্ঠপোষকতার প্রস্তাব গ্রহণ করা হবে।’

মন্ত্রী বলেন, ‘সফল রাষ্ট্রনায়ক দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। দেশের  সব বিত্তবানদের ফুটবলের কল্যাণে আর্থিক পৃষ্ঠপোষকতা দেওয়ার  আহ্বান জানান মন্ত্রী।

মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রশাসক ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের সভাপতি মুক্তিযুক্ত বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. জহুরুল ইসলাম রোহেল, সাইফ পাওয়ার টেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের টিম ম্যানেজার মো. আরিফুল ইসলাম। এসময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও সাইফ পাওয়ার টেক লিমিটেডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া